আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

IB ACIO (II) Recruitment 2025: সুখবর! এবার ইন্টেলিজেন্স ব্যুরোতে ৩,০০০ টিরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ, জানুন নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি

Published on: July 15, 2025
IB ACIO (II) Recruitment 2025

IB ACIO (II) Recruitment 2025: ইন্টেলিজেন্স ব্যুরো (IB), এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা গ্রেড ২ (ACIO II) এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে (ib acio notification)। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে চলতি বছরের ১৯শে জুলাই থেকে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিভিন্ন বিভাগে গ্রেড II/এক্সিকিউটিভ পদের জন্য। যোগ্যতার মানদণ্ড পূরণকারী আগ্রহী প্রার্থীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। চলুন তবে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য।

Company nameMinistry of Home Affairs(MHA)
Position NameACIO- II/ Executive
Education QualificationBachelor’s Degree
Age Limit18 to 27

মোট শূন্যপদ –

মোট শূন্যপদ ৩৭১৭ টি। এখানে সাধারণ (General) শ্রেণীর প্রার্থীদের জন্য ১৫৩৭টি, অন্যান্য অনগ্রসর (OBC) শ্রেণীর প্রার্থীদের জন্য ৯৪৬টি, অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) শ্রেণীর প্রার্থীদের জন্য ৪৪২টি, তফসিলি জাতি (SC) এর জন্য ৫৬৬ এবং তফসিলি উপজাতি (ST) এর জন্য ২২৬টি শূন্যপদ রয়েছে।

ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (ib acio 2025), ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি গ্রুপ ‘সি’ পদ। জাতীয় নিরাপত্তা রক্ষায় এই পদটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইবি এসিআইও অফিসারদের ওপর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, নজরদারি কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকে। এই কাজের জন্য বিচক্ষণতা, সতর্কতা ও নিষ্ঠা একান্ত কাম্য।

যোগ্যতা –

ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার অর্থাৎ সহকারী কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তা পদে আবেদনের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। প্রার্থীদের কম্পিউটারের প্রাথমিক জ্ঞান থাকতে হবে।

আরও পড়ুন: বিদায় অভিনয়ের দেবী, কিংবদন্তি সরোজা দেবীর প্রয়াণে শোকছায়া

বয়সসীমা –

এই পদে আবেদনের জন্য আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন –

সংশ্লিষ্ট পদের পদের জন্য প্রার্থীদের ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন ফি –

সাধারণ (General), অন্যান্য অনগ্রসর (OBC) এবং অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ ৬৫০ টাকা, এসসি (SC), এসটি (ST) এবং প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৫০ টাকা দিতে হবে অনলাইনের মাধ্যমে। প্রার্থীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

আবেদন প্রক্রিয়া –

উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট mha.gov.in-এ যেতে হবে। এরপর ইন্টেলিজেন্স ব্যুরো এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট ২০২৫ (ib acio notification 2025) এর লিঙ্কে ক্লিক করে সঠিক বিবরণ সহ অনলাইন আবেদনপত্র সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে। সেখানে নিজের ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। এরপর অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে আবেদন ফি জমা দিয়ে পূরণ করা ফর্মটি সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া –

উল্লিখিত পদে নিয়োগের (intelligence bureau acio recruitment) জন্য প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা (ib acio exam), একটি বর্ণনামূলক পরীক্ষা, সাক্ষাৎকার, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি বস্তুনিষ্ঠ প্রশ্ন থাকবে, যা ১ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক-চতুর্থাংশ নম্বর কাটা হবে। এরপর ৫০ নম্বরের একটি বর্ণনামূলক পরীক্ষা নেওয়া হবে এবং তারপর ১০০ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে।

Start ApplicationJuly 19, 2025
Application DeadlineAugust 10, 2025
Official Websiteindiapostgdsonline.gov.in
Official NoticeDownload FDF

Indrani Roy Moitra

আমি ইন্দ্রানী রায় মৈত্র। বিগত ৫ বছর ধরে কন্টেন্ট লিখি। বাংলায় স্নাতক, স্নাতকোত্তরের পর শিক্ষকতার পাশাপাশি এই পেশায় নিযুক্ত। দেশ-রাজ্য-বিদেশের নানা ঘটনা, খেলা, আবহাওয়া, রাজনীতি, ক্রাইম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বিনোদন, লাইফস্টাইল সহ নানা বিষয়ে লেখালিখি ও চর্চায় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment