আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

India Mourns the Loss of B Saroja Devi: বিদায় অভিনয়ের দেবী, কিংবদন্তি সরোজা দেবীর প্রয়াণে শোকছায়া

Published on: July 15, 2025
B. Saroja Devi

B Saroja Devi: ভারতের চারটে প্রধান ভাষার সিনেমায় রাজত্ব করা অভিনেত্রী। চোখে ভেসে উঠে পর্দার “অভিনয় সরস্বতী” এর অসাধারণ রূপ ও গৌরব। ভারতের চলচ্চিত্রের এক কিংবদন্তি মুখ বি সরোজা দেবী(B Saroja Devi)আর নেক সোমবার বেঙ্গালুরুতে(Bengaluru)তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন বি সরোজা দেবী প্রয়াত (Saroja Devi passed away)এই খবরের শোকের ছায়া ফেলেছে গোটা চলচ্চিত্র মহলে।

বি সরোজা দেবী(B Saroja Devi) ছিলেন দক্ষিণ ভারতের সিনেমার প্রথম মহিলা সুপারস্টার। তিনি অভিনয় শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে ১৯৫৫ সালে ‘মহাকবি কালিদাসের’ ছবির মাধ্যমে তারপরে প্রায় সাত দশক ধরে অভিনয় করে গেছেন। যার মধ্যে রয়েছে ২০০ আর বেশি সিনেমা। তার কাজ বিস্তার কন্নড়(Kannada) তামিল(Tamil) তেলেগু(Telegu) ও হিন্দি(Hindi) সিনেমায়।

সরোজা দেবী এর জন্ম ১৯৩৮ সালের ৭ জানুয়ারি বেঙ্গালুরু তে। তিনি ১৯৬৭ সালে পদ্মশ্রী এবং ১৯৯২ সালে পদ্মভূষণ এর সম্মানিত হন। এছাড়াও পেয়েছেন কালাইমামানি, ডক্টর রাজকুমার আজীবন সম্মাননা পুরস্কার, এবং এনটিআর ন্যাশনাল অ্যাওয়ার্ড (২০০১ ও২০০৯)। ২০০৮ সালে ভারতের ৬০ তম স্বাধীনতা দিবসের তাকে প্রদান করা হয় আজীবন সম্মাননা।

বি সরোজা দেবী (B Saroja Devi) কর্ণ সিনেমা বিশেষ করে কিন্তু ‘কিত্তূর চেন্নম্মা’,’নাগকন্নি’, এবং ‘বেট্টাদা হূভু’ তে তার অভিনয় আজও দর্শকের স্মৃতিতে অমলিন। তার একটি বিখ্যাত সংলাপ “নিমাগে য়াকে কোদবেকু নাভু কাপ্পা”?(আমরা কেন তোমাদের শ্রদ্ধা জানাবো?) আজও কর্নাটকের বহু স্কুল নাটকে ব্যবহৃত হয়।

আরও পড়ুন: কেরালার নার্স নিমিশা প্রিয়া এর প্রাণ রক্ষায় ভারতের সীমিত ক্ষমতা, ইয়েমেন যুদ্ধে কূটনীতি ও একমাত্র ভরসা Blood Money

তামিল সিনেমায় MGR অভিনেত্রী সরোজা দেবী(MGR actress Saroja Devi)হয়ে ওঠেন এক সুপারহিট জুটি। ১৯৯৮ থেকে ১৯৬৬ সালের মধ্যে MGR এর সঙ্গে তিনি ২৬ টি হিট সিনেমায় কাজ করে যার মধ্যে ছিল “নাদোডি মান্নান”,’তিরুদাথ’, এবং ‘আনবে ভা’। তখন তিনি এতটাই জনপ্রিয় ও মূল্যবান হয়ে ওঠেন যে কনডম নির্মাতারা তাকে নিতে পারতেন না।

তেলেগু সিনেমায় তা যাত্রা শুরু হয় ‘পান্ডু রঙ্গ মহাত্ন্যাম’ এর মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেন ‘জগদেগ বিরুনী কথা’, ‘সীতারাম কল্যাণম’, ‘শকুন্তলা’,’প্রমীলাঞ্জনেয়ম’,’রহস্যম’, এবং ‘দাগুদু’ মুথালু তে। এসব সিনেমা ছিল পৌরাণিক ও লোকও কাহিনী নির্ভর।

হিন্দি সিনেমায় তিনি অভিনয় করেন ‘পেইগাম’, প্রীত না জানে রীত’, ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’, ‘অপেরা হাউস’, ও সাসুরাল এর মত ছবিতে। এই ভাষা গত বহুমাত্রিকতায় তাকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। পরে জীবনের শেষ পর্বে তিনি চরিত্র অভিনেত্রী হিসেবে ফিরেছিলেন। তার শেষ ছবি ছিল ২০১৯ সালের ‘নটসারভভৌমা’।

সরোজা দেবীর মৃত্যু সংবাদ এর শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি এক্সে লেখেন, “অভিনয় সরস্বতী নামে পরিচিত বি সরোজা দেবীর ২০০টি সিনেমায় অভিনয় করেছেন। তার মত মাধুর্যমণ্ডিত শিল্পী বিরল। তার প্রয়াণ ভারতীয় সিনেমায় এক অপূরণীয় ক্ষতি।”

অভিনেত্রী খুশবু সুন্দর লেখেন, একটি স্বর্ণযুগের সমাপ্তি। সরদা দেবী আম্মা ছিলেন কালজয়ী। দক্ষিণে আর কোন অভিনেত্রী তার মত খ্যাতি পাননি। তার সঙ্গে সম্পর্ক ছিল হৃদয়ের। বেঙ্গালুরুতে গেলে তার সঙ্গে না দেখা হলে সফর অপূর্ণ থাকতো। চেন্নাইতে আসলে তিনি ফোন করতেন তাকে খুব মিস করব ওম শান্তি আম্মা।”

বি সরোজা দেবী চলচ্চিত্র ইতিহাসে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। সরোজা দেবীর প্রয়াত, কিন্তু তার অভিনয় গৌরবময় ইতিহাস আজীবন থেকে যাবে ভারতীয় সিনেমার পাতায়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment