আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

India-US Relation: শুল্কের জটিলতায় আমেরিকায় ডাক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত ইন্ডিয়া পোস্টের

Published on: August 25, 2025
India-US Relation

India-US Relation: ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক (US Tariff On India) নিয়ে চলতে থাকা টানাপোড়েন এবার সরাসরি প্রভাব ফেলল সাধারণ মানুষের জীবনে। ভারতীয় ডাকঘর(India Post) জানিয়েছে আপাতত আমেরিকায় ডাক পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি কার্যকর হওয়ায় ভারত থেকে পাঠানো অধিকাংশ পণ্যের উপর অতিরিক্ত শুল্ক ও বসতে চলেছে। এর ফলে পরিষেবা সাময়িকভাবে স্থগিত করার পথে হাঁটল ইন্ডিয়া পোস্ট।

শুল্কনীতির কারণে পরিষেবা স্থগিত

ভারতীয় ডাকঘরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৫ শে আগস্ট থেকে আমেরিকার উদ্দেশ্যে বেশ কিছু ডাক পরিষেবা বন্ধ থাকবে। তবে সব যোগাযোগ পুরোপুরি থেমে যাচ্ছেনা। চিঠি, গুরুত্বপূর্ণ নথি এবং সর্বোচ্চ ১০০ মার্কিন ডলার মূল্যের উপহার এখনো আমেরিকায় পাঠানো যাবে। কিন্তু এর বাইরে যে কোন বাণিজ্যিক বা ব্যক্তিগত পণ্য পাঠানোর আপাতত সম্ভব হবে না।

ভারতীয় ডাক বিভাগ স্পষ্ট জানিয়েছে পরিস্থিতি সাময়িক। মার্কিন শুল্ক বিভাগ এবং আমেরিকার সীমান্ত নিরাপত্তা বিভাগের তরফে কোন নতুন নির্দেশিকা জারি হলে, তা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জনসাধারণকে অবহিত করা হবে।

মার্কিন সিদ্ধান্তে জেরে ধন্দ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল আমদানি জন্য ভারতের ওপর শাস্তি স্বরূপ দ্বিগুণ শুল্ক আরোপ করা হবে। নতুন নীতি কার্যকর করা হচ্ছে। গত ৩০ শে জুলাই জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, এতদিন পর্যন্ত যে নিয়মে ৮০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের শুল্কমুক্ত ছিল, তা বাতিল করা হয়েছে।

এখন থেকে ২৯ আগস্ট এর পর ভারত থেকে আমেরিকায় প্রবেশ করার সব ধরনের পণ্যের ওপর শুল্ক বসবে। একমাত্র ১০০ মার্কিন ডলারের মূল্যের নিচে থাকা পণ্য শুল্কমুক্ত থাকবে। তাও নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষ এই শর্তগুলির মধ্যেও একটি হল, শুধুমাত্র আমেরিকার শুল্ক বিভাগ এবং সীমান্ত রক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত কোন যোগ্যপক্ষ শুল্ক হ্রাস বা আদায় করতে পারবে। তবে এই যোগ্য পক্ষ কারা বা কিভাবে তাদের অনুমোদন দেয়া হবে, এ তা এখনো স্পষ্ট নয়। ফলে ব্যবসায়ী এবং গ্রাহকদের মধ্যে প্রবল অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির পরও কি ভারতের ওপর অতিরিক্ত শুল্ক উঠবে? অনিশ্চয়তা ট্রাম্পের

বাণিজ্য ও গ্রাহক পরিষেবায় প্রভাব

পরিস্থিতির কারণে ভারতীয় ডাক বিভাগ সিদ্ধান্ত নিয়েছে আপাতত ১০০ ডলারের বেশি মূল্যের পণ্য পাঠানোর পরিষেবা বন্ধ রাখতে। ফলে যারা ইতিমধ্যেই বড় অর্ডার দিয়েছেন তাদের কোন আপাতত আটকে যাচ্ছে। ডাকঘরের তরফে জানানো হয়েছে এই ধরনের গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন।

এই সিদ্ধান্তে ভারতীয় রপ্তানি কারকদের ও বড় ধাক্কা লাগতে পারে। বিশেষত ছোট ব্যবসা, অনলাইন সেলার এবং হস্তশিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা যারা সরাসরি মার্কিন বাজারের উপর নির্ভরশীল। তাদের ব্যবসায় অস্থিরতা দেখা দিতে পারে। একই সঙ্গে সাধারণ ভারতীয় পরিবার যারা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা আত্মীয়-স্বজনকে উপহার পাঠান, তারা সমস্যায় পড়বেন।

কূটনৈতিক আলাপ আলোচনা অব্যাহত

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের সঙ্গে একাধিক স্তরে আলোচনা চলছে। ভারতের বাণিজ্যিক মন্ত্রকে আশা প্রকাশ করেছে, দ্রুত সমস্যা সমাধান হবে এবং ইন্ডিয়ান পোস্ট আবার পূর্ণাঙ্গ পরিষেবা চালু করতে পারবে।

India-US Relation গত কয়েক বছরে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে বারবার ওঠাপড়া দেখেছে। আমেরিকার বাড়তি শুল্ক নীতি একদিকে যেমন ভারতের ব্যবসায়িক স্বার্থে বড় আঘাত, অন্যদিকে সাধারণ মানুষের দৈনন্দিন পরিষেবাতেও প্রভাব ফেলছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখন নির্ভর করছে দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার ওপর। তবে ভারতীয় ডাকঘরের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে সব ধরনের ডাক পরিষেবা পুনরায় চালু করার চেষ্টা চলছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment