Indian Railway Job Recruitment 2025: অনেকেই রেলে চাকরী (Indian Railways Job) করতে চান, কিন্ত সূযোগ পাননা। চাকরির বিজ্ঞপ্তি সবসবসময় বেরোয় না। তবে সাইটে সবসময় চেষ্টা করা হয়, কোন চাকরীর বিজ্ঞপ্তির (Job Update) খবর বেরলে তা আপনাদের জানানোর।
আজকের প্রতিবেদন সেরকম হতে চলেছে। তাই দেরি না করে চোখ রাখুন প্রতিবেদনে। চেষ্টা করছি সমস্ত তথ্য তুলে ধরার।(Indian Railway Job Recruitment 2025)
প্রথমেই নমস্কার সকলকে। যারা যারা এখনও ওয়েবসাইটটি (Website) ফলো করেননি। তাঁরা ফলো রাখুন ওয়েবসাইটটি। নিত্যনতুন চাকরির সমাহার আপনাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবেন, পাশে থাকবেন। যাতে আগামী দিনে আরও চাকরির খবর আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন শুরু করা যাক।
নিয়োগকারী সংস্থার নাম হলো ভারতীয় রেল বিভাগ (Indian Railways Department)
রেল দপ্তরে অ্যাপ্রেন্টিস সহ একাধিক পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ চলাকালীন ভারতীয় অ্যাপ্রেন্টিস আইন অনুসারে কেন্দ্রীয় সরকার এবং রেল দপ্তরের পক্ষ থেকে একত্রে যথাযথ পরিমাণ বেতনের ব্যবস্থা করা হবে।(Indian Railway Job Recruitment 2025)
SEC রেল দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এর অনলাইন আবেদন প্রক্রিয়া গত ২৫/০২/২০২৫ থেকে শুরু হয়েছে যা চলবে আগামী ২৫/০৩/২০২৫ তারিখ পর্যন্ত। তাই এখনো যারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেননি তারা যথাসময়ে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
সংস্থার নাম | Indian Railways Department |
পদের নাম | Various |
আবেদন জানানোর শেষদিন(LAST DATE OF APPLIICATION) | 25 March 2025 |
আরো পড়ুন: ফের বিজ্ঞপ্তি সরকারী চাকরীর, দেখে নিন কারা পাচ্ছে সেই সূযোগ!
শূন্যপদ, পদের নাম :
কোন কোন পদে ভ্যাকেন্সি রয়েছে? SEC রেল দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো কার্পেন্টার, ড্রাফ্টসম্যান, ফিটার, মেকানিস্ট, প্লাম্বার, পেন্টার, ওয়েলডার, টার্নার, ওয়ারম্যান ইত্যাদি। মোট শূন্য পদের সংখ্যা ৮৩৫ টি। পদ অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।(Indian Railway Job Recruitment 2025)
বয়সের সময়সীমা:
বয়সের সময়সীমা জেনে নিন : চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন। চলুন বাকি তথ্য জেনে নেওয়া যাক চটপট।
Age Limit | 15 To 24 |
Vacancies | 835 |
Salary Structure | Follow notifications |
প্রয়োজনীয় নথিপত্র:
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র –
Birth Certificate প্রমাণ, ID Proof – Voter ID Card, Aadhar Card, Pan Card etc Xerox অ্যাটাচ করতে হবে। দরকার পড়বে caste documents, Education Certificate, Candidate Passport Size Photo.
Education Qualification | Secondary school pass with ITI certificate |
Application process | Online |
আবেদন প্রক্রিয়া:
SEC রেল দপ্তরের বিলাসপুর ডিভিশনে এই নিয়োগটি করা হচ্ছে। অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সর্বপ্রথম দক্ষিণ পূর্ব মধ্য রেল দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে পরবর্তী আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদন প্রক্রিয়া চলাকালীন প্রার্থীর নাম-ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্রগুলো প্রদান করতে হবে। ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট বের করে রাখতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীর যোগ্যতার বিষয়ে জানা যাক। আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের কাছে আবশ্যিকভাবে ITI সার্টিফিকেট থাকতে হবে।
Official Website | Click here |
Official Notification | Download Now |
Photo Size | Passport size |
Important Documents | Aadhar Card – Pan Card Etc |
Selection Process | Online |
সিলেকশন:
কীভাবে সিলেকশন হবে? দেখে নিন বিস্তারিত। সিলেকশনের জন্য কয়েকটি ধাপ পেরোতে হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ এর ব্যবস্থা করা হবে না। এই ক্ষেত্রে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রস্তুত করা হবে। এরপর একটি মেডিক্যাল টেস্ট মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
FAQs about Indian Railway Job Recruitment 2025
- What is the focus Keyphrase for this requirement?
Ans: The Focus Keyphrase is “Indian Railway Job Recruitment 2025” for this requirement.
- What is the name of the recruiting agency?
Ans: The name of the recruiting agency is “Indian Railways Department”.
- How many vacancies are there in this job?
Ans: There are 835 Vacancy in this job.
- What or what positions will be appointed?
Ans: The job title is Carpenter, Draftsman, Fitter, Mechanist, Plumber, Painter, Welder, Turner, Warman, etc.
- What’s Salary structure of this job recruitment?
Ans: Follow notifications.
- Is this application process Online or Ofline?
Ans: Yes, This application process is totally online.
- When is the last date of form filling?
Ans: The last date of submitting the application form is 25 March 2025.
- What documents are required to apply?
Ans: The Document are required – Birth Certificate, ID Proof – Voter ID Card, Aadhar Card, Pan Card etc Xerox, Caste documents, Education Certificate and Candidate Passport Size Photo.
- How can I get the notification?
Ans: Download Now
- Tell me the link to get other job updates on this website?
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।