আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Indian Railway Recruitment 2025: সুখবর! এবার ৬২৩৮টি শূন্যপদে রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

Published on: August 19, 2025
Indian Railway Recruitment 2025

Indian Railway Recruitment 2025: যারা রেলে চাকরির স্বপ্ন দেখেন তাদের জন্য সুখবর। আবারো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এর তরফে রেলের বিভিন্ন কাজের জন্য টেকনিশিয়ান পদে হতে চলেছে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। সকল ইচ্ছুক প্রার্থীরা ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন। আজকের প্রতিবেদনে রইলো সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য (Indian Railway Recruitment 2025)।

✦ নিয়োগকারী সংস্থা

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)

✦ পদের নাম

  • টেকনিশিয়ান গ্রেড I
  • সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড III

✦ মোট শূন্য পদ –

  • টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল পদে ১৮৩
  • টেকনিশিয়ান গ্রেড III পদে ৬০৫৫টি

এখানে মোট শূন্য পদ ৬২৩৮ টি।

উল্লেখ্য, মোট ৬,২৩৮টি পদ আহমেদাবাদ, আলাহাবাদ, চেন্নাই, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, সেকেন্দ্রাবাদ, গৌহাটি, মুম্বাই, গোরখপুর, জম্মু, মালদা, পাটনা, রাঁচি, সিলিগুড়ি, কলকাতা প্রভৃতি অঞ্চলে বণ্টন করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

✦ বেতনক্রম

এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে তাই দুটি পদের বেতন নিম্নে দেওয়া হলো।

  • টেকনিশিয়ান গ্রেড III (Level-2) পদের বেতন ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
  • টেকনিশিয়ান গ্রেড I সিগন্যাল (Level-5) পদের বেতন ২৯,২০০ – ৯২,৩০০ টাকা।

✦ শিক্ষাগত যোগ্যতা

  • টেকনিশিয়ান গ্রেড I পদে আবেদনের জন্য BE/B.Tech/ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা B.Sc (Engineering) ডিগ্রি থাকতে হবে
  • টেকনিশিয়ান গ্রেড III পদের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যা এবং গণিত সহ মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

✦ বয়স

  • টেকনিশিয়ান গ্রেড I পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ – ৩৩ বছর
  • টেকনিশিয়ান গ্রেড III পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ – ৩০ বছর

এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হয়েছে।

✦ পরীক্ষা প্যাটার্ন

উল্লিখিত পদে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যোগ্যতা নির্ণয়ের জন্য প্রথমে CBT (Computer Based Test) অর্থাৎ একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। এরপর সরাসরি ইন্টারভিউ নিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন (DV) এর মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নির্দিষ্ট পদে নিযুক্ত করা হবে।

আরও পড়ুন: রাজ্যে ৬৩২টি শূন্য পদে সরকারি নিয়োগ, স্বাস্থ্য দপ্তরের সর্বাধিক পদ

✦ আবেদন প্রক্রিয়া

উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এরজন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। সঠিক তথ্য সহ অনলাইন ফর্ম পূরণ করে, প্রয়োজনীয় নথিপত্র সাবমিট করে, ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন পত্রটি জমা করতে হবে। এরপর আবেদনপত্রের একটি প্রিন্ট/ডাউনলোড কপি নিজের কাছে রাখতে হবে পরবর্তী প্রয়োজনে।

✦ আবেদন মূল্য

সাধারণ প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০ টাকা, SC/ST/PH/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ২৫০টাকা দিতে হবে। উল্লেখ্য, CBT-এ অংশগ্রহণ করলে আবেদন মূল্য আংশিক ফেরতযোগ্য। এছাড়া, ফি সংশোধন/এডিট ফর্ম এর ক্ষেত্রে ২৫০ টাকা দিতে হবে।

✦ গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৮শে জুন, ২০২৫
আবেদনের শেষ তারিখ: ৭ই আগস্ট, ২০২৫
ফি সংশোধন/এডিট ফর্ম: ১০ – ১৯শে আগস্ট, ২০২৫
স্ক্রাইব তথ্য জমা: ২০ – ২৪শে আগস্ট, ২০২৫
ফর্ম সংশোধন/এডিট লিঙ্ক: ১০ – ১৯শে আগস্ট ২০২৫ সক্রিয়
অফিসিয়াল ওয়েবসাইট: rrbsecunderabad.gov.in

Indrani Roy Moitra

আমি ইন্দ্রানী রায় মৈত্র। বিগত ৫ বছর ধরে কন্টেন্ট লিখি। বাংলায় স্নাতক, স্নাতকোত্তরের পর শিক্ষকতার পাশাপাশি এই পেশায় নিযুক্ত। দেশ-রাজ্য-বিদেশের নানা ঘটনা, খেলা, আবহাওয়া, রাজনীতি, ক্রাইম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বিনোদন, লাইফস্টাইল সহ নানা বিষয়ে লেখালিখি ও চর্চায় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment