আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

iphone 17 vs Galaxy s25 Bangla Review 2025: পুজোয় টেক যুদ্ধ! iphone 17 বনাম samsung galaxy s25 কোনটি আপনার জন্য সেরা?

Published on: September 6, 2025
iphone 17 vs Galaxy s25 Bangla Review 2025

iphone 17 vs Galaxy s25 Bangla Review 2025: পূজোর মৌসুম মানেই নতুন জামা কাপড় ঘুরতে যাওয়া আর কেনাকাটা ধুম। তবে সাম্প্রতিক সময়ে এই উৎসব নতুন টেক গেজেট কেনার ও আদর্শ সময় হয়ে উঠেছে। আর এই বছর সেই টেক দুনিয়ায় সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে দুই জায়ান্ট ব্র্যান্ডের নতুন ফ্ল্যাগসিপ স্মার্টফোন অ্যাপল আইফোন ১৭ সিরিজ এবং samsung galaxy s25 সিরিজ। ইতিমধ্যেই বাজারে জোরালো প্রতিযোগিতা শুরু হয় কোন ফোনটি আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে? দেখে নেওয়া যাক বিস্তারিত তুলনা।

ডিসপ্লে ও ডিজাইন

iphone 17 সিরিজে এবার দেখা যাবে নতুন ডিজাইন। প্রো মডেল গুলোতে টাইটেনিয়াম ফ্রেমের বদলে আংশিক আ্যলুমনিয়াম ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো এইবার সব মডেলই থাকছে 120Hz প্রমোশন ডিসপ্লে যা আগে শুধু প্রো ভার্সনেই সীমাবদ্ধ ছিল। অন্যদিকে samsung galaxy s25 সিরিজ আসছে আরো পাতলা ডিজাইন ও উন্নত ডায়নামিক আ্য মোলেড ২ এক্স ডিসপ্লে নিয়ে। উজ্জ্বলতা কনট্রাস্ট ও রং এর গভীরতার জন্য এটি বিশেষভাবে পরিচিত।

ক্যামেরা

iphone 17 pro max এ থাকছে তিনটি ৪৮ মেগাপিক্সেল লেন্স যা 8k ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাও এবার আপগ্রেড হয়ে থাকতে 24 মেগাপিক্সেল। অন্যদিকে samsung galaxy s25 সিসিজে থাকছে একেবারে নতুন ২০০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স। ক্যামেরার সঙ্গে যুক্ত থাকতে নতুন এআই ফিচার, যা ছবি ও ভিডিও কে করবে আরো প্রাণবন্ত যারা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ভালবাসেন তাদের কাছে এটি বাড়তি সুবিধা।

পারফরম্যান্স

অ্যাপেল আইফোন ১৭ সিরিজে থাকছে নতুন চিপসেট যা টিএসএমসি এর 3এনএম প্রযুক্তিতে তৈরি। এর ফলে মাল্টি টাস্কিং আরো দ্রুত হবে এবং এআই ফিচার আরো হবে অনেক স্মুথ।
samsung galaxy s25 সিরিজে ব্যবহার করা হয়েছে Exynos ও Snapdragon 8 Elite চিপসেট। গেমিং পারফরম্যান্স এবং ভারী অ্যাপ চালানোর ক্ষেত্রে এই চিপসের অত্যন্ত কার্যকর।

ব্যাটারি ও চার্জিং

iphone 17 সিরিজের ব্যাটারি লাইফ ও ফার্স্ট চার্জিংয়ে কিছু উন্নতির রাখা হয়েছে। তবে samsung galaxy s25 এর ক্ষেত্রে আরও এগিয়ে বড় ব্যাটারি ও দ্রুত চার্জিং সুবিধা একে দীর্ঘ সময় ব্যবহারের জন্য আদর্শ করে তুলেছে। যারা ফোনে বেশি সময় কাটান তাদের জন্য এটি বাড়তি সুবিধা।

সফটওয়্যার অভিজ্ঞতা

অ্যাপেল আইফোন ১৭ আসছে iOS 26 এর সঙ্গে যেখানে যুক্ত থাকবে Apple intelligence ফিচার। অন্যদিকে samsung galaxy s25 সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হলো Galaxy AI বিভিন্ন কাজ সহজ করা থেকে শুরু করে ছবি এডিট করা পর্যন্ত নানা ক্ষেত্রে এই ফিচার ব্যবহারকারীদের সাহায্য করবে।

দাম

ভারতের বাজারে আইফোন ১৭ এর দাম শুরু হতে পারে প্রায় ₹৭৯,৯০০ থেকে। প্র মডেল গুলির দাম সর্বোচ্চ ₹১.৬৪ লক্ষ পর্যন্ত যেতে পারে। কোন দিকে samsung galaxy s25 সিরিজ দাম শুরু হতে চলেছে ₹৭৪,৯৯৯থেকে।

আরও পড়ুন: বছরে সবচেয়ে বড় শেল জানুন কবে থেকে শুরু হচ্ছে

কার জন্য কোন ফোন?

  • iphone 17 series: যার মধ্যেই iOS ইকো সিস্টেম (iPhone, macbook, apple watch) ব্যবহার করছেন এবং নিরাপত্ত, ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইন চান তাদের জন্য আদর্শ পছন্দ।
  • samsung galaxy s25 সিরিজ: যারা এন্ড্রয়েড ইকোসিস্টেমের তে স্বচ্ছন্দ ,বড় ব্যাটারি ,উন্নত ক্যামেরা ও এআই ফিচার চান, তাদের জন্য এটি সেরা বিকল্প।

পুজোর মরশুমে টেক যুদ্ধ জমজমাট হতে চলেছে। প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী চিপসেট চাইলে iphone 17, আর এই আই ফিচার দীর্ঘস্থায়ী ব্যাটরি ও ক্যামেরার জন্য চাইলে samsung galaxy s25 দুটি হতে পারে আপনার হাতের সেরা গ্যাজেট। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আপনার চাহিদা ও বাজেটের ওপর সমস্ত কিছু নির্ভর করছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment