আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

ISRO NRSC Recruitment 2025: সুখবর! ISRO NRSC পক্ষ থেকে বিরাট চাকরির সুযোগ, বিস্তারিত রইল

Published on: May 16, 2025
ISRO NRSC Recruitment 2025

ISRO NRSC Recruitment 2025: ISRO কমবেশি সকলেই এই নামটি সঙ্গে পরিচিত।বেশি করে যারা ভবিষ্যতে নিজেদেরকে বিজ্ঞানী হিসেবে দেখতে চাই। এবারে তাদের জন্যেই রয়েছে সুখবর। ISRO NRSC পক্ষ থেকে অর্থাৎ ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের পক্ষ থেকে সম্প্রতি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ।বিভিন্ন পদের জন্য নিয়োগ করতে চলেছে এই সংস্থা।

সুস্বাগতম সকলকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমরা। এই চাকরির বিজ্ঞপ্তিতে উপকৃত হবেন অনেকেই। অনেকেই হয়তো বহুদিন ধরে এমনই একটি চাকরির বিজ্ঞপ্তির অপেক্ষায় ছিলেন আজকে প্রতিবেদনটি তাদের জন্য। আসুন শুরু করা যাক-

ISRO NRSC ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO একটি অংশ । এবার তাদের পক্ষ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনে আলোচনা করব কোন পদে হতে চলেছে নিয়োগ? বয়সসীমা? শিক্ষাগত যোগ্যতা? আবেদন পদ্ধতি বিস্তারিত বিষয় আলোকপাত করবো।

Company NameISRO National Remote Sensing Centre (ISRO NRSC)
Position NameSCIENTIST/ENGINEER
Age Limit18 to 30 years
Vacancies31
Salary StructureRs. 85,833
Application processOnline
Education QualificationM.Sc/B, Tech/B. B/M, Sc/M, E?M.Tech
Last date of Applications30 May 2025 (05.00pm)
Official Websitewww.nrsc.gov.in

শূন্যপদ ও সংখ্যা(ISRO NRSC Vacancy 2025)-

নিয়োগকারী সংস্থা ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এর পক্ষ থেকে ৩১ টি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি। সাতটি ক্যাটাগরির পদে নিয়োগ করতে চলেছে সংস্থাটি।

Posts CodeName of PostsNumber of Vacancies
20Scientist/Engineer-Forestry &
Ecology
02
21Scientist/Engineer-Geoinformatics02
22Scientist/Engineer-Geology05
23Scientist/Engineer-Geophysics02
24Scientist/Engineer-Urban Studies06
25Scientist/Engineer-Water
Resources
04
26Scientist/Engineer-Geoinformatics10

বয়সসীমা(ISRO NRSC Age Limit 2025)-

উপরোক্ত শূন্য পদগুলিতে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স সীমা হতে হবে ৩০ বছর এবং সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকেই চাকরিপ্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।

ISRO NRSC Notification 2025 – Click Here to Download PDF

শিক্ষাগত যোগ্যতা(ISRO NRSC Eligibility Criteria 2025)-

Name of PostsEssential QualificationsAge Limit

Scientist/Engineer-Forestry &
Ecology
M.Sc. in Botany / Forestry or equivalent
With
B.Sc. in Botany / Forestry / Ecology
18 to 28 years
Scientist/Engineer-GeoinformaticsM.Sc. in Geoinformatics or equivalent
With
B.Sc. in Physics/ Maths
18 to 28 years
Scientist/Engineer-GeologyM.Sc. in Geology / Applied Geology or equivalent
With
B.Sc. in Geology / Applied Geology
18 to 28 years
Scientist/Engineer-GeophysicsM.Sc. / M.Sc. Tech in Geophysics or equivalent
With
B.Sc. in Physics / Maths / Geology
18 to 28 years
Scientist/Engineer-Urban StudiesM.E. / M.Tech in Urban Planning / Regional Planning or
equivalent
With
B.E./ B.Tech in Planning or B.Arch
18 to 30 years
Scientist/Engineer-Water
Resources
Water Resources Engineering (with specialization in Water
resources/ Hydrology/Soil & Water Conservation)
With
B.E./ B.Tech in Civil Engineering / Agriculture
Engineering
18 to 30 years
Scientist/Engineer-GeoinformaticsM.E. / M. Tech in Remote Sensing and GIS /
Geoinformatics / Artificial Intelligence & Machine
Learning or equivalent
With
B.E./ B.Tech in Computer Science / Geoinformatics
18 to 30 years

এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই অনায়াসেই প্রার্থীরা আবেদন করতে পারবেন উক্ত পদগুলিতে।

আরো পড়ুন: ইউনিয়ন ব্যাংক এর পক্ষ থেকে ৫০০টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

আবেদন পদ্ধতি(ISRO NRSC Application Process 2025)

ISRO NRSCএর পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটির সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরাwww.nrsc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন চাকরির ফর্ম কি ফিল করতে পারবেন।

ISRO NRSC Recruitment 2025 Apply Online Link

প্রয়োজনীয় নথিপত্র(ISRO NRSC Required documents 2025)-

যে নথিপত্রগুলি জমা করতে হবে, সেগুলো হল :
১) বয়সের প্রমাণ (যেমন বার্থ সার্টিফিকেট বা বোর্ড পরীক্ষার এডমিট)
২) শিক্ষাগত এবং পেশাদার যোগ্যতার সার্টিফিকেট
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
৪) সাম্প্রতিক ২টি পাসপোর্ট আকারের ছবি
৫) একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র (ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স)

বেতন(ISRO NRSC Salary 2025):-

চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের পর, প্রতি মাসে scientists/engineer ৮৫ হাজার ৮৩৩ টাকা বেতন পাবেন।এই বিষয়ে সুনির্দিষ্ট বিবরণ ISRO NRSC নিয়মে রয়েছে।

আবেদন ফি(ISRO NRSC Application Fee 2025)-

UR/OBC/EW দের জন্য ৭৫০ টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

নির্বাচন পদ্ধতি(ISRO NRSC Selection Process 2025)-

লিখিত পরীক্ষার ইন্টারভিউ মাথা যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ(Last date of Applications)-

ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ১০/০৫/২০২৫ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে ৩০/০৫/২০২৫ অবধি।(ISRO NRSC Recruitment 2025)

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment