আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kaushiki Amavasya lucky Zodiac Signs: কৌশিকী অমাবস্যায় সূর্যগ্রহণ! তিন রাশির ভাগ্যে আসছে টাকার বর্ষণ, মিলবে প্রেম ও বিবাহের যুগ

Published on: August 20, 2025
Kaushiki Amavasya lucky Zodiac Signs

Kaushiki Amavasya lucky Zodiac Signs: ভাদ্র মাসের অমাবস্যা, অর্থাৎ কৌশিকী অমাবস্যা নিয়ে জ্যোতিষ জগতে শুরু হয়েছে জল্পনা। ২০২৫ সালের এই বিশেষ তিথি পড়েছে ২২ আগস্ট, শুক্রবার। এই তিথিতে মোক্ষ অমাবস্যা বলেও অভিহিত করা হয়। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিন অত্যন্ত শুভ। এবারের কৌশিকী অমাবস্যার বিশেষত্ব হল এই সময়ে ঘটতে চলেছে সূর্যগ্রহণ। ফলে আকাশীয় ঘটনা প্রবাহ মানুষের ভাগ্যকেও প্রভাবিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কখন পড়ছে কৌশিকী অমাবস্যা?

দৃক দৃষ্টান্ত পঞ্জিকা অনুযায়ী, Kaushiki Amavasya শুরু হচ্ছে ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১:৫৫। আর শেষ হবে বাইশে আগস্ট শুক্রবার ১১:৩৫ মিনিটে। যেহেতু উদয় তিথি অনুসারে পালন হয় তাই কৌশিকী অমাবস্যা পালিত হবে শুক্রবার। একই দিনে ঘটেছে সূর্যগ্রহণও। যদি এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তবে দক্ষিণ গোলার্ধের একাধিক দেশ থেকে দৃশ্যমান হবে।

কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য

ধর্মগ্রন্থ অনুসারে, এই দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিন্ডদান ও শ্রাদ্ধ করলে আত্মার মুক্তি হয়। পাশাপাশি এই তিথিতে পূজা পার্বণ, দান-পূর্ণ জপ-ধ্যান করলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য ও চন্দ্রের মিলন কিছু রাশির জাতকদের জন্য অদ্ভুত সৌভাগ্য বয়ে আনবে। বিশেষ করে তিনটি রাশি এই সময় আর্থিক উন্নতি পারিবারিক শান্তি, প্রেম বা বিবাহের সম্ভাবনা পাবে।

আরও পড়ুন: বলিউডে শোকের ছায়া 3 idiots খ্যাত জনপ্রিয় অভিনেতা

কোন কোন রাশি পাবে বিশেষ ফল?

  • মকর রাশি: কৌশিকী আমাবসায় চন্দ্র ও সূর্যের সংযোগ মকর রাশির জাতকদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। পুরনো বিনিয়োগ থেকে অপ্রতাসিত লাভ পাবে। দীর্ঘদিনের আর্থিক চাপ কাটবে। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে সাফল্য পাবেন। পারিবারিক কলহ দূর হবে সন্তানের সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে। অবিবাহিতরা জীবনে আসতে পারে, নতুন প্রস্তাব যা বিবাহ পর্যন্ত গড়াতে পারে।
  • তুলা রাশি: তুলা রাশি জাতকদের জন্য এই সময় হবে আত্মবিশ্বাসে ভরপুর। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল মিলবে। আয়ের নতুন উৎস খুলবে। পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব আসতে পারে। আবার যারা সম্পর্কে আছেন তাদের জন্য বিয়ের যোগ জোরদার হবে। কর্মক্ষেত্রের সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার চারপাশে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে।
  • মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য কৌশিকী অমাবস্যা হবে বিশেষ শুভ আর্থিক দিক উন্নত হবে। চাকরিজীবীদের আই বাড়বে ব্যবসায়ীরা নতুন সুযোগ পাবেন। বিবাহিত সম্পর্কে আরো মজবুত হবে। দাম্পত্যে আসবে নতুন উষ্ণতা। পরিবারে শান্তি ও আনন্দ নেমে আসবে। অবিবাহিতদের জন্য প্রেম ও বিয়ের সম্ভাবনা প্রবল। এই সময় মানসিক শান্তি পাবেন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে অগ্রসর হবেন।

বিশেষ পরামর্শ

জ্যোতিষীরা বলছেন Kaushiki Amavasya দিন পূর্ণকর্ম দান, উপবাস ও ধ্যান-জপ করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। পিতৃপুরুষদের উদ্দেশ্যে সাধ্য করলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসে। আর্থিক উন্নতি চাইলে অমাবস্যার রাতে মা কালী বা ভগবতীর পুজো করা বিশেষ ফলপ্রদ।

২০২৫ সালে কৌশিকী অমাবস্যা শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, জ্যোতিষ শাস্ত্রের বিচার তিনটি রাশির জন্য হয়ে উঠবে বিশেষ শুভক্ষণ। তুলা, মকর ও মীন রাশির জাতক-জাতিকারা এই সময় আর্থিক উন্নতি পারিবারিক শান্তি এবং প্রেম সম্পর্কে সুখবর পেতে চলেছেন। তাই বলা যায় এই অমাবস্যা তাদের জীবনে নতুন সূচনা বয়ে আনবে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment