Kolkata Metro updates: কলকাতা যাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে এলো মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী ১১ই আগস্ট থেকে গ্রীন লাইন -১ গ্রীন লাইন -২ এবং পার্পেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা ও সময়সীমা বাড়ানো হবে । যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পিটিআই কে জানিয়েছে মেট্রো রেলের এক সরকারি মুখপাত্র।
গ্রীন লাইন -১ (শিয়ালদাহ সল্টলেক সেক্টর ফাইভ)
নতুন নিয়ম অনুযায়ী গ্রীন লাইন -১ এ প্রতিদিন ১০৮ টি ট্রেন ৫৪টি আপ ৫৪ টি ডাউনে চলবে বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত এই লাইনে ১০৬ টি ট্রেন ৫৩ টি আপ ৫৩ টি ডাউন পরিষেবা দেয়। পরিষেবার সময় ও বাড়ছে, আগের সকাল ৬:৫৫ থেকে রাত দশটা পর্যন্ত ট্রেন চলত, এখন থেকে সকাল ৬:৩৫ থেকে ১০ পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। তবে রবিবার এই লাইনে কোন ট্রেন চলবে না।
গ্রীন লাইন -২
গ্রীন লাইন দিয়ে বর্তমানে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১৩০ টি ট্রেন৬৫টা আপ৬৫ টি ডাউনে চলে। ১১ই আগস্ট থেকে এই সংখ্যা বাড়িয়ে ১৩৪ টি তে নিয়ে যাওয়া হবে ৬৭ টি আপ ৬৭ ডাউন চলবে। পাশাপাশি পরিষেবার সময় ও আগে সকাল সাতটা থেকে রাত ৯:৫৩ পর্যন্ত ছিল সেটি বদলে সকাল ৬:৩০ থেকে রাত ৯:৫৩ পর্যন্ত করা হবে। এই লাইনে রবিবারও স্বাভাবিক পরিষেবা চলবে।
পার্পেল লাইন (জোকা মজেরহাট)
পার্পল লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৭২ টি ট্রেন ৩৬ আপ ৩৬ টি ডাউনে চলত। এখন থেকে প্রতিদিনই ৮০ টি ট্রেন ৪০টি আপ ৪০টি ডাউনে পরিষেবা দেবে। সময়সীমাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে সকাল ৭:৫৭ থেকে রাত ৮:৩২ পর্যন্ত পরিষেবা চলত। এখন থেকে সকাল ৬:৫০ থেকে রাত ৯:১৪পর্যন্ত ট্রেন চলবে।
যাত্রীদের জন্য ইতিবাচক প্রভাব
মেট্রো কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত যাত্রীদের যাতায়াতের সুবিধা বাড়াতে বিশেষ করে অফিস টাইমে ভিড় কমাতে সহায়ক হবে। সকালে দ্রুত মেট্রো ধরতে পারা সুযোগ তৈরি হবে এবং রাতে বাড়ি ফেরার জন্য আরো সময় থাকবে হাতে। অফিসকর্মী, ছাত্র-ছাত্রী ও ব্যবসায়ীদের জন্য সুবিধা।
কবি সুভাষ স্টেশনের সংস্কারের কাজ
এর পাশাপাশি, সম্প্রতি কবি সুভাষ স্টেশনে ফাউন্ডেশনের বসে যাওয়ার কারণে আপ লাইনের প্লাটফর্মে ফাটল দেখা দিয়েছে। ৩০শে জুলাই রিপোর্ট অনুযায়ী, মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে স্টেশনের একটি অংশ ভেঙে ফেলার। মেট্রোর মুখপাত্র জানিয়েছেন, আংশিকভাবে স্টেশনটি ভেঙে ফেলা হবে এবং আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চলবে। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর সংযোগকারী অংশটি সম্পূর্ণ সংস্কার ও ওভারহল করা থাকবে।
ভবিষ্যতের পরিকল্পনা
মেট্রোরেল সূত্রে জানা গেছে পরিষেবার মান উন্নত করার পাশাপাশি নিরাপত্তা ও পরিকাঠামা উন্নয়নের দিকে ও নজর দেওয়া জোর দেওয়া হচ্ছে। নতুন ট্রেন ও কোচ সংযোজন এর পরিকল্পনাও রয়েছে। শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানজটের চাপ মোকাবিলায় মেট্রো পরিষেবা আগামী দিনে আরো সম্প্রসারিত করা হবে।
আগামী ১১ই আগস্ট থেকে কার্যকর এই পরিবর্তন কলকাতার গণপরিবহনে এক নতুন দিশা আনবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের জন্য এটি শুধুমাত্র বাড়তি ট্রেন সংখ্যা নয়, বরং সময় ও সুযোগের দিক থেকেও বড় একটি উপহার।