আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kolkata Police Recruitment Exam Date Change: কলকাতা পুলিশের নিয়োগ পরীক্ষার সময়সূচি বদল, জানুন বিস্তারিত

Published on: September 25, 2025
Kolkata Police Recruitment Exam Date Change

Kolkata Police Recruitment Exam Date Change: রাজ্য পুলিশের চাকরির স্বপ্ন দেখছেন হাজার হাজার প্রার্থীর জন্য বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। কলকাতা পুলিশের বিভিন্ন পদে চলমান নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার তারিখে বড় পরিবর্তন আনা হয়েছে। গত বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পূর্ব নির্ধারিত সময়সূচি আর কার্যকর থাকছে না। ফলে পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা আপাতত নতুন ক্যালেন্ডার এর অপেক্ষা করছেন।

কোন কোন পদের পরীক্ষার তারিখ বদলানো হল?

২০২৩ সালের কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর / সাব-ইন্সপেক্ট্রেস (অনআর্মড ব্রাঞ্চ) সাব ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ) এবং সার্জেন্ট পদে চূড়ান্ত যৌথ প্রতিযোগিতা মূলক পরীক্ষা ১৫ ই অক্টোবর ২০২৫ তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্তে সেই পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। বোর্ড জানিয়েছে এই পরীক্ষার নতুন দিনক্ষণ খুব শীঘ্রই জানানো হবে।

শুধু তাই নয় ২০২৪ সালের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রাথমিক লিখিত পরীক্ষার সময় ও পরিবর্তিত হয়েছে। আগে এই পরীক্ষা ১ফেব্রুয়ারি ২০২৬ হওয়ার কথা থাকলেও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা এগিয়ে আনা হয়েছে। এখনই পরীক্ষা হবে ২১ ডিসেম্বর ২০২৫। অর্থাৎ প্রায় দেড় মাস আগেই অনুষ্ঠিত হবে এই পরীক্ষা।

কেন গুরুত্বপূর্ণ এই পরিবর্তন

কলকাতা পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় সব সময় চাকরি প্রার্থীদের কাছে আকর্ষণীয়। বিশেষ করে কনস্টেবল, সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে চাকরি মানেই কেবল স্থায়ী কর্মসংস্থানই নয়, সঙ্গের রয়েছে আর্থিক স্থায়িত্ব ও সামাজিক সম্মান। সরি, এই চাকরি গুলির জন্য প্রতিযোগিতা সব সময় তীব্র হয়। তারিখের বদলের ফলে একদিকে কিছু প্রার্থীর জন্য সময় কমে গেলেও, অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের কাছে আগাম পরীক্ষা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আবার স্থগিত হওয়া পরীক্ষার কারণে অনেকেই মানসিক চাপে পড়েছেন, কারো নির্দিষ্ট দিনক্ষণ জানা না থাকলে প্রস্তুতির গতি ধরে রাখা কঠিন।

প্রার্থীদের জন্য বোর্ডের বার্তা

এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে পরীক্ষার নতুন তারিখ এবং সংশ্লিষ্ট সমস্ত তথ্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের নিয়মিত বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েবসাইটের লিংক: https://prb.wb.gov.in

আরও পড়ুন: FD-RD কে হার মানানো ও দুর্দান্ত স্কিম, মেয়ের ভবিষ্যৎ হবে সুরক্ষিত

রাজ্যের প্রার্থীদের প্রতিক্রিয়া

তারিখের হঠাৎ বদলানোর ফলে অনেক প্রার্থী হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, স্থগিত হওয়ার পরীক্ষার দিন দ্রুত ঘোষণা করা উচিত, যাতে প্রস্তুতিতে অনিশ্চয়তা না থাকে। তবে সবারই আসা খুব তাড়াতাড়ি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য বড় খবর। একদিকে স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে উদ্বেগ অন্যদিকে আগাম পরীক্ষার চাপ দুটি এখন সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ফলে আগামী দিনে বোর্ড কবে নতুন তারিখ ঘোষণা করে, সেটি এখনো প্রার্থীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment