Kolkata Port Trust Recruitment 2024: কলকাতা জাহাজ বন্দর ( Kolkata Port Trust) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যদি আপনি অনেকদিন ধরে চাকরি খুঁজছেন তাহলে আপনার অপেক্ষার অবসান হয়েছে। কলকাতা জাহাজ বন্দরে কর্মী নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।যারা এই চাকরির বিষয়ে বিস্তারিত জানতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি উপযুক্ত। এখানে অফলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। তাই এই প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়তে হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এখানে । তাই দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।চলুন জেনে নিই কীভাবে আবেদন করবেন? বয়সসীমা কত? শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? আবেদন মূল্য কত দিতে হবে? আবেদনের সময়সীমা ? জেনে নিন আবেদন প্রক্রিয়া ইত্যাদির ব্যাপারে বিস্তারিত এই প্রতিবেদনে।(Kolkata Port Trust Recruitment 2024)
Kolkata Port Trust Recruitment 2024 Recruitment Details
ইতিমধ্যেই এই পদটির জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। আবেদন জানানোর শেষদিন হল ২৫ অক্টোবর পর্যন্ত।অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) -এর পদে নিয়োগ করা হচ্ছে। যদি আপনার যোগ্যতা থাকে তবে আপনি আবেদন জানাতে পারেন।
সংস্থার নাম | Kolkata Port Trust Recruitment 2024 |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager) |
আবেদন জানানোর শেষদিন | ২৫ অক্টোবর ২০২৪ |
বেতন | ৫৭,০০০ থেকে ৬৬,০০০ টাকা |
অফিসিয়াল ওয়েবসাইট | https://smportkolkata.shipping.gov.in/ |
অফিসিয়াল Notice | Download PDF |
আরও পড়ুন:- আবেদন মূল্য ছাড়াই কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ! জেনে নিন বিস্তারিত
Kolkata Port Trust Recruitment 2024 Age Limits And Last Date
কলকাতা জাহাজ বন্দর এর এই পদটিতে আবেদন করবার বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী বয়স গণন করা হবে ।এই আবেদনের শেষ তারিখ হল ২৫ অক্টোবর সুতরাং যদি আপনি যদি এর আগে আবেদনটি পড়ছেন তবে আজই করে ফেলুন আবেদন।
মোট কয়টি শূন্যপদে নিয়োগ করছে সংস্থাটি ?
কলকাতা জাহাজ বন্দর ( Kolkata Port Trust Recruitment 2024) এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন শূন্যপদের উল্লেখ নেই।
Kolkata Port Trust Recruitment 2024 Eligibility Criteria
এই সংস্থার পদগুলোতে আবেদন জানানোর জন্য আপনার নীচে দেওয়া যোগ্যতাগুলো থাকতে হবে –
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Assistant Manager)l- এর পদের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্ভে ইঞ্জিনিয়ারিং বা তার সমতুল্য বিষয় নিয়ে স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি পাশ করতে হবে। এছাড়াও এস্টেট ম্যানেজমেন্ট, মূল্যায়ন অথবা ভূমি রেকর্ডে নিয়ে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।তাহলে আর দেরি কিসের এখনই করে ফেলুন আবেদন। অন্যান্য বাকি তথ্য জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
Kolkata Port Trust Recruitment 2024 Selection Process
কলকাতা জাহাজ বন্দর এর প্রার্থীদের কীভাবে নির্বাচন করা হবে তা জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।
Kolkata Port Trust Recruitment 2024 Apply Process
এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে ঠিকমতো পূরণ করে নির্দিষ্ট স্থানে পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:-
স্যার ডি ওয়াই ম্যানেজার (P&P), হলদিয়া ডক কমপ্লেক্স, জওহর টাওয়ার, P.O.: হলদিয়া টাউনশিপ, জেলা: পূর্ব মেদিনীপুর, W.B. পিন: ৭২১৬০৭
আরও পড়ুন:- Group D পোস্টে কর্মী নিচ্ছে রাজ্য সরকার
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন কত দেওয়া হবে?
কলকাতা জাহাজ বন্দর এর এই পদগুলোতে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫৭,০০০ থেকে ৬৬,০০০ টাকা দেওয়া হবে।
আবেদন জানানোর শেষ দিন কবে?
কলকাতা জাহাজ বন্দর এর এই পদগুলোতে আবেদন করা যাবে ২৫ অক্টোবর পর্যন্ত। এছাড়াও যদি এই বিষয়ে আরো কিছু বিস্তারিত জানার ইচ্ছে থাকে তবে অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নিতে পারেন।
প্রার্থীদের কত টাকা আবেদন ফি দিতে হবে?
এই পদটিতে আবেদন করবার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।
বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।