Kota Srinivasa Rao passes away 2025 : প্রখ্যাত তেলেগু অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কোটা শ্রীনিবাস রাওয়ের মৃত্যুতে(Kota Srinivasa Rao passes away 2025)সকল স্তব্ধ গোটা অন্ধ্রপ্রদেশে(Andra Pradesh)। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার তার প্রয়াণ ঘটে।দীর্ঘ চার দশক ধরে নাট্য ও চলচ্চিত্র জগতে অসাধারণ অবদান রেখে যাওয়া এই গুণী শিল্পী ছিলেন একাধারে জনপ্রিয় খলনায়ক চরিত্রে অভিনেতা এবং একজন রাজনীতিবিদ।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সামাজিক মাধ্যম ‘এক্স ‘এর শোকবার্তাই লেখেন,” তাঁর অভিনীত নানান রকম চরিত্র তেলেগু সিনেমার(Telegu Cinema )ইতিহাসের চিরস্মরণীয় হয়ে থাকবে ।অভিনেতা হিসেবে তিনি দর্শকদের হৃদয়ের স্থান করে নিয়েছেন তেমনি Vijayawada এর বিধায়ক হিসেবে ও জনসেবা করেছেন”। তিনি আরো জানান প্রায় ৪০ বছরের অভিনয় জীবনের সিনেমা ও মঞ্চে তা শিল্পী সত্তা এক বিরল উদাহরণ।
উল্লেখ্য ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজয়ওয়াডার(Vijayawada) পূর্বকেন্দ্র থেকে বিধায়ক ছিলেন কোটা শ্রীনিবাস রাও।
উপমুখ্যমন্ত্রী কে পবন কল্যাণ বলেন, “তার অভিনয়ের বিচিত্র এবং তেলেগু ভাষার নানা উপভাষার ওপর দখল ছিল অসাধারণ। আমার প্রথম ছবি আক্কাদা উঅম্মায়ি ইক্কাদা আব্বায়ি তেও তিনি দারুন চরিত্রে অভিনয় করেছিলেন।”
ওয়াই এস আর কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি বলেন,”তার প্রতিটি চরিত্র দর্শকদের মনে দাগ কেটে গেছে। তার প্রয়োজন শুধু সিনেমা নয়, গোটা অন্ধপ্রদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি”।
স্মৃতিচারণা করেন বিজেপির রাজ্য সভাপতি পি ভি এন মাধবও । তিনি বলেন,” চলচ্চিত্র আর রাজনীতির পাশাপাশি বাস্তব জীবনে তিনি ছিলেন এক সাদা সিদে মিশুক ও পরোপকারী মানুষ। তিনি Vishakapatnam, Vijayawada সহ নানান জায়গায় অনুরাগীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।”
সংস্কৃতি ও চলচ্চিত্র মন্ত্রী কাণ্ডুলা দুর্গেশ জানান,” তিনি প্রায় ৭৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং এস .ভি.রঙ্গা রাও বা রাও গোপাল রাও এর মত কিংবদন্তিদের অনুপস্থিতি পূরণ করেছেন তিনি।”
তাঁর মৃত্যুর খবরের Vishakapatnam, Vijayawada সহ অন্ধ্রপ্রদেশের নানান অঞ্চলে অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। তার এই আকস্মিক death তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি তে এক বড় শূন্যতা তৈরি করেছে।
কোটা শ্রীনিবাস রাও শুধু একজন অভিনেতায় নন, বরং তেলেগু সংস্কৃতির এক জীবন্ত চিহ্ন ছিলেন। তার পর্দার সংলাপ চোখে অভিব্যক্তি কিংবা খলনায়কের চরিত্রে অভিনয় আজও অনেক সিনেমা প্রেমের স্মৃতিতে জ্বলজ্বল করছে।
Kota Srinivasa Rao passes away 2025, কিন্তু তার সৃষ্টি অবদান এবং মানুষ হিসেবে ভালোবাসা এগুলি অন্ধ্রপ্রদেশ এবং তেলেগু সিনেমার ইতিহাসে চিরকাল অম্লান থাকবে।