আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kulman Ghisingh Nepal Interim Government: অন্তবর্তী সরকারের প্রধানের দৌড়ে কুলমান ঘিসিং সুশীলা নন, এবার কাকে চাইছে আন্দোলনকারীরা?

Published on: September 12, 2025
Kulman Ghisingh Nepal Interim Government

Kulman Ghisingh Nepal Interim Government: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্ভুক্তির সরকারের প্রধান নির্বাচনের দৌড়ে নতুন মোড়। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম আলোচনায় থাকলেও, আন্দোলনকারীদের বড় অংশ এবার ভরসা রেখেছেন এক প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এর ওপর। তিনি হলেন কুলমান ঘিসিং সিং নেপালের বিদ্যুৎ খাতে আমল পরিবর্তনের কারিগর।

সুশীলার নাম কেন পিছিয়ে গেল?

কয়েকদিন আগেও কাঠমান্ডু জুড়ে আন্দোলনকারীদের বৈঠকে শোনা যাচ্ছিল ৭৩ বছর বয়সে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম। আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের তরুণ প্রজন্ম বিশেষত্ব ‘Gen z’ তাঁকেই অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচনা করেছিল। এমনকি দেশের সেনাবাহিনী ও তার নাম ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু বয়স জনিত কারণে তার নেতৃত্ব গ্রহণে অনেকেই সংশয় প্রকাশ করছেন। পাশাপাশি সাংবিধানিক জটিলতা এবং বিচার বিভাগের প্রাক্তন প্রধানকে প্রধানমন্ত্রী বানানো নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। এইসব কারণেই আন্দোলনকারীদের এক অংশ সরে আসেন সুশীলার নাম থেকে।

সামনে এলো নতুন নাম কুলমান ঘিসিং সিং

বুধবার রাত পর্যন্ত সুশিলা নাম শোনা গেলেও বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নতুন নাম কুলমান ঘিসিং আন্দোলনকারীরা তাকে “দেশপ্রেমিক” এবং “সকলের প্রিয়” বলে উল্লেখ করেন।

ঘিসিং এর জনপ্রিয়তার মূল কারণ তার বিদ্যুৎ খাতে অসাধারণ অবদান। ১৯৯৪ সালে নেপালের বিদ্যুৎ বোর্ডে যোগ দেন তিনি এরপর জলবিদ্যুৎ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২০১৬ সালে বোর্ডের সর্বেসর্বা হন।সেই সময় নেপালে ভয়াবহ বিদ্যুৎ সংকটে ভুগেছিলেন দিনে কখনো কখনো ১৮ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং চলত। কিন্তু ঘিসিং দায়িত্ব নেওয়ার পর থেকেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তার পরিকল্পনা ও বাস্তবায়নের নেপাল ধীরে ধীরে বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠে। দেশের মানুষ লোডশেডিং মুক্ত নেপালের স্বপ্ন বাস্তবে দেখতে পান। এই কারণেই ঘিসিং এখন সাধারণ মানুষের কাছে শুধু একজন টেকনোক্র্যাট নন বরং একজন জাতীয় নায়ক।

কেন ঘিসিং কে চাইছেন তরুণ প্রজন্ম?

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে মূলত নেপালের তরুণরা বিশেষত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তাদের মতে ঘিসিং মতো দক্ষ ও সৎ মানুষ বর্তমানে সংকটে দেশকে অন্তর্বর্তীকালীন স্থিতিশীলতা দিতে পারবেন।তাদের বিশ্বাস, রাজনীতিবিদ নন, কিন্তু তিনি একজন প্রকৌশলী ও প্রশাসক হিসেবে ঘিসিং নেপালকে নতুন দিশা দেখাতে সক্ষম হবে।

আরও পড়ুন: ১২ রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে। কারও আসবে নতুন সুযোগপড়ুন আজকের রাশিফল বিস্তারিত।

নেপালের ভবিষ্যৎ রাজনীতিতে ঘিসিং এর ভূমিকা

কেপির শর্মা ওলি সরকারের পতনের দাবিতে চলা গণআন্দোলনে আন্দোলনকারীদের একাংশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁরা আর ঐতিহ্যবাহী রাজনৈতিক নেতৃত্বে ভরসা রাখছেন না। তাই এবার তাদের পছন্দ এক অরাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি বাস্তব অভিজ্ঞতা ও সততার মাধ্যমে দেশকে সামরিকভাবে হলে স্থিতিশীলতা দিতে পারবেন। যদিও এখনো আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করেনি সেনা বা প্রশাসন,তবু আন্দোলনকারীদের সিদ্ধান্তে এই সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে।

নেপালের রাজনৈতিক অস্থিরতা আজ বিশ্ব জুড়ে আলোচনার বিষয়। সুশীলা কার্কির বদলে কুলমান ঘিসিং এর নাম উঠে আসা দেখাচ্ছে। নেপালের তরুণ সমাজ পরিবর্তনের পথে হাঁটছে এখন দেখার বিষয় সত্যিই কি প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং নেপালের অন্তর্বর্তী সরকারের হাল ধরতে চলেছেন, নাকি রাজনৈতিক সমীকরণে আবারো পাল্টে যাবে এই চিত্র।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment