আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Labubu Doll Trending News: ভয় নাকি ফ্যাশন? লাবুবু পুতুলকে ঘিরে ছড়াচ্ছে আতঙ্ক ও রহস্য

Published on: July 27, 2025
Labubu Doll

Labubu Doll Trending News: দেখতে যেন ছোটদের খেলার পুতুল, অথচ তাকালেই গায়ে কাঁটা দেয়। এক অদ্ভুত রহস্যময় যেন ঘিরে রয়েছে তাকে। নাম তার ‘লাবুবু'(Labubu)। সোশ্যাল মিডিয়ায়(social media trend) একেবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কারো কাছে এটি নিছক একটি স্টাইলিশ ট্রেন্ড(labubu viral doll), আবার কারো মতে এটি অশুভ শক্তির বাহক এবং এখানেই শুরু হয়েছে বিভাজন।

প্রথম দর্শনে লাবুবুকে নিরীহ শিশুদের উপযুক্ত খেলার মত মনে হয়। কিন্তু পুতুলটির বড় বড় চোখ, অস্পষ্ট রহস্যময়(labubu doll mystery)হাসি ও স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, মুখাবয়ব অনেকের মধ্যে অস্বস্তি সৃষ্টি করেছে। বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা একা ঘরে পুতুলটির উপস্থিতি অনেককেই অজানা আতঙ্কে ভাসিয়ে দিচ্ছে। এই সবকিছুর মধ্যেই ছড়িয়ে পড়েছে এমন সব গল্প যা নিছক গুজব নাও হতে পারে বলে দাবি করছেন অনেকেই।

নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে একের পর এক ভয়ংকর অভিজ্ঞতার কাহিনী(labubu Doll horror story)। কেউ বলছে পুতুলটির রাতের অন্ধকারে নিজের মুখের অভিব্যক্তি বদলায়, কেউ আবার রং বদলানোর মতো ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি করছেন। এক ব্যক্তি জানান, রাতের বেলায় গোলাপি রঙে লাবুবু রেখে ঘুমাতে যান কিন্তু সকালে উঠে দেখেন পুতুলটির রং হয়ে গেছে নীল।

এক তরুণী এক্স হ্যান্ডেল এ লিখেছেন, নিজের ঘরের টেবিলে রাখা লাবুবুকে তিনি চোখের পলক ফেলতে দেখেছেন। যদিও সেই পোস্ট পরে ডিলিট করা হয়েছে, ততক্ষণেই তা ছড়িয়ে পড়েছে ভাইরাল কাহিনীর মত। এমনকি অনেকেই দাবি করছেন, এই পুতুল বিছানার পাশে রেখে ঘুমানোর পর সকালে উঠে তাদের শরীরে রহস্যময় আঁচড় কাটা দাগ দেখতে পেয়েছে। ঘটনার সময় ঘরে কেউ ছিল না এমনটাই জানানো হয়েছে।

এই বিতর্ক আরো জোরালো হয়েছে যখন প্রাক্তন বিগ বস প্রতিযোগী ও অভিনেত্রী অর্চনা গৌতম নিজের instagram এর দাবি করেন, তার এক আত্মীয়র বান্ধবী লাবুবু কিনেই তার জীবনে অশান্তির সূত্রপাত হয়। অভিনেত্রীর কথায়,” ওই মেয়েটির বিয়ে ভেঙে যায়, এমনকি বাবারও আকস্মিক মৃত্যু হয় পুতুল কিনে বাড়ি আনা ঠিক পরের দিন।”তিনি সতর্ক করে বলেন ,”এই পুতুল ভয়ংকর, এই জীবনে দুর্ভাগ্য এনে দেয়”।

তবে আতঙ্কের মেঘের মাঝেই দেখা যাচ্ছে ফ্যাশনের আলো। কারিনা কাপুর অনন্যা পান্ডে ও উর্বশী রাউতেলার মতো বলিউড অভিনেত্রীরা এই লাবুবু পুতুলকে স্টাইল স্টেটমেন্ট হিসেবে গ্রহণ করেছেন। অনেকের মতে এটি নিছকই একটি কিউট ডিজাইনের ট্রেন্ডি পুতুল, অতিরঞ্জিত গুজবে কান দেওয়ার কিছু নেই।

তবে পুতুলটির মুখাবয়ব নিয়ে তুলনা শুরু হয়েছে হরর সিনেমা ‘দ্য এক্সরা সিস্ট’এর পাজুজু নামক শয়তানের মুখের সঙ্গে। পাশাপাশি ছবি পোস্ট করে বহু নেটিজেনদের এই সংযোগ দেখাতে চেয়েছেন ।যদিও কেউ কেউ একে নিছক কাকতালীয় বলেই মনে করছেন।

সব মিলিয়ে ইন্টারনেট দুনিয়ায় একটি সাধারণ খেলনার উপস্থিতি কিভাবে আতঙ্ক রহস্য ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে লাবুবু তার স্পষ্ট প্রমাণ। সত্যিই কি এটি একটি শুধু পুতুল? নাকি তার ছায়ায় লুকিয়ে আছে আরো ভয়ংকর কিছু? উত্তর খুঁজছেন নেট দুনিয়া।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment