Money Making Tips: মালদহের নাম শুনলেই সবার আগে মনে পড়ে আমের কথা। কিন্তু এখন আমের পাশাপাশি আরেকটি ফল চাষে নজর কেড়েছেন এখানকার চাষীরা। সেটা হল পেয়ারা। সারা বছর বাজারে চাহিদা থাকা এই ফল এখন মালদহ জেলায় চাষীদের আয়ের অন্যতম বড় ভরসা হয়ে উঠেছে। আমের মৌসুম শেষ হলেই কালিয়াচক, বামন গোলা, হবিবপুর, গাজোল সহ একাধিক ব্লকে শুরু হয় পেয়ারার চাষ। ফলে কৃষকের ঘরে সারা বছর অর্থের প্রবাহ বজায় থাকে।
মরসুম শেষে সারা বছর আয়ের সুযোগ
আম ও লিচু যদিও মৌসুমী ফল। তবে পেয়ারা তার ব্যতিক্রম। নিয়মিত পরিচর্যা করলে এই ফল বছরে দুবার ফলন দেয়। চাষিরা বলছেন পেয়ারা চাষ শুরু করলে সারা বছর আই নিশ্চিত। চাষি ইয়াসিন শেখ জানান,”প্রতিবছর আম ও লিচুর মৌসুম শেষ হওয়ার পর আমি পেয়ারা চাষ করি। বছরে দুবার ফলন মেলে। পেয়ারা বড় হলে বাজারে বিক্রি করি ভালো ফল লাভ হয়।”
বাজার চাহিদা ও দাম
পেয়ারার বাজার চাহিদা সারা বছর স্থিতিশীল থাকে। ৩০ থেকে ৮০ টাকা কিলো দরে বিক্রি হয় উন্নত প্রজাতির পেয়ারা। ফলে কৃষকদের হাতে নিশ্চিত আয় আসে। এই কারণেই মালদহের বহু চাষে এখন আমের পাশাপাশি পেয়ারা চাষেও ঝুঁকছেন। একদিকে কম খরচ, অন্যদিকে সারা বছর আয় এই দুই সুবিধার কারণে পেয়ারা চাষ ক্রমে জনপ্রিয় হচ্ছে।
উপযুক্ত মাটি ও প্রজাতি
জেলা কৃষিবিজ্ঞান কেন্দ্রের প্রধান দুশ্রান্ত কুমার রাঘব জানান মালদহের মাটি পেয়ারা চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত বিশেষত কালিয়াচক বামন গোলা হবিবপুর এবং গাজল ব্লকে তিন থেকে চার ধরনের পেয়ারা চাষ সবচেয়ে বেশি ফলন দেয়। তার মধ্যেই ললিত শ্বেতা প্রজাতির পেয়ারা বাজারে বিশেষ জনপ্রিয়।
তিনি আরো বলেন, scientific guava farming করলে সারা বছরে অন্তত দুবার বড় আকারে ফলন পাওয়া সম্ভব। এতে কৃষকের লাভ অনেকটা নিশ্চিত হয়।
লাভের অংক চমকপ্রদ
চাষীদের অভিজ্ঞতা বলছে সঠিকভাবে চাষ করলে এক একর জমি থেকে বছরের লাখ লাখ টাকা পর্যন্ত আয় করা যায়। খরচ তুলনায় আয় অনেক বেশি হওয়ায় মালদহের বহু পরিবার এখন পেয়ারা চাষকে মূল আয়ের উৎস হিসেবে গ্রহণ করছে।
আরও পড়ুন: সাইকেলে বিশ্ব ভ্রমণ পুরুলিয়ার অক্ষয়ের অদম্য অভিযাত্রা
কেন এত জনপ্রিয় হচ্ছে পেয়ারা চাষ
- Low investment: বেশি খরচ ছাড়াই শুরু করা যায়
- Hign demand: সারা বছর বাজারে চাহিদা থাকে
- Double harvest: বছরের দুবার ফলন হয়।
- Good profit margin: প্রতি কেজিতে লাভজনক দাম পাওয়ার যায়
- Sustainable farming: সঠিক পরিচর্যা করলে দীর্ঘদিন ফলন সম্ভব
চাষীদের জন্য নতুন দিশা
মালদহের কৃষকদের কাছে পেয়ারা এখন শুধু একটি ফল নয় বরং আর্থিক সাবলম্বী তার প্রতীক। এক সময় তারা শুধুমাত্র আমের ওপর নির্ভর করতেন। এখন তারা পেয়ারা চাষ করে সারা বছর লাভবান হচ্ছেন। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ বাড়ছে অন্যদিকে জেলার অর্থনীতি ও শক্তিশালী হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে কৃষকদের জন্য আশীর্বাদ স্বরুপ।এটি শুধুমাত্র একটি মৌসুমী আয়ের উৎস নয় বরং সারা বছর ধরে নিয়মিত লাভের নিশ্চয়তা দিচ্ছে। মালদহের কৃষকরা প্রমাণ করছেন সঠিক পরিকল্পনা ও পরিচর্যায় পেয়ারা চাষ সত্যিই লাখ লাখ টাকা আয়ের সুযোগ করতে পারে।