সম্প্রতি NEET UG 2025 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য বড় আপডেট এসেছে। মেডিকেল কাউন্সিলিং কমিটি(MCC) NEET UG 2025 counselling schedule প্রকাশ করেছে অফিশিয়াল ওয়েবসাইট mcc.nic.in এ। এই অনুযায়ী প্রথম রাউন্ডে রেজিস্ট্রেশন শুরু হবে ২১ শে জুলাই ২০২৫ থেকে।
চলতি বছরে মে মাসের নেওয়া NEET UG 2025 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ১৪ই জুন। এরপর থেকেই বহু ছাত্র-ছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন NEET UG 2025 registration শুরু হওয়ার। অবশেষে সেই প্রতীক্ষার অবসান এবার উত্তীর্ণ প্রার্থীরা MBBS, BDS ,BSc nursing প্রোগ্রামে ভর্তি হতে পারবেন MCCএর কেন্দ্রীয় কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে“UG medical counselling” বিভাগে ক্লিক করে লগইন করতে হবে NEET UG রোল নাম্বার ও অন্যান্য তথ্য ব্যবহার করে। এরপর নির্দিষ্ট ফি প্রদান ও কলেজ পছন্দ করে বেছে নেওয়ার সুযোগ থাকবে।
NEET UG 2025 counselling started: কারা আবেদন করতে পারবেন?
শুধুমাত্র UG 2025 পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার MCC পরিচালিত এই কেন্দ্রীয় কাউন্সিলিং এ অংশ নিতে পারবেন। পরীক্ষাটি নিম্নলিখিত ক্যাটাগরির আসনের জন্য প্রযোজ্য:
* ১৫ শতাংশ অল ইন্ডিয়া কোটার আসন * এর ১০০% আসন
* কেন্দ্রীয় ও ডিমড বিদ্যালয় এর আসন* AFMC ESIC এর IP কোটা
* NEET UG 2025 counselling schedule অনুযায়ী MCC মোট চারটি রাউন্ডে কাউন্সিলিং পরিচালনা করবে।পরেও যদি কোন আসন ফাঁকা থাকে তাহলে এর মাধ্যমে তা পূরণ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ কার্যক্রম:
সিট ম্যাট্রিক্স যাচাই তারিখ:২০সেপ্টেম্বর ২০২৫
রেজিস্ট্রেশন ও পেমেন্ট শুরু:২২সেপ্টেম্বর ২০২৫
পেমেন্ট শেষ সময়-২৪ সেপ্টেম্বর ২০২৫ (সন্ধ্যা ৬টা)
পছন্দ নির্বাচন:২২-২৫ সেপ্টেম্বর ২০২৫ফলাফল
প্রকাশ -২৭সেপ্টেম্বর ২০২৫ ইনস্টিটিউট
রিপোর্টিং:২৭সেপ্টেম্বর-৩অক্টোবর ২০২৫
কীভাবে করবেন NEET UG 2025 Registration?
1.অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in যান।২.”UG Medical counselling ” বিভাগে ক্লিক করুন।
৩.UG NEET রোল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে লগইন করুন।
৪.প্রয়োজনীয় ডেটা পূরন করে রেজিস্ট্রেশন ফি জমা দিন।
৫.কলেজ ও কোর্স পছন্দ করে নির্ধারিত সময়ে তার লক করুন।
NEET UG counselling 2025 schedule PDF কোথায় পাবেন?
NEET UG Counselling 2025 এর সম্পূর্ণ সূচি ও তথ্য MCC এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে PDF আকারে। যদিও এবারের তথ্য ২০২৫ সালের জন্য প্রযোজ্য, ২০২৪ সালের সিডিউল তুলনামূলক বিশ্লেষণের জন্য এখনও গুরুত্বপূর্ন।
NEET UG 2025 counselling started,এবার সময় এসেছে তোমার স্বপ্ন পূরণের পথে আরো একধাপ এগিয়ে যাওয়ার ।নিয়মিত mcc.nic.in চেক কর সময় মত রেজিস্ট্রেশন সম্পন্ন করো এবং নিজের পছন্দসই মেডিকেল কলেজে ভর্তি প্রস্তুতি নাও।
NEET UG 2025 counselling schedule অনুযায়ী তোমার প্রত্যেকটা সিদ্ধান্ত হতে পারে তোমার ভবিষ্যতের চাবিকাঠি।