NLC India Recruitment 2025: রাজ্যে চাকরির (West Bengal Job Facility) অবস্থা মোটেও ভালো না। চাকরির জন্য হাহাকার। কিন্ত কী ভাবে সেই সূযোগ আপনিও পেতে পারেন, সেদিকে কম বেশি অনেকের অজানা। সেটারই তুলে ধরার চেষ্টা করার আমাদের ওয়েবসাইটের (Website) মধ্যে দিয়ে। চলুন শুরু করা যাক।
হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী প্রতিদিন চাকরির খোঁজে নানা জায়গায় আবেদন করছেন, কিন্তু প্রায়ই দেখা যায় সঠিক তথ্যের অভাবে বা সময়মতো না জানার কারণে অনেকে ভালো সুযোগ মিস করে ফেলেন। আমরা অনেকেই জানি না, কোন প্রতিষ্ঠান কবে নিয়োগ করছে, আবেদন করার শেষ সময় কখন, কিংবা আবেদনের যোগ্যতা কী হতে হবে। এই সমস্যার সমাধান দিতেই আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন সরকারি, বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য।
আমার লক্ষ্য একটাই, আপনারা যেন এক জায়গা থেকেই সকল প্রয়োজনীয় চাকরির আপডেট সহজে, পরিষ্কারভাবে এবং নির্ভরযোগ্যভাবে পেতে পারেন। এখানে প্রতিটি চাকরির বিজ্ঞপ্তির সাথে সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছি কীভাবে আবেদন করবেন, কী যোগ্যতা দরকার , কবে আবেদন শুরু ও শেষ হবে এবং অফিসিয়াল নোটিশের লিংক।
আজ থাকছে নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) -এর প্রকাশিত নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। এবার সুপ্রতিষ্ঠিত ও সম্মানজনক সরকারি সংস্থায় কেরিয়ার গড়ার স্বপ্ন এবার সত্যি হওয়ার পালা।(NLC India Recruitment 2025)
আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে :
এই চাকরির প্রতিবেদন থেকে যে গুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।
চলুন জেনে নিন আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায়
NLC India Recruitment 2025 – Overview
Company Name | Neyveli Lignite Corporation (NLC) |
Position Name | Junior Overman and Mining Sirdar |
Age Limit | 30 years |
Vacancies | 171 |
Salary Structure | Rs. 31,000 to Rs. 1,00,000 (8.53 lakh) |
Application process | Online |
Last date of Applications | 14 May 2025 |
Official Website | www.nlcindia.in |
সংস্থার নাম(NLC India Recruitment 2025):
নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC)।
শূন্যপদ(Neyveli Lignite Corporation Vacancies 2025):
নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) এ ১৭১টি মোট শূন্যপদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কলকাতা মেট্রো রেলে ম্যানেজার পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৬৭,৭০০/- টাকা
পদের নাম:
Post Name | Number of Vacancies |
Junior Overman | 69 |
Mining Sirdar | 102 |
NLC India Notification 2025 – Here to Download PDF
শিক্ষাগত যোগ্যতা(NLC India Eligibility Criteria 2025):
NLC-র শিক্ষানবিশ নিয়োগ ২০২৫-এর জন্য যোগ্যতা সংক্রান্ত মানদণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, নির্ধারিত বয়সসীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়। প্রার্থীদের এই যোগ্যতার সকল দিক সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। নিচে প্রার্থীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার বিবরণ দেওয়া হলো:
Post Name | Education Qualification | Age |
Junior Overman | Junior Overman Must have a diploma in mining or mining engineering or equivalent qualification. | 30 years |
Mining Sirdar | Must have a diploma or graduation degree in any subject (except Mining Engineering). | 30 years |
এই সকল যোগ্যতা প্রার্থীদের আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবশ্যিক। আবেদন করার পূর্বে এই যোগ্যতাগুলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত।(NLC India Recruitment 2025)
পদের বিস্তারিত শর্তাবলি ও অতিরিক্ত নির্দেশাবলি নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকবে, তাই আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কীভাবে আবেদন করবেন(NLC India Application Process 2025):
যোগ্য প্রার্থীরা নিচে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) 2025 নিয়োগের জুনিয়র ওভারম্যান, মাইনিং সারদার পদগুলোর জন্য আবেদন করতে পারেন:
সরকারি ওয়েবসাইট @nlcindia.in এ গিয়ে সাইটটি খুলুন।
“Careers” লিঙ্কে ক্লিক করে ক্যারিয়ার পেজে যান।
উপলব্ধ অপশনগুলোর মধ্যে থেকে “Junior Overman & Mining Sirdar” ট্যাবটি নির্বাচন করুন।
উপযুক্ত অনলাইন আবেদন লিঙ্কে ক্লিক করুন।
আবেদনপত্রটি সম্পূর্ণভাবে পূরণ করুন এবং রেজিস্ট্রেশন ফর্মের একটি প্রিন্টআউট তৈরি করুন।
সরকারি পেমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।
আবেদনপত্র জমা দেওয়ার পর, সেটি ডাউনলোড করুন এবং একটি প্রিন্ট আউট রেখে দিন।
প্রার্থীদের নির্বাচনের নিয়ম এবং অন্যান্য বিস্তারিত তথ্যের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল ওয়েবসাইট অথবা প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা(NLC India Age Limit 2025):
- দুই পদের ক্ষেত্রেই সর্বোচ্চ বয়সসীমা নির্ধারিত হয়েছে ৩০ বছর (30 Years).
বেতন সম্পর্কিত তথ্য জেনে নিন –
বেতন(NLC India Consultant Salary 2025):
নোটিফিকেশন পিডিএফ অনুযায়ী উল্লেখ করা হয়েছে যে, স্টাইপেন্ডের হার নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) এর নিয়ম অনুযায়ী প্রদান করা হবে, যা সময়ে সময়ে সংশোধিত হয়। প্রার্থীরা নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) -তে জুনিয়র ওভারম্যান বা মাইনিং সারদার পদে যোগদান করার পর নিয়মিত বেতন পাবেন।(NLC India Recruitment 2025)
Post Name | Amount of Salary |
Junior Overman | Rs. 31,000 to Rs. 1,00,000 (8.53 lakh) |
Mining Sirdar | Rs. 26,000 to Rs. 1,10,000 (7.16 lakh) |
কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(NLC India Selection Process 2025):
নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) প্রার্থীদের লিখিত পরীক্ষায় প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রস্তুত করবে। প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে তাদের লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশ অনুযায়ী। যারা সংক্ষিপ্ত তালিকায় থাকবেন, তাদের রেজিস্টার করা ইমেইল ঠিকানায় জানিয়ে দেওয়া হবে এবং তাদের নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) , নয়াদিল্লিতে সার্টিফিকেট যাচাইয়ের জন্য উপস্থিত হতে হবে।(NLC India Recruitment 2025)
- মেডিকেল পরীক্ষা (Medical exam)
- নথিপত্র যাচাই (Document Verification)
- লিখিত পরীক্ষা (Written exam)
আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):
নেয়ভেলি লিগনাইট কর্পোরেশন – Neyveli Lignite Corporation (NLC) এর এই পদগুলোতে আবেদন করার শেষদিন ১৪ মে ২০২৫। নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন আপনি মিস না করে যান।
Our Facebook Group Link | Click here |
Our Facebook Page Link | Click here |
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্ম শুধুমাত্র চাকরির খোঁজ নয়, বরং আপনাদের কেরিয়ার গঠনের একটি সহায়ক মাধ্যম। তাই নিয়মিত এই পোস্টগুলো দেখুন, শেয়ার করুন, এবং আপনার পছন্দমতো চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকুন।(NLC India Recruitment 2025)
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব (Subscribe) করার অনুরোধ রইলো।