NMDFC Manager Recruitment 2025: ভারতীয়দের (Indian’s) লক্ষ্য থাকে, ভালো চাকরি খোঁজার। কিন্ত কোন দিকে গেলে সে চাকরির খোঁজ পাবে, সেটা নির্ধারণ করতে পারে না। তাই অর্থ দিয়েও চাকরী নিলে সে চাকরির কোন গ্যারেন্টি (Guarantee ) থাকে, সেই কারণে আমাদের ওয়েবসাইটে (Website) বিনা মূল্যে চাকরির ব্যাপারে (Free Cost of job update) জানতে পারবেন।
এবার ন্যাশনাল মাইনরিটিজ ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশন- National Minorities Development & Finance Corporation (NMDFC) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। ভালো বেতন সহ ভালো পদে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে সেই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন আজকের স্বপ্নের চাকরীর প্রতিবেদনে।
নমস্কার সকলকে আমাদের ওয়েবসাইটে (Website) ভিজিট করার জন্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট আমরা নিয়ে আসি আপনাদের সুবিধার্থে। তাই দেরি না করে, চলুন চটপট আজকের প্রতিবেদন রেডি করা যাক।
আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত রূপে
এই চাকরির প্রতিবেদন থেকে যেগুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।
চলুন জেনে নিন আজকের প্রতিবেদন অনুযায়ী বিস্তারিত আলোচনায়
NMDFC Manager Recruitment 2025 – Overview
Company Name | National Minorities Development & Finance Corporation (NMDFC) |
Position Name | Deputy Manager, Assistant Manager, Assistant Manager, Assistant Manager and Executive Assistant |
Age Limit | Not Mentioned in the notification |
Vacancies | 10 |
Salary Structure | Rs. 25,000 to Rs. 1,20,000 |
Application process | Online |
Last date of Applications | Up to 30 days from the date of publication of the notice |
Official Website | www.nmdfc.org |

সংস্থার নাম(NMDFC Manager Recruitment 2025):
ন্যাশনাল মাইনরিটিজ ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশন- National Minorities Development & Finance Corporation (NMDFC)।
শূন্যপদ(NMDFC Manager Vacancies 2025):
ন্যাশনাল মাইনরিটিজ ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশন- National Minorities Development & Finance Corporation (NMDFC) এর বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০টি শূন্যপদ রয়েছে।
পদের নাম:
NMDFC নিয়োগ ২০২৫-এ যে পদগুলি ঘোষণা করা রয়েছে তা দেওয়া রইল:
Number of Post | Number of Vacancies |
Deputy Manager (Company Secretary) | 01 (UR) |
Assistant Manager(Project, Legal & Recovery) | 02 (1 UR, 1 OBC) |
Assistant Manager(Finance & Accounts) | 01 (SC) |
Assistant Manager(HRM & Admin) | 01 (UR) |
Executive Assistant | 2 UR, 1 OBC, 1 SC, 1 EWS |
NMDFC Manager Notification 2025 – Here to Download PDF
শিক্ষাগত যোগ্যতা(NMDFC Manager Eligibility Criteria 2025):
ন্যাশনাল মাইনরিটিজ ডেভেলপমেন্ট ও ফিনান্স কর্পোরেশন- National Minorities Development & Finance Corporation (NMDFC) এর বিজ্ঞপ্তি অনুযায়ী এক একটি পদে এক একরকম যোগ্যতার মাপকাঠি রয়েছে।
কীভাবে আবেদন করবেন(NMDFC Manager Application Process 2025):
এনএমডিএফসি নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
প্রথমে এনএমডিএফসি-এর অফিসিয়াল ওয়েবসাইট www.nmdfc.org-এ যান।
তারপর “Recruitment” বিভাগে প্রবেশ করুন।
সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন।
“Apply Online” লিঙ্কে ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
আপনার ছবি এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন (যদি চাওয়া হয়)।
শেষে আবেদনপত্র জমা দিন।
বয়সসীমা(NMDFC Manager Age Limit 2025):
আবেদনকারীর বয়স নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোনও উল্লেখ নেই। তবে নজর রাখুন অফিসিয়াল নোটিফিকেশনে যাতে নতুন কোনও আপডেট আপনি একেবারেই মিস না করেন।
বেতন(NMDFC Manager Salary 2025):
Name of Post | Salary Structure |
Deputy Manager (Company Secretary) | ₹40,000 – ₹1,40,000 (E1) |
Assistant Manager(Project, Legal & Recovery) | ₹30,000 – ₹1,20,000 (E0) |
Assistant Manager(Finance & Accounts) | ₹30,000 – ₹1,20,000 (E0) |
Assistant Manager(HRM & Admin) | ₹30,000 – ₹1,20,000 (E0) |
Executive Assistant | ₹25,000 – ₹95,000 (NE-3) |

আরও পড়ুন: কর্মী নিয়োগ করছে IDBI Bank, পারিশ্রমিক ১,০০০/-টাকা
কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(NMDFC Manager Selection Process 2025):
লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বেছে নেওয়া যেতে পারে। তবে এনিয়েও বিস্তারিত কিছু লেখা নেই মূল বিজ্ঞপ্তিতে।
আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):
মূল বিজ্ঞপ্তি পাবলিশ ডেট থেকে ৩০ দিন পর্যন্ত আবেদনের শেষ তারিখ।
নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।
Our Facebook Group Link | Click here |
Our Facebook Page Link | Click here |
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।