আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

October 2025 School Holiday List: অক্টোবর মাসে উৎসবের আমেজ! একের পর এক ছুটি দেখে নিন সম্পূর্ণ তালিকা

Published on: October 7, 2025
October 2025 School Holiday List

October 2025 School Holiday List: অক্টোবর মাস মানেই উৎসবের মরশুম। ঐতিহ্য, ভক্তি আর আনন্দে ভরপুর এই মাসে দেশের নানা প্রান্তে পালিত হয় একাধিক গুরুত্বপূর্ণ উৎসব। সেই সঙ্গে পাল্লা দিকে বেড়ে যায় স্কুল কলেজের ছুটির সংখ্যা। ২০২৫ সালের অক্টোবরও তার ব্যতিক্রম নয়। দুর্গাপূজো থেকে দীপাবলি, ভাইফোঁটা থেকে ছট প্রায় পুরো মাসেই ছুটির আবহে ভরপুর। আসুন দেখে নেওয়া যাক, অক্টোবর ২০২৫ এ কোন কোন দিন স্কুল বন্ধ থাকবে।

মহানবমী (১ অক্টোবর)

অক্টোবর মাসের শুরু হচ্ছে নবমীর ছুটি দিয়ে। নবরাত্রির নবম দিন অর্থাৎ মহানবমী দেবী দুর্গার পুজোর জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। পরিবার ও সমাজ ভিত্তিক নানা ধর্মীয় আচার অনুষ্ঠান হয় এই দিনে। বেশিরভাগ স্কুল এই দিনে বন্ধ থাকে যাতে ছাত্রছাত্রীরা উৎসবে অংশ নিতে পারে।

গান্ধী জয়ন্তী ও বিজয় দশমী

দুই অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। সারা দেশে দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। ২০২৫ সালে এই দিনেই পড়েছে বিজয় দশমী বা দশেরা। একদিকে যেখানে অহিংসতার বার্তা স্মরণ করা হয়, অন্যদিকে শুভের অশুভের জয়ের প্রতীকী স্থাপন হয় রাবণ দহন অনুষ্ঠানের মাধ্যমে। স্কুল কলেজের সর্বত্রই ছুটি থাকে।

দুর্গাপুজোর ছুটি(২৭ অক্টোবর থেকে ৬অক্টোবর)

বিশেষ করে পশ্চিমবঙ্গের দুর্গাপূজা মানেই টানা ছুটি। রাজ্য সরকার ইতিমধ্যেই ২৭ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করেছে। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে ছুটির তারিখ পরিবর্তন আনতে পারে।

মহর্ষি বাল্মিকী জন্মজয়ন্তী (৭ অক্টোবর)

রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মিকী স্মরণে ৭অক্টোবর ছুটি থাকবে কিছু রাজ্যে। বিশেষ করে উত্তর ভারতের স্কুলগুলিতে দিনটি গুরুত্ব সহকারে পালিত হয়। শোভাযাত্রা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন উদযাপিত হয়।

ধনতেরাস (১৮ই অক্টোবর)

আলোর উৎসব দীপাবলি শুরু হয় ধনতেরাস দিয়ে। ভগবান ধন্বন্তরি ও দেবী লক্ষ্মীর আরাধনা করা হয় এই দিনে। ধন সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ কামনায় মানুষ সোনা, রুপা ও বাসনপত্র কেনেন। এই শুভদিনে স্কুলগুলো ছুটি থাকে যাতে পরিবার পরিজনের সঙ্গে উৎসবের যোগ দেওয়া যায়।

দীপাবলি ২০ অক্টোবর

২০ অক্টোবর দীপাবলি। সারাদিন আলোর ঝলকানি ও আতশবাজির উৎসবে মেতে ওঠে। ঘরে ঘরে রঙ্গলি প্রদীপ জ্বালানো হয় এবং দেবী লক্ষীর পুজো করা হয়। দেশ ব্যাপী স্কুল কলেজ বন্ধ থাকে এই দিনে।

গোবর্ধন পুজো (২২ অক্টোবর)

দীপাবলীর পরের দিন পালিত হয় গোবর্ধন পুজো। ভগবান কৃষ্ণের গোবর্ধন পর্বত তোলার ঘটনাকে স্মরণ করে এই পুজো হয়। বিশেষত উত্তর ভারতের কিছু জেলা স্কুল বন্ধ থাকে।

আরও পড়ুন: অশ্বগন্ধা চাষে সাফল্যের ঝড়, সাগর জেলার কৃষকরা পাচ্ছেন খরচের দশ গুণ লাভ

ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া (২৩ অক্টোবর)

ভাই বোনের বন্ধনের উৎসব ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া পালিত হবে২৩ অক্টোবর। বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করে এবং ভাইয়েরা উপহার দেয়। এই পারিবারিক অনুষ্ঠানের জন্য স্কুল-কলেজ ছুটি থাকে।

ছট পুজো ২৭ ও ২৮ অক্টোবর

অক্টোবর শেষের দিকে আসে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশের প্রধান উৎসব ছট। লালাই ছট (২৭ অক্টোবর) এবং মূল ছট পূজা (২৮ অক্টোবর)দিন স্কুল কলেজ বন্ধ থাকে। ভক্তরা সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে পরিবার পরিজনের মঙ্গল কামনা করেন।

তবে মনে রাখা জরুরী ভারতে স্কুল ছুটির ক্যালেন্ডার রাজ্য থেকে ভিন্ন হয়। স্থানীয় রীতি, সরকারি ঘোষণা বা আবহাওয়ার ওপর নির্ভর করে ছুটির তারিখ পরিবর্তিত হতে পারে। তাই অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিজেদের স্কুল বা শিক্ষা বিভাগের ওয়েবসাইটের ছুটির তথ্য দেখে নেওয়া উচিত।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment