আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Ordnance Factory Recruitment 2025: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Ordnance factory , প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা

Published on: May 12, 2025
Ordnance factory Recruitment 2025

Ordnance factory Recruitment 2025: নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে Ordnance factory, Khamaria। বিজ্ঞপ্তি অনুযায়ী, Ordnance factory, Khamaria এর অধীনে DBW, CPW অর্থাৎ Danger building worker and Chemical process worker নিয়োগ করা হচ্ছে। আবেদন করতে হবে শীগ্রই। আবেদন পদ্ধতিতে লিখিত পরীক্ষা, ইন্টার্ভিউ এবং অবশ্যই ট্রেনিং নিতেই হবে। নির্বাচিত প্রার্থীরা মাসে ভালো অঙ্কের টাকার বেতনও পাবে।

চাকরী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে ১৫ মে ২০২৫ তারিখের আগে। শুধুমাত্র প্রার্থীদের স্বার্থে তথ্যের উদ্দেশ্যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য গুরুত্ব পূর্ণ তথ্য বিবরণ আকারে নিচে সংক্ষিপ্ত রূপে দেওয়া হলো।

Ordnance factory নিয়োগের বিবরণ

Company NameOrdnance factory
Position NameDanger building worker and Chemical process worker
Age Limit18 years to 40 years
Vacancies79
Salary StructureRs. 19,900
Application processOffline
Education QualificationITI Degree
Last date of Applications15 May 2025
Official Websitewww.ddpdoo.gov.in

সংস্থার নাম (Ordnance factory Recruitment 2025):

Ordnance factory, Khamaria

পদের নাম:

Danger building worker and Chemical process worker

শূন্যপদ (Ordnance factory Vacancies 2025):

Ordnance factory, Khamaria -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৭৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা(Ordnance factory Eligibility Criteria 2025):

টেনিউর-ভিত্তিক DBW (Tenure-Based DBW):
প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে ITI Degree থাকতে হবে।
DBW ও CPW প্রার্থীকে অবশ্যই একটি ট্রেড বা সার্টিফিকেটধারী হতে হবে। অর্থাৎ, প্রার্থীর অবশ্যই NCTVT (বর্তমানে NCVT) থেকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট (NAC) থাকতে হবে।
ট্রেডগুলির মধ্যে রয়েছে :
• AOCP (Electronic Mechanic)
• IMCP
• MMCP
• LACP
• PPO
• Fitter General
• Machinist
• Turner
• Sheet Metal Worker
• Electrician
• Boiler Attendant
• Mechanic
• Industrial Electronics
• Refrigeration and Air Conditioning Mechanic

আরো পড়ুন: শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে, প্রতি মাসে বেতন ১০,০০০/- টাকা

কীভাবে আবেদন করবেন(Ordnance factory Application Process 2025):

• আবেদন করার সময় খামের উপর স্পষ্টভাবে লিখতে হবে:
“APPLICATION FOR THE POST OF TENURE-BASED CPW PERSONNEL ON CONTRACT BASIS”।
• আবেদনপত্র সঠিকভাবে পূরণ করুন, প্রয়োজনীয় সকল তথ্য দিন এবং প্রমাণপত্র বা নথি সংযুক্ত করুন।
• আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে নির্ধারিত ঠিকানায়, ১৫ মে ২০২৫ তারিখ বা তার আগেই।
• অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://ddpdoo.gov.in
• “Recruitment” বা “Careers” বিভাগে গিয়ে আপনি যে পদের জন্য আবেদন করতে চান, তা নির্বাচন করুন।
• Ordnance Factory -এর চাকরির বিজ্ঞপ্তি খুলে যোগ্যতা যাচাই করুন।
• আবেদনপত্র পূরণের আগে শেষ তারিখটি দেখে নিন।
• আবেদনপত্র ভুল ছাড়া সম্পূর্ণ আবেদনপত্র পূরণ করুন।
• প্রয়োজনীয় নথিপত্রসহ নিচের ঠিকানায় আবেদনপত্র পাঠান শেষ তারিখের আগেই:
The Chief General Manager
Ordnance Factory Badmal,
PO – Badmal,
District – Balangir,
Pin – 767070,
ODISHA
অথবা
ই-মেইল করুন: gm-ofn-bih@nic.in

Ordnance factory Notification 2025 – Here to Download PDF

বয়সসীমা(Ordnance factory Age Limit 2025):

এই চাকরির জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।

বেতন(Ordnance factory Salary 2025):

এই চাকরির জন্য বেতন শুরু হবে ১৯,৯০০ হাজার টাকা থেকে। তার সঙ্গে রয়েছে ডিএ’র সুবিধে।

আবেদন করার শেষ তারিখ – ১৫ মে ২০২৫ অবধি।

কী কী ডকুমেন্ট প্রয়োজন:

১) বোর্ড পরীক্ষার একটা কপি লাগবে।
২) সার্টিফিকেট লাগবে আইটিআইয়ের – যেখানে ক্যান্ডিডেটে’র নাম, মায়ের নাম , বাবার নাম এবং জন্ম তারিখ লেখা থাকবে।
৩) আইডেন্টিটি প্রুফ লাগবে – ব্যাংক অ্যাকাউন্ট সাথে ছবি/ পাসপোর্ট নম্বর / রেশন কার্ড / আধার কার্ড নম্বর/ ভোটার আইডি কার্ড নম্বর / অন্যান্য সরকারি আইডি প্রুফ।
৪) কোয়ালিফাইড ডিগ্রি’ র সার্টিফিকেট অথবা শেষ সেমিস্টারের মার্ক শিট।
৫) আপনার Mailing ঠিকানা সাথে পার্মানেন্ট ঠিকানা সাথে পিন কোড।
৬) JPG format এর ছবি স্ক্যান্ড করা।
৭) প্রার্থীর ফটোগ্রাফ।
৮) প্রার্থীর সিগনেচার।

মিনিমাম কত নম্বর তুলতে হবে:

ট্রেড টেস্টের জন্য নির্দিষ্ট কোনো নম্বরের কথা উল্লেখ করা হয়নি। তবে মেধার ভিত্তিতে প্রাথমিক বাছাই হবে। দ্বিতীয় ধাপে হবে ট্রেড টেস্ট।

সিলেকশন প্রোসেস – Merit Basis- Trade Test – Document Verification

পরীক্ষার তারিখ এখনও announce করেনি।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment