আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

PM Kisan Status Check Process: PM Kisan স্কিমে মোবাইল বা আধার দিয়ে স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানুন

Published on: September 2, 2025
PM Kisan Status Check Process

PM Kisan Status Check Process: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প (PM-KISAN) হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কিম, যার অধীনে দেশের প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কিমের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে ৬০০০ টাকা পাঠানো হয় অর্থাৎ প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। এই স্কিমের সুবিধা পেতে চাষের জমির মালিক হতে হবে। জানিয়ে রাখি, কোনো করদাতা কিংবা পেনশনপ্রাপ্ত সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন না। এই প্রকল্পটি কৃষকদের কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম এবং তাদের গার্হস্থ্য চাহিদার সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য পরিপূরক আর্থিক সহায়তা প্রদান করে। এর লক্ষ্য হলো সঠিক ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করার জন্য কৃষি উপকরণ প্রাপ্তিতে কৃষকদের আর্থিক চাহিদা পূরণ করা। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এই প্রকল্পের নির্দেশিকা অনুসারে আর্থিক সহায়তার জন্য যোগ্য কৃষক পরিবারগুলিকে চিহ্নিত করে। সুবিধাভোগীদের চিহ্নিত করার পরে, এই প্রকল্পের অধীনে তহবিল সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।

স্ট্যাটাস চেক লিঙ্ক

কিস্তির অবস্থা দেখার জন্য নিম্নে উল্লিখিত লিঙ্কটি ব্যবহার করে আপনি সরাসরি পিএম কিষান স্কিমের স্ট্যাটাস চেক করতে পারেন।

PM Kisan Status Check – অফিসিয়াল ওয়েবসাইট: https://pmkisan.gov.in/BeneficiaryStatus_New.aspx

এই ওয়েবসাইটে আপনি “Beneficiary Status” বিভাগে গিয়ে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করে স্ট্যাটাস দেখতে পারবেন।

আরও পড়ুন: এবার তুড়ি মেরে ঘরে বসেই সংশোধন করুন রেশন কার্ড, নয়া উদ্যোগের পরিকল্পনা, জানুন বিস্তারিত

মোবাইল/আধার দিয়ে চেক করার ধাপ

মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করে যদি আপনি প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের সুবিধার স্ট্যাটাস চেক করতে চান, তাহলে প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in এ গিয়ে হোমপেজে স্ক্রল করে “Farmers Corner” সেকশনে ক্লিক করে “Beneficiary Status” অপশনে গিয়ে আপনার আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অথবা মোবাইল নম্বর প্রদান করুন। এরপর “Get Data” বাটনে ক্লিক করলেই আপনি আপনার নাম, কিস্তির পরিমাণ, কিস্তি জমা দেওয়ার তারিখ, বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।

Indrani Roy Moitra

আমি ইন্দ্রানী রায় মৈত্র। বিগত ৫ বছর ধরে কন্টেন্ট লিখি। বাংলায় স্নাতক, স্নাতকোত্তরের পর শিক্ষকতার পাশাপাশি এই পেশায় নিযুক্ত। দেশ-রাজ্য-বিদেশের নানা ঘটনা, খেলা, আবহাওয়া, রাজনীতি, ক্রাইম, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বিনোদন, লাইফস্টাইল সহ নানা বিষয়ে লেখালিখি ও চর্চায় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment