PM Kisan Status Check Process: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প (PM-KISAN) হলো একটি কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কিম, যার অধীনে দেশের প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই স্কিমের আওতায় কৃষকদের অ্যাকাউন্টে প্রতি বছর তিনটি কিস্তিতে ৬০০০ টাকা পাঠানো হয় অর্থাৎ প্রতিটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। এই স্কিমের সুবিধা পেতে চাষের জমির মালিক হতে হবে। জানিয়ে রাখি, কোনো করদাতা কিংবা পেনশনপ্রাপ্ত সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন না। এই প্রকল্পটি কৃষকদের কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম এবং তাদের গার্হস্থ্য চাহিদার সাথে সম্পর্কিত বিভিন্ন উপকরণ সংগ্রহের জন্য পরিপূরক আর্থিক সহায়তা প্রদান করে। এর লক্ষ্য হলো সঠিক ফসলের স্বাস্থ্য এবং উপযুক্ত ফলন নিশ্চিত করার জন্য কৃষি উপকরণ প্রাপ্তিতে কৃষকদের আর্থিক চাহিদা পূরণ করা। রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এই প্রকল্পের নির্দেশিকা অনুসারে আর্থিক সহায়তার জন্য যোগ্য কৃষক পরিবারগুলিকে চিহ্নিত করে। সুবিধাভোগীদের চিহ্নিত করার পরে, এই প্রকল্পের অধীনে তহবিল সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়।
স্ট্যাটাস চেক লিঙ্ক
কিস্তির অবস্থা দেখার জন্য নিম্নে উল্লিখিত লিঙ্কটি ব্যবহার করে আপনি সরাসরি পিএম কিষান স্কিমের স্ট্যাটাস চেক করতে পারেন।
PM Kisan Status Check – অফিসিয়াল ওয়েবসাইট: https://pmkisan.gov.in/BeneficiaryStatus_New.aspx
এই ওয়েবসাইটে আপনি “Beneficiary Status” বিভাগে গিয়ে আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করে স্ট্যাটাস দেখতে পারবেন।
আরও পড়ুন: এবার তুড়ি মেরে ঘরে বসেই সংশোধন করুন রেশন কার্ড, নয়া উদ্যোগের পরিকল্পনা, জানুন বিস্তারিত
মোবাইল/আধার দিয়ে চেক করার ধাপ
মোবাইল নম্বর বা আধার নম্বর ব্যবহার করে যদি আপনি প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের সুবিধার স্ট্যাটাস চেক করতে চান, তাহলে প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in এ গিয়ে হোমপেজে স্ক্রল করে “Farmers Corner” সেকশনে ক্লিক করে “Beneficiary Status” অপশনে গিয়ে আপনার আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অথবা মোবাইল নম্বর প্রদান করুন। এরপর “Get Data” বাটনে ক্লিক করলেই আপনি আপনার নাম, কিস্তির পরিমাণ, কিস্তি জমা দেওয়ার তারিখ, বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন।