Rajdhani Express celebrates 25 years: ২০০০ সালের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই ট্রেনটি পথচলা শুরু করেছিল। বলাবাহুল্য, দিল্লির সঙ্গে পূর্ব ভারতের যোগাযোগকে মসৃণ এবং আরামদায়ক করে তোলার ক্ষেত্রে এই ট্রেনের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শিয়ালদহ-দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ ২৫ বছরের পথ চলার মাইলফলকে পা রাখে চলতি বছরের ১লা জুলাই। দিনটি ধুমধাম করে পালন করেছে রেল। এইদিন যেসকল যাত্রী রাজধানী এক্সপ্রেসে যাত্রা করছেন, তাদের জন্য ছিল বিশেষ চমক। (Rajdhani Express celebrates 25 years)
এদিন ট্রেনের প্রথম এসি কোচটিকে বিশেষ ভাবে সাজানো হয়েছিল। ট্রেনের কামরায় ব্রিটিশ শাসন এবং কলকাতা-দিল্লির ইতিহাসকে সুন্দর ভাবে চিত্রিত করা হয়েছিল। ট্রেনে সব যাত্রীকে গোলাপ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। ট্রেনের প্রতিটি কামরার দরজার সামনে বিছানো হয় লাল কার্পেট। ট্রেনের সকল যাত্রীরা তার উপর দিয়ে হেঁটে ট্রেনে ওঠেন। ট্রেনের ভিতরে যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় একটি ‘মেমেন্টো’। রাতের খাবারের তালিকায় ছিল ছিল বাসন্তি পোলাও, নারকেল দিয়ে ছোলার ডাল, পালং পরোটা এবং বাঙ্গালির প্রিয় রসগোল্লা। এমনকি ট্রেন চালনার জন্য ওই দিনের জন্য আনা হয় একটি বিশেষ ইঞ্জিন, যা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। (Rajdhani Express celebrates 25 years)
আরও পড়ুন: ডিজিটাল ভারত দশকে যাত্রা থেকে বিশ্ব নেতৃত্বের পথে, জানালেন প্রধানমন্ত্রী মোদি
প্রথম দিনের স্মৃতিকে ফিরে দেখা
রেল কর্তৃপক্ষ ট্রেনটির রজতজয়ন্তী উপলক্ষে আবারও প্রথম দিনের স্মৃতিকে ফিরে দেখানোর পরিকল্পনা করেছে। এইদিন উপস্থিত ছিলেন ২৫ বছর আগের রাজধানী এক্সপ্রেসের প্রথম যাত্রার সময়কার গার্ড এবং চালক। রজত জয়ন্তী স্মরণে রাজধানী এক্সপ্রেসের যাত্রার সূচনা করেন শিয়ালদহের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা। তিনি বলেন, ‘‘শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ভ্রমণকারীদের অন্যতম পছন্দ। এই এক্সপ্রেস তার সময়ানুবর্তিতা, আরামদায়ক পরিবেশ এবং ব্যতিক্রমী পরিষেবার জন্য পরিচিত।’’
উঠেছে নানান অভিযোগ
রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী থাকাকালীন যে ঐতিহ্য তৈরি করে দিয়ে যান, সেই ঐতিহ্য এখন বহন করে চলেছে রেলমন্ত্রক। যদিও এমন ঐতিহাসিক এক ট্রেন সার্ভিসের পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। বর্তমান রেলমন্ত্রক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু হওয়া ঐতিহ্যকে ধরে রাখতে পারছে না এবং যাত্রী পরিষেবায় নানাবিধ ঘাটতি দেখা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিন একদিকে যেমন ট্রেনপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়, ঠিক তেমন করেই যাত্রীরা, রেল মন্ত্রকের প্রতি দায়িত্ব পালনের বিষয়ে সচেতন নজর রাখছেন। ট্রেনটির সকল যাত্রী ও রেলপ্রেমীরা আশাই করছেন যে, ২৫ বছরের যাত্রার মাইলফলক ছুঁয়ে এবার নতুন দিশা দেখাক শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস ট্রেনটি।