Redmi Note 14 SE 5G: ভারতের বাজেট সেগমেন্টের ক্রেতাদের জন্য চমকপ্রদ এক স্মার্টফোন নিয়ে এলো Xiaomi ।সোমবার ২৮ শে জুলাই, ২০২৫ তারিখে সংস্থাটি তাদের জনপ্রিয় সিরিজের নতুন সংযোজন করল Redmi Note 14 SE 5G।এটি মূলত সেইসব ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে যারা সীমিত বাজেটে উন্নত প্রযুক্তির ফোন খুজছেন।
Xiaomi এর লাইন অ্যাপ এ ইতিমধ্যেই তিনটি মডেল রয়েছে Redmi Note14pro+ 5G,Redmi Note 14pro 5G, Redmi Note 14 5G। এবার সেই তালিকায় যুক্ত হলRedmi Note 14 SE 5G।নতুন এই ফোনটি শুধুমাত্র ফিচারেই নয় দামি এবং ডিজাইনেও আকর্ষণীয়।
অসাধারণ ডিসপ্লে ও ডিজাইন
Redmi Note 14 SE 5G তে রয়েছে 6.67 ইঞ্চি একটিFHD+AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি ১২০ হার্ডস রিফ্রেশ রেড সাপোর্ট করে ফলে গেমিং কিংবা ভিডিও দেখা দুটি ক্ষেত্রে স্মুথ পারফরম্যান্স পাওয়া যাবে। এছাড়াও এতে রয়েছেCorning Gorilla Glass প্রটেকশন এবং সর্বোচ্চ ২১০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, যা রোদে দাঁড়িয়েও পরিষ্কারভাবে স্ক্রিন দেখতে সাহায্য করবে।
ক্যামেরা বিভাগে দুর্দান্ত চমক
এই ফোনের অন্যতম প্রধান আকর্ষণ হলো এর মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর যুক্ত প্রাইমারি ক্যামেরা, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট করে। এর পাশাপাশি রয়েছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইট লেন্স ও২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সেলফির জন্য থাকছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যা ক্যামেরা। সেটা দিয়ে ব্যবহারকারী ফটোগ্রাফি ভিডিও শুটিং করতে পারবেন।
আরও পড়ুন: ধামাকা! এবার বাজারে আস্তে চলেছে ডিসপ্লে iPhone 17 Air, দাম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানুন
শক্তিশালী পারফরম্যান্স
Redmi Note 14SE 5G তে রয়েছে MediaTek Dimensity 7025 chiefset, যা ৫ কেজি কানেক্টিভিটির পাশাপাশি ভালো স্পিড ও পাওয়ার ইফিসিয়েন্সি দেয়। ফোনটিতে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যা দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।
ব্যাটারি ও চার্জিং
ফোনটিতে ৫,১১০ mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা সারাদিন স্বচ্ছন্দে চলবে। এর সাথে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে, ফলের দ্রুত ফোন চার্জ করা যাবে ।
সাউন্ড ও অন্যান্য ফিচার
Redmi Note 14 SE 5G ফোনে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার বা Dolby Atmos সাপোর্ট করে ।ফলে অডিও কোয়ালিটি হবে আরো ইমারসিভ। এর সঙ্গে অনেকের প্রিয় ৩.৫ মিমি হেডফোন জ্যাক রাখা হয়েছে।
দাম ও উপলভ্যতা
এই ফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে ₹১৪,৯৯৯ টাকায়,Crimson art কালারে। এতে ৬ জিবি ram এবং ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি ৭ আগস্ট থেকে Mi এর অফিসিয়াল ওয়েবসাইটে এবংFlipkart, Xiaomi এর রিটেল স্টোর ও অনুমোদিত বিক্রয় কেন্দ্রগুলিতে পাওয়া যাবে।
সার্বিকভাবে বললে, Redmi 14SE 5G বাজেট বিভাগ একটি গুরুত্বপূর্ণ দুর্দান্ত স্মার্টফোন। যারা ভাল ক্যামেরা উন্নত ডিসপ্লে এবং শক্তিশালী পারফরম্যান্স খুঁজছেন কম দামে, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি আকর্ষণীয় বিকল্প।