SBI Clerk Recruitment 2025: সম্প্রতি ভারতের অন্যতম এক নামকরা ব্যাংকিং সংস্থার তরফ থেকে একটি বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যা মুখে হাসি ফোটাবে চাকরিপ্রার্থীদের। দীর্ঘদিন ধরে অনেকেই সুযোগের অপেক্ষায় হয়তো করছিলেন। আজকের এই প্রতিবেদনটি তাদের জন্য।
নমস্কার সকলকে, আমরা আবারো একদম একটি অভিনব ও পছন্দসই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে । যা শুনলে আপনিও অবাক হবেন । ব্যাংকিং সেক্টরে একটি অভাবনীয় সুযোগ এটি, চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদনটি।
বর্তমানে ভারতবর্ষের অন্যতম ব্যাংকিং সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ( SBI) তরফ থেকে অফিসিয়ালভাবে একটি বড়সড় চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে সংস্থাটি ২৯৬৪টি শুন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে।
আজকের এই প্রতিবেদনে চোখ রাখব চাকরি সংক্রান্ত কিছু বিশেষ দিক নিয়ে।যেমন শিক্ষাগত যোগ্যতা ,শূন্যপদ ,আবেদন প্রক্রিয়া ,বয়সসীমা ,নির্বাচন প্রক্রিয়াসহ চাকরির সাথে জড়িত নানান অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে।
SBI Clerk Recruitment 2025 Overview
Company Name | State Bank Of India |
Position Name | Circle Based Officer |
Age Limit | 21 to 30 years |
Vacancies | 2968 |
Application process | Online |
Education Qualification | Bachelor’s Degree |
Last date of Applications | 29 May 2025 |
Official Website | www.onlinesbi.sbi |
পদের নাম(SBI Clerk Vacancy 2025)-
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সার্কেল বেসড অফিসার পদে ২৯৬৪ টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে এই ব্যাংকিং সংস্থা।
শিক্ষাগত যোগ্যতা(SBI Clerk Eligibility Criteria 2025)-
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে । এছাড়াও ইঞ্জিনিয়ারিং ,মেডিকেল কিংবা অ্যাকাউন্ট বিষয়ে ডিগ্রী রয়েছে এমন প্রার্থীরাও আবেদনের যোগ্য বলে বিবেচিত।এর পাশাপাশি স্থানীয় ভাষায় কথা বলার দক্ষতা থাকা আবশ্যক।
পূর্ব অভিজ্ঞতা-আবেদনকারীদের যোগ্যতার পাশাপাশি ন্যূনতম দু বছরের যে কোন সিডিউল কমার্শিয়াল অথবা গ্রামীণ ব্যাংকে অন্তত দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকা আবশ্যক।
আরো পড়ুন: একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করছে Ordnance factory , প্রতিমাসে বেতন ১৯,৯০০/- টাকা
বয়সসীমা(SBI Clerk Age Limit 2025)-
সর্বনিম্ন ২১ বছর থেকে এবং সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, SC/ST ও OBC এর জন্য রয়েছে বয়সের বিশেষ ছাড় ।OBC জন্য রয়েছে তিন বছরের ছাড় এবং SC/ST জন্য রয়েছে ৫বছরের ছাড় রয়েছে বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।
আবেদন প্রক্রিয়া(SBI Clerk Application Process 2025)–
চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন সম্পন্ন করতে পারবেন।
ধাপ ১: আবেদন করার আগে অবশ্যই http//bank.sbi/web/career/current-openings এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমেই নিজের নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
ধাপ২: লগইনের পর প্রার্থীদের CPRD/CBO /2025-26/03 নম্বরযুক্ত বিজ্ঞপ্তি ভালোভাবে পড়তে হবে।
ধাপ ৩: বিজ্ঞপ্তিতে সকল তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। নির্ভুল তথ্যসহ অনলাইনে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে।
SBI Clerk Recruitment 2025 Apply Online Link
SBI Clerk Recruitment 2025 – Click Here to Download PDF
প্রয়োজনীয় নথি(SBI Clerk Required documents 2025)-
আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র থাকা অত্যন্ত জরুরী বেশ কিছু ডকুমেন্টস যেমন-আধার কার্ড ,বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সমস্ত মার্কশীট ও সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ,পূর্ব অভিজ্ঞতার প্রমাণপত্র ,জাতিগত প্রমাণপত্র।
আবেদন ফি(SBI Clerk Application Fee 2025)-
General / EWS/ OBC এর জন্য ৭৫০ টাকা করে আবেদনটি ধার্য করা হয়েছে। বাকিদের কোন ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়া(SBI Clerk Selection Process 2025)-
SBI নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে একটি অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে ।এরপর স্ক্রিনিং ও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। অবশেষে স্থানীয় ভাষায় দক্ষতার মূল্যায়ন শেষে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে সংস্থা
আবেদনের শেষ তারিখ(Last date of Applications)-
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, ২৯/০৫/২০২৫ অবধি আবেদন চলবে।
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।