আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Shah Rukh Khan Injury Rumor King Movie Update 2025: শাহরুখ খানের চোট ও ‘King’ সিনেমা নিয়ে গুজব কি বলছে সূত্র?

Published on: July 27, 2025
Shah Rukh Khan

Shah Rukh Khan: এই ইন্টারনেটের যুগে গুজব ছড়াতে সময় লাগে না। সম্প্রতি বলিউডের কিং খান শাহরুখ খান(Shah Rukh Khan)বা SRK কে ঘিরে একটি ভুয়া রিপোর্ট ইন্টারনেটের ঝড় তোলে। বিভিন্ন মিডিয়ার রিপোর্টের দাবি করা হয় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা কিং এর শুটিং চলাকালীন গুরুতর আহত হয়েছেন শাহরুখ। এমন কি তাকে চিকিৎসার জন্য আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পুনরুদ্ধারের জন্য তিনি যুক্তরাষ্ট্রের দীর্ঘ সময় কাটাবেন বলেও দাবি করা হয়।

কিন্তু NDTV এর এক প্রতিবেদনে এই সমস্ত দাবি নসাৎ করা হয়েছে। SRK এর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে এই খবরের কোন সত্যতা নেই। SRK News অনুযায়ী তিনি অতীতেও বিভিন্ন সিনেমার সময় হালকা চোট পেয়েছেন এবং মাঝে মাঝে সেই পুরনো চোট মাথা ছাড়া দিয়ে ওঠে। তার চিকিৎসার জন্য তিনি নিয়মিত ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যান। এবারের সফরেও সেই রুটিন চিকিৎসার অংশ এবং কোন গুরুতর ঘটনা ঘটেনি।

সূত্রের আরো জানিয়েছে, Shahrukh Khan জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে গেছেন এবং জুলাই মাসে শেষেই দেশে ফিরে আসার কথা। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্যোগের কোনো কারণ নেই।

বারবার ভুয়ো খবরের শিকার হচ্ছেন শাহরুখ

এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও Shahrukh SRK কে নিয়ে চোট সংক্রান্ত গুজব ছড়িয়েছে। একবার তো এমনই ঘটনা ঘটেছিল যে শুটিং চলাকালীন নাক ভেঙেছেন, তিনি পরে জানা যায় সেটি কোন দুর্ঘটনা নয় বরং একটি রুটিন নাশাল সার্জারি ছিল। সোশ্যাল মিডিয়ার গুজব ছড়ানোর এই প্রবণতা শুধু ভুল তথ্যই ছড়ায় না, বরং তারকা ও তাদের ভক্তদের জন্য অযথা উদ্যোগের কারণ হয়ে দাঁড়ায়।

‘King’ সিনেমা নিয়ে য়ে উত্তেজনা

‘King’ সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার যেখানে পরিচালক হিসেবে রয়েছেন পাথর এর সিদ্ধান্ত আনন্দ। এই ছবির বিশেষ আকর্ষণ হল শাহরুখ খান ও তার কন্যা সুহানা খান প্রথমবার বড় পর্দায় একসঙ্গে অভিনয় করছে। ‘দ্য আর্চিজ’ (২০২৩) ওটিটি রিলিজের পর এটি হবে সুহানার প্রথম থিয়েটার রিলিজ।

আরও পড়ুন: নিজের বাড়িতেই হয়রানির শিকার! তনুশ্রী দত্তের আবেগঘন ভিডিও ভাইরাল

এই ছবিতে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ,অনিল কাপুর, রানী মুখার্জি ,জ্যাকি শ্রফ ,অর্জাদ ওয়াসি এবং অভয় বর্মার মতো একাধিক তারকার মুখ দেখা যাবে। সিনেমাটি ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যেই মুক্তি পাওয়ার কথা।

সব মিলিয়ে,SRK এবং তার আসন্ন সিনেমা “King” নিয়ে যেসব গুজব ছড়িয়েছে সেগুলি ভিত্তিহীন। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং শীঘ্রই দেশে ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

ভক্তদের উদ্দেশ্যে বলা যায়, গুজবে কান না দিয়ে Shahrukh Khan এর অফিসিয়াল বা ভেরিফাইয়ের সূত্র থেকে আপডেট নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ SRK News বাড়ি কখনো কখনো শুধু গুজব নয়, সত্য খুঁজে পাওয়া যায় সঠিক জায়গা থেকে।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment