Shromoshree Prakalpa 2025: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অত্যাচারিত বা কর্মহীন হয়ে যারা বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসছেন তাদের জন্য চালু হলো বিশেষ প্রকল্প ‘Shromoshree’। এই প্রকল্পের অধীনে যোগ্য শ্রমিকদের কাজ না পাওয়া পর্যন্ত মাসে মাসে ৫০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার।
‘ডবল ইঞ্জিন’ রাজ্যে হেনস্থার অভিযোগ
মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি শাসিত একাধিক রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে। বাংলায় কথা বললেই তাদের উপর চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। মমতার দাবি প্রায় ২২ লক্ষ ও বাঙালি শ্রমিক ভিন রাজ্যে কাজ করে এবং তাদের মধ্যে কয়েকজন নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে। তিনি জানান অবশ্যই প্রকল্পের মাধ্যমে আমরা নিশ্চিত করব, হেনস্থা হয়ে যারা রাজ্যে ফিরবেন তাদের পাশে থাকবে সরকার(Shromoshree Prakalpa 2025)।
আরও পড়ুন: প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ স্কলারশিপ তালিকা ২০২৫, জেনে নিন কারা পাবেন এর সুবিধা
মাসে ৫০০০ টাকার ভাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করে দিয়েছেন ভিন রাজ্য থেকে কর্মহীন হয়ে ফিরে আসা প্রত্যেক শ্রমিককে কাজ না পাওয়া পর্যন্ত প্রতি মাসে ৫০০০ টাকা করে ভাতা দেয়া হবে। তিনি বলেন অন্ধ্রপ্রদেশে এক বাঙালি শ্রমিক খুন হয়েছে এর ধরনের হেনস্থা ও সংকটের মধ্যে পড়ে যারা বাড়ি ফিরছে, আমরা তাদের পুনর্বাসনের দায়িত্ব নেব। যতদিন না কাজ খুঁজে পাচ্ছেন, ততদিন মাসে মাসে টাকা পাবেন।
প্রশিক্ষণ ও অন্যান্য সুবিধা
শুধু ভাতা নয় কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে। প্রয়োজনের শ্রমিকদের ‘Shromoshree’ প্রকল্পের মাধ্যমে নতুন কাজের জন্য দক্ষতা বৃদ্ধি করানো হবে। এছাড়াও তাদের স্বাস্থ্যসাথী কার্ড, এবং খাদ্য সাথী কার্ড দেয়া হবে। যাদের বাড়ি নেই তাদের জন্য কমিউনিটি কিচেন সেন্টারের থাকার সুবিধা দেওয়া হবে। সন্তানদের শিক্ষার ব্যবস্থা দিকেও নজর দেবে রাজ্য।
নথিভুক্তকরণ বাধ্যতামূলক
মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার বাইরে যেসব পরিচয় শ্রমিক কাজ করেন তাদের সংখ্যা ২২ লক্ষ ৪০ হাজার এরও বেশি। তাদের মধ্যে যারা হেনস্থা ও কর্মহীন হয়ে ফিরছেন তাদের নাম শ্রমশ্রী পোর্টালে অন্তর্ভুক্ত করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রত্যেক শ্রমিককে একটি বিশেষ কার্ড দেওয়া হবে। জেলা প্রশাসনের আধিকারিক যেমন ডি এম, বিডিও আই সি তাদের চিহ্নিত করার দায়িত্বে থাকবেন।
ইতিমধ্যেই ফিরেছেন ১০হাজার শ্রমিক
সরকারি হিসেবে এখনো পর্যন্ত প্রায় ১০ হাজার শ্রমিক ভিন রাজ্য থেকে বাংলায় ফিরে এসেছেন ।তাদের অনেকের পক্ষেই নতুন করে কাজ শুরু করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে সমস্যায় প্রকল্প তাদের জন্য স্বস্তির বার্তা।মমতা ব্যানার্জি জানান, “অনেক শ্রমিককে কোর্টের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে, কেউ কেউ বিদেশ থেকেও ফিরে এসেছেন। তাদের সবাইকেই প্রকল্পের আওতায় আনা হবে”।
রাজনৈতিক প্রেক্ষাপট
তৃণমূলের দাবি বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকরা বৈষম্য ও হেনস্থার মুখোমুখি হচ্ছে। এই ইস্যুতে আগেই আন্দোলনে নেমেছে তৃণমূল নেতৃত্ব। এবার সরাসরি অর্থনৈতিক সহায়তা ঘোষণা করে রাজনৈতিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী(Shromoshree Prakalpa 2025)।
শ্রমশ্রী প্রকল্প কার্যকর হলে এ রাজ্যে ফেরার পরিচয় শ্রমিকদের জন্য বড় সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। মাসিক আর্থিক সাহায্যের পাশাপাশি খাদ্য ও স্বাস্থ্য ও শিক্ষার সুবিধা মিলবে। প্রশিক্ষণের মাধ্যমে নতুন কাজের সুযোগও পাবেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা দিয়েছেন “পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হোক বা কর্মহীন হয়ে ফিরুক ,বাংলা সরকার তাদের পাশে থাকবে।”