SPM Kolkata Recruitment 2025: ভারতীয়দের (Indian’s) লক্ষ্য থাকে, ভালো চাকরি খোঁজার। কিন্ত কোন দিকে গেলে সে চাকরির খোঁজ পাবে, সেটা নির্ধারণ করতে পারে না। তাই অর্থ দিয়েও চাকরী নিলেও সে চাকরির কোন গ্যারেন্টি (Guarantee ) থাকে কিনা সেটাও কেও বলতে পারে না! সেই কারণে আমাদের ওয়েবসাইটে (Website) বিনা মূল্যে চাকরির ব্যাপারে (Free Cost of job update) প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে। এবার জেনে নিন , নতুন বিজ্ঞপ্তি কোন চাকরির পদ অনুযায়ী বের হয়েছে।
সম্প্রতি কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। এই চাকরিতে আবেদন করার দূর্দান্ত সূযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে এই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন, আজকের চাকরীর আপডেটে।
নমস্কার, সকলকে প্রথমে। আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিত্য নতুন আপডেট দেওয়া হয়ে থাকে। বর্তমানে, যে হারে বেকারত্বের পরিমাণ বাড়ছে, সে অনুযায়ী রাজ্যে চাকরির পরিমাণ থাকে। এতে মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো , আপনারা পাশে থেকে আমাদের কাজে সাহায্য করার। আর যাদের সত্যি চাকরির প্রয়োজন, তাঁদেরকে শেয়ার করার। চলুন প্রথমে সংক্ষিপ্ত রূপে দেখে নিন।
এই চাকরির প্রতিবেদন থেকে যেগুলো জানতে পারবেন, সেগুলো হলো – নিয়োগকারী সংস্থার নাম কী? শূন্যপদ কতগুলো রয়েছে? আবেদন প্রক্রিয়া কী ? আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।
এবার বিস্তারিত আলোচনায় আসা যাক।
SPM Kolkata Recruitment 2025 – Overview
Company Name | SYAMA PRASAD MOOKERJEE PORT, KOLKATA |
Position Name | Media Executive |
Age Limit | 57 years |
Vacancies | 01 |
Remuneration | Rs. 46,500/- |
Application process | Offline |
Last date of Applications | 16 May 2025 |
Official Website | www.smp.smportkolkata.in |
সংস্থার নাম(SPM Kolkata Recruitment 2025):
যে নিয়োগকারী সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে তা হলো – শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata)।
এই চাকরির জন্য কটি শূন্যপদ (Vacancy) রয়েছে?
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata) -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, একটিমাত্র শূন্যপদ রয়েছে।
পদের নাম:
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata) – এ নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একজন মিডিয়া এগজেকিউটিভ (Media Executive) নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(SPM Kolkata Eligibility Criteria 2025):
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata) – এ নিয়োগের নীচে দেওয়া কয়েকটি যোগ্যতা আবশ্যিকভাবে প্রয়োজন। সেগুলি হলো :
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে মাস কমিউনিকেশন/ডিজিটাল মিডিয়া/গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি।
২) ক্রিয়েটিভ ভিজ্যুয়াল তৈরির জন্য অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুটের মতো সর্বশেষ গ্রাফিক ডিজাইন সফটওয়্যার (যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন) দক্ষতা, ক্যানভা এবং অ্যাফিনিটি ডিজাইনারের মতো টুলগুলো জানতে হবে।
৩) একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে বিজ্ঞাপন এবং বিভিন্ন মিডিয়া প্ল্যানিং এবং বাস্তবায়ন সহ ডিজাইনিং ভিজ্যুয়ালগুলিতে কমপক্ষে দুই বছরের অনুশীলনের অভিজ্ঞতা।
৪) সাংবাদিকতা এবং গণযোগাযোগ বা গ্রাফিক ডিজাইন ম্যানেজমেন্টে এমএ/এমএসসি হলে খুব ভালো।
৫) প্রিন্ট এবং ডিজিটাল মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার পেতে পারেন।
এই চাকরি সম্পর্কিত আরো তথ্য জানার জন্য চোখ রাখুন, আমাদের ওয়েবসাইটে। নিত্য নতুন চাকরী আপডেট নিয়ে আসার সবসময় চেষ্টা করে থাকি, আসুন বাকি তথ্যের দিকে চোখ রাখা যাক।
আরও পড়ুন: আশা কর্মী নিয়োগ করছে বীরভূম জেলা, মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন
বয়সসীমা(SPM Kolkata Age Limit 2025):
এই চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৫৭ বছরের মধ্যে।
বেতন(SPM Kolkata Salary 2025):
শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (Shyama Prasad Mukherjee Port, Kolkata) – এ নিয়োগের বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় বেতনের কথা উল্লেখ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা প্রতি মাসে ৪৬,৫০০টাকা করে বেতন পাবেন। তবে কোনো ধরনের অতিরিক্ত ভাতার কথা উল্লেখ করা নেই বিজ্ঞপ্তিতে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন, নতুন কোনো আপডেট এলে তখনই জানতে পারবেন।
কীভাবে আবেদন করবেন(SPM Kolkata Application Process 2025):
নীচে উল্লেখ করা সমস্ত নথিপত্র সহ ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে এই ঠিকানায় জমা করতে হবে। ঠিকানাটি হল :
সিনিয়র উপ-পরিচালক সচিব-II, শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর, কলকাতা
১৫, স্ট্র্যান্ড রোড, কলকাতা – ৭০০০০১, (Sr. Dy. Secretary-II, Syama Prasad Mookerjee Port, Kolkata, at 15, Strand Road, Kolkata-700001)
প্রয়োজনীয় নথিপত্র:
যে নথিপত্রগুলি জমা করতে হবে, সেগুলো হল :
১) বয়সের প্রমাণ (যেমন বার্থ সার্টিফিকেট বা বোর্ড পরীক্ষার এডমিট)
২) শিক্ষাগত এবং পেশাদার যোগ্যতার সার্টিফিকেট
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
৪) সাম্প্রতিক ২টি পাসপোর্ট আকারের ছবি
৫) একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র (ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স)
কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(SPM Kolkata Selection Process 2025):
এখানে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের ডাকা হবে। একটি লিখিত পরীক্ষা এবং/অথবা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের বিশদ বিবরণ সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের পরে জানানো হবে।
SPM Kolkata Notification 2025 – Here to Download PDF
আবেদন করার কবে শেষ তারিখ(Last date of Applications):
আপনাদের জানিয়ে রাখি, আবেদন করার শেষ তারিখ হলো ১৬ মে ২০২৫ ।
নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।
Our Facebook Group Link | Click here |
Our Facebook Page Link | Click here |
FAQ about SPM Kolkata Recruitment 2025
What qualifications are required for SPM Kolkata Recruitment 2025?
- The candidates must have passed with Mass Communication/Digital Media/Graphic Design Management degree from recognised university.
Can a 12th pass get a job?
- No, A 12th pass student can’t get this job.
What is the salary of SPM Kolkata Recruitment 2025?
- According to the published notification, selected Media executives will receive a salary of 46,500 rupees. No extra allowance will be provided. This will be the fixed salary for the entire contract period of three years.
How to apply for SPM Kolkata Recruitment 2025?
- You have to take all your identity proof, educational certificates and other details and submit it in the given address. No online applications will be entertained. You can get the address in official notification that is published by the recruiter.
Is this job process online?
- No. The job process is completely offline. However, you may check the official notification for additional information.
Can freshers apply for SPM Kolkata Recruitment 2025?
- Yes, freshers can apply for this job. However, preference will be given to those who have prior experience.
Can women apply for SPM Kolkata Recruitment 2025?
- Yes, both men and women can apply for this particular job.
বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।
আজকের মতন এই টুকুই , দেখা হচ্ছে অন্য কোন চাকরির প্রতিবেদনে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, প্রতিবেদনের পাশাপাশি বিজ্ঞপ্তি ফলো করতে ভুলবেন না। আবারো হাজির হবো, নিত্যনতুন সংহার নিয়ে। চলুন , আজকের মতন বিদায়।