আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Spying on WhatsApp: হোয়াটসঅ্যাপে কেউ আরি পাচ্ছে কিনা বুঝবেন কিভাবে আর বাঁচার উপায় কি?

Published on: August 25, 2025
Spying on WhatsApp

Spying on WhatsApp: আজকের দিনে যোগাযোগ মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ (WhatsApp)। বন্ধুর সঙ্গে আলাপচারিতা থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ তথ্য সবই এখন এই প্লাটফর্মে বিনিময় হয় অনেকেই মনে করেন হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ নিরাপদ কারণ এতে রয়েছে End to End Encryption। তবে বাস্তবে দেখা যাচ্ছে একশো শতাংশ সুরক্ষা এখনো নিশ্চিত নয়। ফলে ব্যবহারকারীদের মধ্যে উদ্যোগ বাড়ছে। কেউ কি তাদের চ্যাটে আরি পাতছে?

ধরুন, রাতের বেলায় বন্ধুর সঙ্গে কথা বলেছেন হঠাৎ খেয়াল করলেন ,আপনার বন্ধু যে মেসেজটি পাঠালেন তা আপনি খোলার আগেই রিড দেখাচ্ছে। কিংবা কল করার সময় কানে আসছে অদ্ভুত শব্দ, মনে হচ্ছে কেউ যেন কথা শুনছে। এমন অভিজ্ঞতা বহু মানুষেরই হচ্ছে। প্রশ্ন উঠছে হোয়াটসঅ্যাপে কি স্পাইং, (Spying on WhatsApp)সম্ভব? উত্তর হলো হ্যাঁ, যদি আপনার ফোনে স্পাইওয়্যার ঢুকে পড়ে। তবে সতর্ক থাকলে ও এই কিছু পদক্ষেপ নিলে এই ঝুঁকি কমানো সম্ভব।

কিভাবে বুঝবেন হোয়াটসঅ্যাপে কেউ আড়ি পাতছে?

চ্যাট রিড দেখানো: আপনি না পড়লেও যদি হঠাৎ চ্যাট রিট দেখায় বুঝবেন সমস্যা আছে এর মানে অন্য কেউ হয়তো আপনার অ্যাকাউন্টে প্রবেশ করেছে।

ফোন গরম হওয়া ও ব্যাটারি দ্রুত শেষ হওয়া: স্পাইওয়্যার চলতে থাকলে কোন ফোন অস্বাভাবিকভাবে গরম হয়ে যায়, আর ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যায়।

WhatsApp web চেক করুন: হোয়াটসঅ্যাপের”Linked Device”অপশনে গিয়ে দেখুন অচেনা কোন ডিভাইস যুক্ত আছে কিনা। থাকলে সেটি আপনার অজান্তেই ব্যবহার হচ্ছে।

অচেনা লিংক: চ্যাটে হঠাৎ কোনো অচেনা নম্বর থেকে সন্দেহজনক লিংক এলে সেটি হ্যাকিংয়ের ফাঁদ হতে পারে।

আরও পড়ুন: মাত্র ₹32,780-এ নতুন আইফোন, এক্সচেঞ্জ ও ব্যাংক ডিসকাউন্টে বিশাল সেভিংস

কলের সময় অদ্ভুত শব্দ: whatsapp এ কথা বলার সময় যদি বারবার ইকো বা অস্বাভাবিক শব্দ শুনতে পান, তবে সেটিও হ্যাক হওয়ার লক্ষণ।

হ্যাকিং এর থেকে বাঁচতে কি করবেন

  • টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন- whatsapp সেটিংয়ে গিয়ে Account – two step verification এনাবেল করুন। এতে হ্যাকারদের জন্য আপনার অ্যাকাউন্টে ঢোকা কঠিন হবে।
  • সকল ডিভাইস থেকে লগআউট করুন- Linked Deviceএ গিয়ে “Log out from all devices”অপশন ব্যবহার করুন। এতে আপনার অজান্তে যুক্ত ডিভাইস গুলো সরিয়ে ফেলা সম্ভব।
  • সিম বদলে ফেলুন- যদি মনে করেন আপনার সিম কার্ড হ্যাক হয়েছে, দ্রুত নতুন সিম নিন
  • লোকেশন শেয়ারিং বন্ধ করুন- সেটিংসে গিয়ে Privacy -Location থেকে লোকেশন শেয়ারিং বন্ধ রাখুন। এতে কেউ সহজে আপনার গতিবিধি ট্র্যাক করতে পারবে না।
  • সফটওয়্যার আপডেট রাখুন- সবসময় WhatsApp এবং ফোনের অপারেটিং সিস্টেম সর্বশেষ ভার্সন আপডেট রাখুন। আপডেট সাধারণত নিরাপত্তার ঘাটতি দূর করা হয়।
  • অ্যান্টি-স্পাইওয়্যার ব্যবহার করুন– Bidefender,Norton, Malwarebytes এর মত নির্ভরযোগ্য অ্যাপ ইন্সটল করলে ফোনের ভেতরে থাকা স্পাইওয়্যার শনাক্ত ও সরানো সম্ভব।

Spying on WhatsApp আজ আর কেবল কল্পনা নয়, বাস্তবেও এর ঝুঁকি রয়েছে। তাই ব্যবহারকারীদের সচেতন হওয়া জরুরী। কিছু সহজ পদক্ষেপ নিলে যেমন টু স্টেপ ভেরিফিকেশন চালু করা, সন্দেহজনক লিংক না খোলা, ফোন ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা থাকলেই আপনি অনেকটাই সুরক্ষিত থাকতে পারবেন।

তাহলে মনে রাখবেন, প্রযুক্তি যতই উন্নত হোক, নিরাপত্তার চাবিকাঠি সব সময় ব্যবহারকারীর হাতেই। সচেতন থাকুন সাবধানে ব্যবহার করুন তাহলেই হোয়াটসঅ্যাপে আড়ি পাতা ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment