SSC CGL 2025 Admit Card Download: স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (SSC CGL) পরীক্ষা ভারতের বৃহত্তম সরকারি নিয়োগ পরীক্ষাগুলির মধ্যে একটি। এটি প্রতি বছর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি বিভাগ, মন্ত্রণালয় এবং সংস্থায় গ্রুপ B এবং গ্রুপ C পদ পূরণের জন্য পরিচালিত হয়। স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (SSC CGL 2025) টিয়ার ১ পরীক্ষা চলতি বছরের ১৩ই আগস্ট থেকে ৩০শে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং টিয়ার ২ পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বছরের নিয়োগের লক্ষ্য বিভিন্ন সরকারি বিভাগে ১৪,৫৮২টি গ্রুপ বি এবং সি পদ পূরণ করা। এই পদগুলির মধ্যে রয়েছে আয়কর কর্মকর্তা, সহকারী সেকশন অফিসার, জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা এবং হিসাবরক্ষক প্রভৃতি। চলুন জেনে নেওয়া যাক অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি এবং পরীক্ষার দিনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত।
অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক Click Here
SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
ডাউনলোডের ধাপ (Download Steps)
অ্যাডমিট কার্ড ডাউনলোড ডাউনলোড করতে প্রথমে SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে হোমপেজে “Admit Card” বা “SSC CGL Admit Card 2025” লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনে নিজের Region নির্বাচন করুন। এরপর Registration Number / Roll Number এবং Date of Birth / Password দিয়ে লগইন করলেই আপনার Admit Card স্ক্রিনে দেখা যাবে। এরপর সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নিন। আপনাকে এটি পরীক্ষা কেন্দ্রে আনতে হবে। অ্যাডমিট কার্ডে নিজের ছবি, স্বাক্ষর, পরীক্ষার তারিখ ও সময়, কেন্দ্রের ঠিকানা, রিপোর্টিং টাইম সব ঠিক আছে কিনা অবশ্যই ভালো করে দেখে নিতে হবে।
পরীক্ষার দিন নির্দেশিকা (Exam Day Guidelines)
- রিপোর্টিং সময়ের ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে।
- ফ্রিস্কিংয়ে বেশ সময় লাগতে পারে, তাই অতিরিক্ত সময় হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে।
- নিজের প্রয়োজনীয় নথিপত্র, যেমন অ্যাডমিট কার্ড (Admit Card), বৈধ পরিচয় পত্র (Photo ID Proof), যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ২টি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
- পরীক্ষা কেন্দ্রে মোবাইল, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, Bluetooth ডিভাইস, বই, নোট, কলম, স্টিফড শিট, ব্যাগ ইত্যাদি ভেতরে নেওয়া নিষিদ্ধ।
- পরিচ্ছন্ন ও প্রয়োজনীয় পোশাক পরিধান করতে হবে এবং শান্ত ও শৃঙ্খলাবদ্ধ আচরণ বজায় রাখতে হবে।