Swades Star Gayatri Joshi: ২০০৪ সালের ১৭ ই ডিসেম্বর।বলিউডে মুক্তি পেয়েছিল এক ভিন্ন ধারা ছবি ‘স্বদেশ’ পরিচালক আশুতোষ গোয়ারিকরের হাত ধরে শাহরুখ খান সেই ছবিতে ফুটিয়ে তুলেছিলেন এক প্রবাসী বিজ্ঞানীর আবেগময় গল্প । আর তার বিপরীতে ছিলেন এক নবাগত মুখ গায়ত্রী জোশি সাদামাটা চরিত্রে, গায়ের এক শিক্ষিকার ভূমিকায় গায়ত্রীর অভিনয় মুগ্ধ করেছিল ১৩ থেকে ৮৩ বছরের দর্শককে। কিন্তু সেই প্রথম ছবি হয়ে থাকল তার শেষ। এরপর আর কখনো রুপোলি পর্দায় দেখা যায়নি তাকে। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে শাহরুখ খানের বিপরীতে নায়িকা হয়ে যিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন তিনি হঠাৎ উধাও হয়ে গেলেন কেন? (Swades Star Gayatri Joshi)
গায়ত্রীর জন্ম ১৯৭৭ সালের মহারাষ্ট্রের নাগপুরে পড়াশোনা চলাকালীন, মুম্বাইয়ের কলেজেই শুরু করেন মডেলিং ক্যারিয়ার। বেশ কিছু বড় ব্র্যান্ড যেমন গোদরেজ , এলজি, সানসিল্ক , বম্বে ডাইং,ফিলিপ্স ইত্যাদি বিজ্ঞাপনে কাজ করে দ্রুত নজরে আসেন। তিনি শাহরুখ খানের সঙ্গে হুন্ডাই এর একটি বিজ্ঞাপনেও তাকে দেখা গিয়েছিল। যা পরবর্তীকালে সম্ভবত ‘স্বদেশ ‘তার নির্বাচনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।
১৯৯৯ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নেন গায়ত্রী। এরপর ২০০০ সালের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে জাপানেও পাড়ি দেন। এই সময়ের সিনেমার অফার পান আশুতোষ গোয়ারিকরের কাছ থেকে। ব্যতিক্রমী গল্প, শক্তিশালী স্ক্রিপ্ট আর শাহরুখের মতো সুপারস্টারের সঙ্গে কাজ করার সুযোগ সব মিলিয়ে ‘স্বদেশ’ ছিল স্বপ্নের মত শুরু।(Swades Star Gayatri Joshi)
তবে বক্স অফিসে ‘স্বদেশ’ আশানুরূপ ফল না পেলেও, ছবির প্রশংসা হয় সমালোচকদের মধ্যে। বিশেষ করে গায়ত্রী সাবলীল অভিনয় প্রশংসিত হয় বেশ কয়েকটি জাতীয় সংবাদ মাধ্যমে। দর্শকের কাছেও তার চরিত্র গীতা হয়ে ওঠে স্মরণীয়।
আরও পড়ুন: গালওয়ান যুদ্ধ কাহিনী নিয়ে সালমান খান! রক্তাক্ত টিজারে ভাইজান ঝড় তুললেন নেটমাধ্যমে
তবে এই সাফল্যের রেশ থাকতে খুব তাড়াতাড়ি অভিনয় জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন গায়ত্রী।, ‘স্বদেশ’ মুক্তির কয়েক মাসের মধ্যেই তিনি বিয়ে করেন ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে। বিকাশ ‘ওবেরয় কনস্ট্রাকশন’ এর প্রোমোটার এবং তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা। দেশের শীর্ষ ধনীদের তালিকায় নাম রয়েছে তার।
বিয়ের পর থেকে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান গায়ত্রী। এখন তিনি একজন সফল গৃহবধূ, দুই সন্তানের মা এবং একজন সমাজ পত্মী। মুম্বাইয়ের স্বামী ও সন্তানদের সঙ্গে রয়েছেন। সময় কাটে পরিবার আর কাছের বন্ধুদের সঙ্গে।(Swades Star Gayatri Joshi)
যদিও সিনেমা বা বিজ্ঞাপনে তাকে আর দেখা না গেলেও বলিউডের সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন হয়নি। তাকে এখনো মাঝে মধ্যেই দেখা যায় সোনালী বেন্দ্রে, হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজন খানের সহ বলিউডের একাধিক বন্ধুদের সঙ্গে পার্টি বা সামাজিক অনুষ্ঠানে শামিল হতে।
তবে দর্শকদের মনে আজও একটি প্রশ্ন থেকেই যায় -যদি গায়ত্রী অভিনয় চালিয়ে যেতেন তবে আজ বলিউডের সাথে স্থান কোথায় হতো ?প্রশ্নের উত্তর সময়ই দিত কিন্তু গায়ত্রী জীবন বেছে নিয়েছে এক ভিন্ন গল্প। যেখানে লাইন লাইটের বদলে রয়েছে শান্তিপূর্ণ পারিবারিক জীবন।
আর তাই হয়তো স্বদেশের গীতার হাসি আজও অমলীন হয়ে রয়েছে দর্শকদের মনে