আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Tanushree Dutta Harassment News Today: নিজের বাড়িতেই হয়রানির শিকার! তনুশ্রী দত্তের আবেগঘন ভিডিও ভাইরাল

Published on: July 23, 2025
Tanushree Dutta Harassment

Tanushree Dutta Harassment: বলিউড অভিনেত্রী Tanushree Dutta ফের শিরোনামে।২০১৮ সালের নানা পাটেকারকে যৌন হেনস্তার অভিযোগ এনে ভারতের #Metoo আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। এবার নিজের বাড়িতেই নির্যাতনের অভিযোগ তুলে আবেগঘন ভিডিও শেয়ার করলেন instagram এ। ভিডিওতে তনুশ্রী জানান দীর্ঘদিন ধরেই তিনি মানসিক শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং এই নির্যাতনের প্রভাব পড়ছে তার শরীর ও মনে। যার প্রতিশ্রুতিতে তিনি আক্রান্ত হয়েছেন ‘ক্রনিক ফ্যাটিক সিনড্রোম‘ এ।

ভিডিওতে Tanushree Dutta বলেন, “আমি নিজের বাড়িতেই হয়রানি শিকার হচ্ছি।, এখনই পুলিশকে ফোন করছি। ওরা বলছে থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে। আমি শারীরিকভাবে সুস্থ নই। গত পাঁচ বছর ধরে আমাকে এতটা হয়রানি সহ্য করতে হয়েছে যে আমি অসুস্থ হয়ে পড়েছি।”

তার অভিযোগ ২০২০ সাল থেকে নিয়মিতভাবে বাড়ির বাইরে অস্বাভাবিক শব্দ , দরজায় জোরে জোরে ধাক্কা দেওয়া এবং অবাঞ্ছিত কাণ্ডকারখানা সম্মুখীন হতে হয়েছে। তিনি বলেন,” আমি এই শব্দের সঙ্গে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখন কানে মন্ত্র বাজিয়ে মনকে শান্ত রাখার চেষ্টা করি।”

তিনি জানান, তার বাড়ি বিল্ডিং এর ম্যানেজমেন্ট এই সমস্যাগুলির প্রতিকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি।

আরও পড়ুন: বক্স অফিসে বাজিমাত ‘Saiyaara’ র! আহান পান্ডে ও অনীত পাড্ডার অভিষেকেই এই ২০ কোটির ধামাকা

তনুশ্রী আরও একধাপ এগিয়ে অভিযোগ করেন, তার বাড়িতে কাজ করার গৃহপরিচারিকা দেরও তার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। তার দাবি ওই গৃহ পরিচালিকারা তার পানীয় জলের সঙ্গে কিছু মেশানোর চেষ্টা করেছেন এবং সন্দেহ জনক ফোন কল করতেন বাড়িতে ঢোকার আগে। এমনকি চুরি যাওয়ার ঘটনা ঘটেছে যা তাকে আরো আতঙ্কিত করছে।

তিনি বলেন, “এটা একটা চক্রান্তের মত লাগছে। কোথাও না কোথাও কেউ একটা পরিকল্পনা করে করছে আমি নির্যাতনের শিকার, এবং এখন আমার মনে হচ্ছে নিজের বাড়িতেও আমি নিরাপদ নয়।”

এর আগেও Tanushree Dutta জানিয়েছিলেন যে তিনি বিভিন্ন সফরকালীন ও হোটেল অবস্থানকালে হয়রানির শিকার হয়েছে। তিনি এই অভিজ্ঞতাগুলিকে তার ২০১৮ সালের সেই বহুল চর্চিত অভিযোগের সঙ্গে যুক্ত করে দেখেছেন, যেখানে তিনি বলিউড অভিনেতার নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগ ভারতে এবং সমাজে এক প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল, যা পরবর্তীতে #Me Too আন্দোলনের রূপ নেয়।

তিনি তখন আরো এক পরিচালক, বিবেক আগ্নিহোত্রীর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন।

তনুশ্রীর এই সাম্প্রতিক ভিডিও ও অভিযোগ নতুন করে চিন্তার উদ্বেগ করেছে। তার অভিযোগ শুধু একক ব্যক্তিগত অভিযোগ নয়, এ যেন এক নারীর নিরাপত্তাহীনতার গল্প। যে বহুবার সোচ্চার হয়েছে প্রতিবাদ করেছে এবং এখন নিজ বাড়িতেই আতঙ্কিত।

তনুশ্রী এই অভিযোগের পর পুলিশি হস্তক্ষেপ কতটা কার্যকর হয়, সেটা এখন দেখার। তবে তার সাহসী কন্ঠ ও বার্তা স্পষ্ট নিজের সঙ্গে অন্যায় হলে চুপ থাকা নয় বরং তার সোচ্চারে বলাই প্রতিবাদ।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment