Today Weather Upadte: সম্প্রতি আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, উল্টো রথ থেকে অতি ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। এই মুহুর্তে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। যেটা পুরোপুরি কোলকাতার উপর দিয়ে গিয়েছে। যার জোরেই তুমুল টালমাটাল হচ্ছে রাজ্যের আবহাওয়া (Today Weather Upadte)। উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় সংলগ্ন বঙ্গে ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
এই ঘূর্ণাবর্ত আপাতত দক্ষিণে অবস্থান করে রয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে উত্তর – পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ওড়িশার ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিস্তৃত করেছে বঙ্গোপসাগর। এখন সক্রিয় মৌসুমী বায়ুর (Today Weather Upadte) অক্ষরেখা রয়েছে কানির, শিবপুর, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

আজ ২২ শে জুন, রবিবার (Sunday) আবহাওয়ার (Temprature) সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত এগোচ্ছে তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি হচ্ছে। সারা দিন তাপমাত্রা থাকছে প্রায় ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে অনুভূতি। আদ্রতাপ্রায় ৮৫ শতাংশ। বাতাস প্রবাহিত হচ্ছে প্রায় ২৮.৩ ডিগ্রি। তার গতিবেগ থাকছে NW 1.9 km / h।
কি অবস্থা দক্ষিণ বঙ্গের ? (Today Weather Upadte)
অবশেষে দক্ষিণবঙ্গে (South) বর্ষা ঢুকলো। গত সপ্তাহের বুধবার থেকে নিম্নচাপের কারণে কোলকাতা সহ রাজ্যের দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি পাত হয়েই চলেছে। আজও তার ব্যতিক্রম নয়। আবহাওয়া দপ্তর থেকেই সম্প্রতি এটাই জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের ৯ টি জেলায় আজ থেকে ভারী বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে। দক্ষিণ বঙ্গের ৯ টি জেলায় টানা বৃষ্টি পাত চলবে।
এই মুহুর্তে কোলকাতা এবং পার্শ্ববর্তী জেলা গুলোতে যে আবহাওয়া চলছে, তাতে মুড বিভিন্ন রকম রয়েছে। কোথায় হালকা বৃষ্টি, আবার কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি। এবছর গরম অত্যধিক পড়লেও কাল বৈশাখী ঝড়ের প্রভাব সে অর্থে কোথাও পড়েনি। তাই এখনো পর্যন্ত দিনের শুরুতে তাপমাত্রা থাকছে ২৬.৭ ডিগ্রি। তবে বেলা যত গড়াচ্ছে তাপমাত্রা হচ্ছে ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
কীরকম থাকছে আবহাওয়া? (Today Weather Upadte)
যদি দিনের হিসেবে বিচার করা হয় তাহলে তাপমাত্রা থাকছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস প্রবাহিত হচ্ছে আনুমানিক রূপে ৩১.১ ডিগ্রি। যার গতিবেগ ঘণ্টায় থাকছে প্রায় এস ই ১.৯ কিমি পার ঘণ্টা। আর্দ্রতা থাকছে প্রায় ৮১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ প্রায় মেঘলা থাকছে, ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে আগামী কয়েকদিন।
শুধু পশ্চিমবঙ্গ নয় সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে অরুণাচল প্রদেশ, রাজস্থান, গুজরাট, বিহার, ওড়িশা , মধ্য মহারাষ্ট্র এবং হিমাচল প্রদেশের কিছু কিছু জায়গায়।
এসব জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পাতের সাথে ঝোড়ো হওয়া দিচ্ছে ৩০ থেকে ৪০ কিমি। তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খণ্ডের দিকে প্রবাহিত হয়েছে। বঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতে। আগামী কাল ভারী বৃষ্টিপাত আরো বাড়তে পারে।

কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়তে পারে? (Today Weather Upadte)
আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সাথে বাদ যাবে না, নদীয়া , পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা গুলো। এছাড়াও উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়তে চলেছে।
সাথে জারি থাকবে হালকা ঝোড়ো হাওয়া। পরশু অর্থাৎ শনিবার (জুলাই ৫, ২০২৫ ) এ ৮ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা প্রবল রয়েছে। কোন কোন জায়গায় বিক্ষিপ্ত হলেও ভারী বৃষ্টিপাত হবে যেমন – পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, হাওড়া জেলা, হুগলি জেলা, উত্তর ২৪ পরগণা এবং ২৪ পরগণা।
তবে আবহাওয়া দপ্তর থেকেও এটাও জানানো হয়েছে, নতুন সপ্তাহের শুরুর দিকে আবহাওয়ার পরিবর্তন আসবে। বৃষ্টিপাতের পরিমাণ আগের তুলনায় অনেক কমবে। তবে আরেকটা চিন্তার বিষয় হলো, বাতাসে জলীয় বাষ্প সক্রিয় অবস্থায় থাকার জন্য অস্বস্তি বেশ বাড়তে পারে।আমাদের ওয়েবসাইটের এটি প্রথম আবহাওয়ার খবর। আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আবহাওয়ার খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসার (Today Weather Upadte)। আমাদের সাথে জুড়ে অবশ্যই থাকার অনুরোধ রইলো।

এছাড়াও অন্যান্য খবরের দিকে চোখ রাখতে ভুলবেন না আমাদের ওয়েবসাইটের। প্রতিনিয়ত খবরের নিত্য নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। প্রতিদিনের trending এবং অন্যান্য নিউজ আপনাদের সামনে এনে হাজির করবো।
পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আমাদের পেজটিকে। আমরা সোশ্যাল মিডিয়াতেও বেশ এক্টিভ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এও আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন এবং ফলো রাখবেন আমাদের ওয়েবসাইট। আজকের মতন এই টুকুই। দেখা হচ্ছে অন্য কোন খবরে। ধন্যবাদ।