আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Trendy Designer Blouse Style Durga Puja: শাড়ি নয়! পুজোয় শো-স্টপার ডিজাইনার ব্লাউজ, রইল টিপসও

Published on: September 19, 2025
Trendy Designer Blouse Style Durga Puja

Trendy Designer Blouse Style Durga Puja: শাড়ি মানেই বাঙালি নারীর ঐতিহ্য। তবে ব্লাউজ আজকাল ফ্যাশন স্টেটমেন্ট। আজকের দিনে ব্লাউজ শুধু শাড়ির সঙ্গে মানানসই দেখে নয়, বরং পুরো লুককে ডিফাইন করে। কাট, স্লিভ, নেকলাইন থেকে শুরু করে রং, সবকিছুই এক্সপেরিমেন্টে ভরপুর। দেখে নিন এখনকার সবচেয়ে ট্রেন্ডিং ব্লাউজ স্টাইল এবং কোন শাড়ির সঙ্গে কোনটা মানাবে। এই পুজোয় নজর কারুক ব্লাউজই।

১. বোট-নেক ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

সিম্পল অথচ ক্লাসি এই কাট অফিস বা ক্যাজুয়াল আউটিংয়ের জন্য পারফেক্ট। তাঁত বা ঢাকাই জামদানি শাড়ির সঙ্গে কনট্রাস্ট বোট-নেক ব্লাউজ নিলে লুক হবে সাবলীল অথচ এলিগ্যান্ট। পুজোর সকালে অনায়াসেই পরা যাবে সিম্পল ও এলিগেন্ট লুক দিতে।

২. হাই-নেক ও কলার ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

ভিনটেজ ভাইব এবং রাজকীয় লুক একসঙ্গে পেতে চাইলে বালুচরি বা সিল্ক শাড়ির সঙ্গে হাই-নেক ব্লাউজ বেছে নিন। সোনালি বা অফ-হোয়াইট রঙ এ ক্ষেত্রে সবচেয়ে মানানসই। সন্ধ্যায় সবচেয়ে ভালো মানবে এটি। প্যান্ডেল হপিংয়ে গরমে নাজেহাল হতেই পারেন, তাই বেছে নিতে পারেন স্লিভলেসও।

৩. ব্যাকলেস ও ডিপ-ব্যাক ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

অষ্টমীর রাত হোক কিংবা নবমীর নাইটআউট! একেবারে হট চয়েস এই ব্লাউজ। হালকা জর্জেট বা শিফন শাড়ির সঙ্গে সিলভার বা মেটালিক টোন ব্লাউজে গ্ল্যাম লেভেল হবে ডাবল।

৪. স্লিভলেস ও হাল্টার-নেক ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

ফিউশন ফ্যাশনের জন্য পারফেক্ট। প্রিন্টেড সিল্ক বা সলিড কালার শাড়ির সঙ্গে নিয়ন বা মেটালিক শেডের হাল্টার-নেক ব্লাউজ আপনাকে দেবে ইনস্টাগ্রাম-রেডি ভাইব।

৫. পাফ-স্লিভ ও এলবো-লেংথ ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

দুর্গাপূজা বা বিয়ের সময়ের জন্য অতি মানানসই। করিয়াল বা গরদ শাড়ির সঙ্গে সবুজ বা মেরুন ব্লাউজে মিলবে ভিনটেজ বাঙালি চার্ম। সকালের প্রত্যেক লুকের জন্য এই সাজ মানানসই।

৬. মেটালিক কর্সেট ব্লাউজ

Trendy Designer Blouse Style Durga Puja

আন্তর্জাতিক ফ্যাশনের প্রভাবে এখন কর্সেট ব্লাউজ দারুণ জনপ্রিয়। এক্সক্লুসিভ Jimmy Choo sarees বা ক্রিস্টাল-স্টাডেড লাক্সারি ড্রেপের সঙ্গে মেটালিক কর্সেট ব্লাউজ ক্যারি করতে পড়লেই কেল্লা ফতে। গোল্ড, সিলভার বা রোজ-গোল্ড শেডের কর্সেট ব্লাউজ শাড়িকে দেয় গ্ল্যামারাস ফিউশন টাচ, আবার ধরে রাখে স্ট্রাকচার্ড স্টাইল।

ফ্যাশন টিপস: ব্লাউজ বাছার সময় শাড়ির কাপড়, অনুষ্ঠান এবং আপনার এক্সেসরিজ মিলিয়ে নিন। ট্র্যাডিশনাল শাড়িতে কনট্রাস্টেড ব্লাউজ নিন, আর হাই-ফ্যাশন শাড়িতে রাখুন মেটালিক বা এক্সপেরিমেন্টাল কাট। মনে রাখবেন, কখনো কখনো ব্লাউজই হতে পারে আপনার পুরো লুকের হাইলাইট! তবে গর্জিয়াস ব্লাউজের সঙ্গে কখনোই অতিরিক্ত গয়না বা মেকআপ ব্যবহার করবে না। ব্লাউজ হেভি ডিজাইনার হলে সেটাই সকলের নজর কাড়বে। মিনিমাল কয়েকটি জুয়েলারি পিসেস কিনে রাখুন। যেগুলো শুধু পুজোয় নয়, দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন।

Sahana Chakraborty

সাহানা চক্রবর্তী শিলিগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্ট ২০১৭ সালে জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করি জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশন নিয়ে মাস্টার ডিগ্রি পাশ করে “ফার্স্ট ইন ফার্স্ট ক্লাস” অর্জন করি। বিগত পাঁচ বছর ধরে উত্তরবঙ্গের জনপ্রিয় নিউজপেপারের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি ভালোবাসি খাবার নিয়ে লিখতে, রিসার্চ করতে। খবরে ভীষণ আগ্রহী। সফ্ট কপি লেখার উপর বিশেষ ঝোঁক রয়েছে। ইউনিভার্সিটিতে থাকাকালীন বহু অনুষ্ঠান হোস্টও করেছি, সেই থেকে পথচলা শুরু। লেখালেখি, খবর ঘাঁটাই আমার কাজ। বাকি সময়টুকু কাটাই পরিবারের সঙ্গে। উত্তরবঙ্গে থাকার সুবাদে ঘোরাফেরাও হয় বেশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment