আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Union Bank Assistant Manager Recruitment 2025: ইউনিয়ন ব্যাংক এর পক্ষ থেকে ৫০০টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Published on: May 15, 2025
Union Bank Assistant Manager Recruitment 2025

Union Bank Assistant Manager Recruitment 2025: বহুদিন ধরে চোখে ব্যাংকে চাকরি করার স্বপ্ন, বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তির। এবার ব্যাংকের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। আপনার কঠোর মনোনিবেশ সাফল্য এনে দিতে পারে। আজকের এই বিশেষ চাকরির বিজ্ঞপ্তিটি তাদের জন্য।

নমস্কার সকলকে, আবারো একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে।বিভিন্ন চাকরির আপডেট পেতে সরাসরি আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। দেরি না করে শুরু করা যাক আজকে প্রতিবেদনটি।

বর্তমানে নামকরা একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে এক দারুণ চাকরির বিজ্ঞপ্তিটি। ব্যাংকের চাকরিপ্রার্থীদের জন্য একটি বড় সুযোগ । আজকের এই প্রতিবেদনে এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন দেখা যাক বিস্তারিত। আজকের এই প্রতিবেদনে যেগুলি আলোচনা করব সেগুলি হল -কোন ব্যাংকের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি? আবেদনকারীর বয়সসীমা?শিক্ষাগত যোগ্যতা?কত শূন্য পদ রয়েছে?কিভাবে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন? নির্বাচন পদ্ধতি সহ পুঙ্খানুপুঙ্খ তুলে ধরব এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিবেদনটি শেষ অব্দি পড়ার অনুরোধ রইলো।(Union Bank Assistant Manager Recruitment 2025)

আসুন প্রথমে জেনে নিই কোন সংস্থার পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি? সম্প্রতি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তির কথা ঘোষণা করা হয়েছে

Company NameUnion Bank of India
Position NameAssistant Manager (Credit) and Assistant Manager (IT)
Age Limit20 years to 30 years
Vacancies500
Salary StructureAccording to the company’s rules
Application processOnline
Education QualificationDegree & MBA & IT / Data Science/ MCA
Last date of Applications20 May 2025
Official Websitewww.unionbankofindia.co.in

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মোট ৫০০ টি শূন্য পদে কর্মী নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যার মধ্য ২৫০ জন সহকারী ব্যবস্থাপক বা আ্যসিসটেন্ট ম্যানেজার (ক্রেডিট) ২৫০ টি সহকারী ব্যবস্থাপক বা আ্যসিসটেন্ট ম্যানেজার (আইটি) পদে কর্মী নিয়োগ করতে চলেছে সংস্থা।

এবার আসুন জেনে নেব চাকরিপ্রার্থীদের বয়সসীমা কত হতে হবে? এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ২০ বছর ও সর্বোচ্চ ৩০ বছর অব্দি বয়সে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন এই পদগুলির জন্য।

Union Bank Assistant Manager Notification 2025 – Click Here to Download PDF

এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতায়, সহকারি ব্যবস্থাপক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ক্রেডিট) পদে আবেদনের জন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী ও এমবিএ দিয়ে ডিগ্রী থাকা আবশ্যক। অন্যদিকে সহকারী ব্যাবস্থাপক বা এসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি )পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইটি /ডেটা সাইন্স/ এমসিএ ডিগ্রি থাকা আবশ্যক।(Union Bank Assistant Manager Recruitment 2025)

ইচ্ছুকদের জানিয়ে রাখি আবেদন পদ্ধতি পুরোটাই অনলাইনের মাধ্যমেই হবে।
১.প্রথমে ইউনিয়ন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে।
২.Requirement অপশনে গিয়ে অনলাইনে আবেদন ফরমটির লিংকে ক্লিক করতে হবে
৩.এরপর আপনার সামনে চাকরির অনলাইন আবেদনের ফর্মটি ওপেন হবে
৪.যথাযথ সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করুন, প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
৫.নির্দিষ্ট আবেদন ফি পেমেন্ট করে ফর্মটির সবকিছু আরও একবার যাচাই করে ফর্মটি সামিট অপশনে ক্লিক করুন।

যে নথিপত্রগুলি জমা করতে হবে, সেগুলো হল :
১) বয়সের প্রমাণ (যেমন বার্থ সার্টিফিকেট বা বোর্ড পরীক্ষার এডমিট)
২) শিক্ষাগত এবং পেশাদার যোগ্যতার সার্টিফিকেট
৩) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট
৪) সাম্প্রতিক ২টি পাসপোর্ট আকারের ছবি
৫) একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র (ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্স)

SC/ST/PwBD এর জন্য ১৭৭ টাকা করে আবেদনটি ধার্য করা হয়েছে। বাকিদের কোন ফি দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরো পড়ুন: Union Bank এ ৫০০টি পদে কর্মী নিয়োগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

অনলাইনে লিখিত পরীক্ষা ও গ্রুপ ডিসকাশন এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

আবেদন প্রক্রিয়ার শুরু হয়েছে ৩০/৪/২৫ থেকে চলবে ২০/০৫/২০২৫অবধি।
তাহলে যারা ভাবছেন ব্যাংকে চাকরি করবেন তারা অতি সত্তর আবেদন করে ফেলুন। এই ধরনের আরও চাকরির বিজ্ঞপ্তির আপডেট জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।(Union Bank Assistant Manager Recruitment 2025)

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment