আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Union Bank employee recruitment 2025: Union Bank এ ৫০০টি পদে কর্মী নিয়োগ, রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত

Published on: May 7, 2025
Union Bank employee recruitment 2025

Union Bank employee recruitment 2025: ব্যাংকের চাকরী প্রায় কম বেশি মানুষ বেশ পছন্দ করে, কিন্ত পায় কতজন? দীর্ঘদিন পড়াশোনা দরকার পড়ে, যে কোন ভালো ব্যাংকের চাকরী পাওয়ার জন্য। এরজন্য দরকার হয় সঠিক মনোনিবেশ এবং পড়ার প্রতি লক্ষ্য। আজকে সেই সকল পড়ুয়াদের জন্য আজকের ব্যাংকের চাকরীটি হতে চলেছে।

সবার প্রথমে নমস্কার সকলকে। আমাদের ওয়েবসাইটে নিত্যনতুন প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করি। চাকরির সমহারের খবর থাকে এই ওয়েব সাইটে। তাহলে চলুন বেশি দেরি না করে , শুরু করা যাক আজকের প্রতিবেদনটি।

সম্প্রতি ইউনিয়ন ব্যাংক (Union Bank) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। এই চাকরিতে আবেদন করার দূর্দান্ত সূযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে এই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন, আজকের চাকরীর আপডেটে।
চলুন শুরু করা যাক বিস্তারিত।

এই চাকরির প্রতিবেদন থেকে যেগুলো জানতে পারবেন, সেগুলো হলো – নিয়োগকারী সংস্থার নাম কী? শূন্যপদ কতগুলো রয়েছে? আবেদন প্রক্রিয়া কী ? আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।

এবার বিস্তারিত আলোচনায় আসা যাক।

Union Bank employee recruitment 2025 – Overview

Company NameUNION BANK OF INDIA
Position NameAssistant Manager (Credit)
Assistant Manager (IT)
Age Limit20 years to 30 years
Vacancies500
Remunerationjmgs scale – 1
Application processOnline
Education QualificationIT/Data Science/M.Sc degree
Last date of Applications20 May 2025
Official Websitewww.unionbankofindia.co.in

সংস্থার নাম(Union Bank employee recruitment 2025):

যে নিয়োগকারী সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে তা হলো – ইউনিয়ন ব্যাংক (Union Bank)

শূন্যপদ(Union Bank employee Vacancies 2025):

ইউনিয়ন ব্যাংক (Union Bank) -এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে।

পদের নাম:

ইউনিয়ন ব্যাংক (Union Bank)– এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী ব্যবস্থাপক (Assistant Manager – Credit)– ২৫০ জন ও সহকারী ব্যবস্থাপক (Assistant Manager – IT)– ২৫০ জনকে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Union Bank employee Eligibility Criteria 2025):

ইউনিয়ন ব্যাংক (Union Bank) – এ নিয়োগের নীচে দেওয়া কয়েকটি যোগ্যতা আবশ্যিকভাবে প্রয়োজন। সেগুলি হলো :

১) সহকারী ব্যবস্থাপক (Assistant Manager) – ক্রেডিট (Credit) – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সঙ্গে এমবিএ ডিগ্রি (mba degree).

২) সহকারী ব্যবস্থাপক (Assistant Manager) – আইটি (IT) – যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইটি/ ডেটা সায়েন্স/এমএসসি ডিগ্রি (IT/Data Science/M.Sc degree).

এই চাকরি সম্পর্কিত আরো তথ্য জানার জন্য চোখ রাখুন, আমাদের ওয়েবসাইটে। নিত্য নতুন চাকরী আপডেট নিয়ে আসার সবসময় চেষ্টা করে থাকি, আসুন বাকি তথ্যের দিকে চোখ রাখা যাক।

আরও পড়ুন: শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরে এক্সিকিউটিভ নিয়োগ, প্রতিমাসে বেতন ৪৬,৫০০/-টাকা

বয়সসীমা(Union Bank employee Age Limit 2025):

এই চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২০ বছর এবং প্রার্থীর সর্বোচ্চ ৩০ বছর বয়সী হলে আবেদন করতে পারবেন ইউনিয়ন ব্যাংকের এই নিয়োগে।

বেতন(Union Bank employee Salary 2025):

ইউনিয়ন ব্যাংক (Union Bank)– এ নিয়োগের বিজ্ঞপ্তিতে আকর্ষণীয় বেতনের কথা উল্লেখ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা প্রতি মাসে জেএমজিএস পে স্কেল-1 (jmgs scale – 1) অনুযায়ী বেতন পাবেন। তাছাড়া ব্যাংকের তরফে অতিরিক্ত ভাতা এবং নির্দিষ্ট অ্যালাওএন্স দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন, নতুন কোনো আপডেট এলে তখনই জানতে পারবেন।

কীভাবে আবেদন করবেন(Union Bank employee Application Process 2025):

যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তারজন্য প্রার্থীদের নিচে দেওয়া কয়েকটি নির্দেশাবলী ফলো করতে হবে।

প্রথমে ইউনিয়ন ব্যাংকের (Union Bank) অফিসিয়াল ওয়েবসাইট (Official Website) খুলুন। এরপর রিক্রুইমেন্ট (Recruitment) বিভাগে গিয়ে অনলাইন (Online) আবেদন লিংকটি প্রেস করুন। তারপর সেই অনলাইন আবেদন ফর্মটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং সঙ্গে দরকারি ডকুমেন্টগুলি (Document) স্ক্যান (Scan) করে আপলোড করুন। এরপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি প্রদান করুন। তারপর সর্বশেষে সাবমিট অপশনে (Submit Option) গিয়ে আবেদন ফর্মটি জমা করুন।

ইউনিয়ন ব্যাংকের এই নিয়োগের জন্য আবেদন ফি (Application Fees) জমা দিতে হবে প্রার্থীদের জন্য। SC/ST/PwBD ক্যাটাগরি প্রার্থীদের জন্য – ১৭৭/- টাকা (177/-) এবং বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১১৮০ টাকা (1180/-) আবেদন ফি রয়েছে।

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(Union Bank employee Selection Process 2025):

এখানে আবেদনকারীদের মধ্যে যোগ্য প্রার্থীদের ডাকা হবে। একটি লিখিত পরীক্ষা এবং/অথবা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পরে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার (Personal Interview) হবে। এরপর ফাইনাল সিলেকশনের জন্য গ্রুপ ডিসকাশন (Group Discussion) আয়োজন করা হবে। এরপর প্রার্থীদের বেছে নেওয়া হবে। দু’বছরের জন্য প্রার্থীরা কনট্রাক্ট পিরিয়ডে (Contract Period) থাকবেন।

আবেদন করার কবে শেষ তারিখ(Last date of Applications):

আপনাদের জানিয়ে রাখি, আবেদন করার শেষ তারিখ হলো ২০ মে ২০২৫। এদিনের মধ্যেই আবেদন ফিস জমা করতে হবে।

নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।

এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।

What qualifications are required for this job?

  • The candidates must have passed Msc degree or MBA degree from recognized board and university.

Can a 12th pass get a job?

  • No, A 12th pass student can’t get this job.

What is the salary of Assistant Manager?

  • According to the published notification, selected Assistant Managers will receive a handsome salary relevant to JMGS scale 1. Other extra allowances will be provided. This will be the fixed salary for the entire two-year contract period, during which the assistant managers will be under a probationary period.

In which state is the vacancy?

  • This vacancy is based in Pan India. With the Head office set in Mumbai, candidates can apply according to their preferred location.

How to apply for this job?

  • The application process is purely online. You need to visit the official website : https://www.unionbankofindia.co.in/en/common/recruitment , and fill out the form there. Follow the instructions very carefully, pay the admission fees and then your application process is complete.

Is this job process online?

  • Yes. The job process is completely Online. You may check the official notification for additional information.

Can freshers apply for this job?

  • Yes, freshers can apply for this job. However, preference will be given to those who have prior experience.

Can women apply for this job?

  • Yes, both men and women can apply for this particular job.

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

আজকের মতন এই টুকুই , দেখা হচ্ছে অন্য কোন চাকরির প্রতিবেদনে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, প্রতিবেদনের পাশাপাশি বিজ্ঞপ্তি ফলো করতে ভুলবেন না। আবারো হাজির হবো, নিত্যনতুন সংহার নিয়ে। চলুন , আজকের মতন বিদায়।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment