আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

UP incident 2025 : Delhi Police এর উপর একদল জনতার হামলা, ১২ জনের বিরুদ্ধে মামলা

Published on: July 17, 2025
UP incident 2025

উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে প্রকাশ্যে এলো এক ঘটনা (UP incident 2025)। বুধবার বুলন্দশহরের (Bulandshahr’s) মাধবগড় গ্রামে দিল্লি পুলিশের একটি দলের ওপর একদল জনতা হামলা চালিয়ে জালিয়াতির মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশি হেফাজত থেকে মুক্ত করে। এরপর পুলিশ কমপক্ষে ১২ জনকে গ্রেপ্তার করেছে। চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ ঘটনাটি সম্পর্কে বিস্তারিত।

কী ঘটেছে?

গত মঙ্গলবার, দিল্লির হাউজ খাস থানার একটি দল, যেখানে ছিলেন হেড কনস্টেবল কুলদীপ সিং এবং হরিকেশ মীনা, জালিয়াতির মামলায় অভিযুক্ত সুবোধকে গ্রেপ্তার করতে উত্তরপ্রদেশে গেছিলেন, যাকে দিল্লির একটি আদালত ‘পলাতক’ ঘোষণা করেছে। দিল্লি পুলিশ (Delhi Police) যখন সুবোধকে গ্রেপ্তার করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সুবোধের আত্মীয়স্বজন এবং আরো কয়েকজন গ্রামবাসী, পুলিশ অফিসারদের উপর আক্রমণ করে। এরপর সুবোধকে পুলিশি হেফাজত থেকে মুক্ত করতে সক্ষম হয়।(UP incident 2025)

আরও পড়ুন: এবার অ্যামাজন, ফিল্পকার্ট এর মতন বড় অনলাইন মার্কেটকে রিলায়েন্স এবং জিওর ট্রেড মার্ক অপসারণ এর জন্য নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট

গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সায়না সার্কেলের আওতাধীন পুলিশ স্টেশন থেকে আরো বাহিনী মোতায়েন করা হয়। তবে, জনতা সুবোধকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। বর্তমানে, আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলার চালানোর অভিযোগে সুবোধ এবং আরো ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে খানপুর পুলিশ। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ এখন অভিযান চালাচ্ছে।

হেড কনস্টেবল কী বললেন?

হেড কনস্টেবল কুলদীপ সিং বলেন, “একটি বেসরকারি কোম্পানীর সঙ্গে জড়িত একটি জালিয়াতির মামলায় সুবোধ যুক্ত ছিল। তাকে পলাতক ঘোষণা করার পর তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। দিল্লি পুলিশের দলের সঙ্গে খানপুর থানার স্থানীয় পুলিশের একটি দলও ছিল।”

সায়ানা সার্কেল অফিসার এর বক্তব্য

সায়ানা সার্কেল অফিসার প্রখর পান্ডে বলেন যে, “দিল্লি পুলিশের অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের উপর আক্রমণ এবং অভিযুক্তকে পুলিশি হেফাজত থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে।”

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment