আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

UPSC Civil Service Exam 2025: প্রিলিমসের পরেই প্রকাশ পাবে প্রফেশনাল আনসার কি

Published on: October 7, 2025
UPSC Civil Service Exam 2025

UPSC Civil Service Exam 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অবশেষে সিভিল সার্ভিস পরীক্ষার কাঠামোতে বড় পরিবর্তনের ঘোষণা দিল। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, আগামীতে এই সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার পরে ‘প্রফেশনাল আনসার কি’প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশ এর আগেই সেই উত্তর যাচাই করে নিজেদের আপত্তি জানাতে পারবেন। এই পদক্ষেপকে দেশের অন্যতম প্রতিযোগিতা মূলক পরীক্ষার ক্ষেত্রে স্বচ্ছতার দিক থেকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

হিমাংশু কুমারের দায়ের করা একটি পিটিশন এর ভিত্তিতেই এই বিষয়ে শুনানি চলছিল। সিনিয়র অ্যাডভোকেট দেবদত্ত কামাত, রাজেশ জি ইনামদার, শশ্বত আনন্দ এই মামলায় পরীক্ষার্থীদের পক্ষ থেকে সওয়াল করেন। তাদের যুক্তি ছিল, এতদিন পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষার কোন আনসার কি প্রকাশ করা হতো না। ফলে কোন ভুল উত্তরের কারণে প্রার্থীরা মেইন পরীক্ষায় বসার সুযোগ হারালে, তা নিয়ে আর আপত্তি জানানো যেত না। এই অভিযোগ থেকে আদালতের দ্বারস্থ হন তারা।

বিচারপতি পি.এস নরসিমার নেত ইত্যাদি ডিভিশন বেঞ্চে UPSC তাদের হলফনামায় জানায়, ভবিষ্যতে প্রিলিমস পরীক্ষার পরেই প্রভিশনাল আনসার কি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোন উত্তর নিয়ে আপত্তি জানাতে পারবেন। সেই আপত্তি গুলি বিশেষজ্ঞদের একটি দল পর্যালোচনা করবে এবং পরে প্রকাশ করা হবে ফাইনাল আনসার কি। কমিশন জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য পরীক্ষা প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করা।

তবে আবেদনকারী আইনজীবীর দাবি করেছেন, ২০২৫ সালের মে মাসে অনুষ্ঠিত সিভিল সার্ভিস প্রিলিমিন্স পরীক্ষার ক্ষেত্রে কিভাবে এই নিয়ম কার্যকর হবে, তা নিয়ে এখনো স্পষ্ট নির্দেশ নেই। ওই পরীক্ষায় কোন ‘প্রভিশনাল কি’ সরবরাহ করা হয়নি, যার ফলে বর্তমান পরীক্ষার্থীরা পুনর্মূল্যায়ন সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে তাদের বক্তব্য।

উল্লেখযোগ্যভাবে প্রথমে UPSC এই প্রস্তাবে রাজি ছিল না। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রিলিমস পরে প্রভিশনাল ‘অ্যানসার কি’ প্রকাশ করা হলে তা হতে পারে। এতে রেজাল্ট প্রকাশে বিলম্ব ঘটবে এবং প্রশাসনিক জটিলতা বাড়বে বলে তাদের দাবি ছিল। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও পরামর্শ উপর অবশেষে কমিশনে প্রস্তাব গ্রহণ করতে বাধ্য হয়।

আদালতের নির্দেশে প্রবীণ আইনজীবী জয়দীপ গুপ্ত, এই মামলায় আদালত বান্ধবী হিসেবে নিযুক্ত করা হয়। তার সহযোগী হিসেবে ছিলেন আইনজীবী প্রাঞ্জল কিশোর। তারা পরামর্শ দেন, প্রিলিমিনারি পরীক্ষা শেষ হওয়ার একদিন পরেই প্রভিশনাল আনসার কি প্রকাশ করা উচিত, যাতে পরীক্ষার্থীরা রেজাল্ট প্রকাশের আগে নিজেদের আপত্তি জানাতে পারে।

আরও পড়ুন: দার্জিলিংয়ে টানা বৃষ্টিতে ভয়াবহ ধস, বন্ধ পর্যটন কেন্দ্র ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

UPSC এর এই সিদ্ধান্ত দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন ঘটলো। বহু পরীক্ষার্থী ও শিক্ষক মহল জানিয়েছে, প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া না হওয়ার বিষয়টি অনেকাংশে নির্ভর করে আনসার কি সঠিকতার ওপর। ফলে এখন থেকে কোন ভুল উত্তর থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে যা পরীক্ষার্থীদের প্রতি ন্যায্য আচরণের পথ প্রশস্ত করবে।।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ UPSC পরীক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক পরিবর্তন। এতে শুধু স্বচ্ছতাই বাড়বে না, পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও বহুগুণ বৃদ্ধি পাবে। ভবিষ্যতে মেইন ও ইন্টারভিউ স্তরেও অনুরূপ স্বচ্ছতা আনার দাবি তুলছেন পরীক্ষার্থীরা।

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে UPSC পরীক্ষার কাঠামোয় আসছে ঐতিহাসিক সংস্কার। প্রিলিমস এর পরেই প্রকাশ পাবে প্রভিশনাল আনসার কি, আর তাতে আপত্তি জানাতে পারবেন দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment