আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

US Visa Rule Changes 2025: ভারতীয় শিক্ষার্থীদের বড় ধাক্কা পিএইচডি গবেষকদের সামনে অনিশ্চয়তা

Published on: August 29, 2025
US Visa Rule Changes 2025

US Visa Rule Changes 2025: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, গবেষক, সাংস্কৃতিক বিনিময়ে কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসার মেয়াদ কঠোরভাবে নতুন প্রস্তাব ঘোষণা করেছে। এই প্রস্তাব কার্যকর হলে হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী ও গবেষক প্রত্যক্ষ প্রভাবের মুখোমুখি হবেন।

নতুন প্রস্তাবিত নিয়ম

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্স প্রশাসন এফ(F) ও জে(J) ভিসার ক্ষেত্রে মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করতে চাইছে। এতদিন পর্যন্ত এই ভিসা গুলি শিক্ষার্থী বা বিনিময় কর্মসূচির সম্পূর্ণ সময়কালের জন্য বৈধ থাকত। প্রস্তাব অনুযায়ী-

  • শিক্ষার্থীদের জন্য F ভিসা: সর্বোচ্চ চার বছর
  • সাংস্কৃতিক ও গবেষণা বিনিময়ের জন্য J ভিসা: সর্বোচ্চ চার বছরের জন্য
  • বিদেশি সাংবাদিকদের I ভিসা: ভারতীয় সাংবাদিকদের জন্য ২৪০ দিন, চীনা ও হংকং পাসপোর্ট ধারীদের জন্য মাত্র ৯০ দিন।

তবে মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা যাবে যদিও তার স্বয়ংক্রিয় নয়। আবেদন করতে গেলে করা যাচাই-বাছাই কাগজপত্র এবং সম্ভাব্য অস্বীকৃতির ঝুঁকি থেকে যাবে।

ভারতীয় শিক্ষার্থীদের প্রভাব

২০২৪ সালের হিসেব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১.৬ মিলিয়ান আন্তর্জাতিক শিক্ষার্থী F ভিসায় পড়াশোনা করছিলেন এর মধ্যে বড় অংশই ভারতীয় বেশিরভাগ শিক্ষার্থীর স্নাতক ৪ বছর বা স্নাতকোত্তর ১-২বছর ডিগ্রী অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ফলে নতুন চার বছরের সীমা তাদের প্রাথমিক পড়াশোনার ক্ষেত্রে তেমন সমস্যার সৃষ্টি করবে না(US Visa Rule Changes 2025)।

কিন্তু সমস্যা হবে তাদের জন্য যারা পড়াশোনায় বিলম্বের কারণে অতিরিক্ত সময় চান। উদাহরণস্বরূপ কোন কোর্সে ব্যর্থ হওয়া, গবেষণায় দেরি হওয়া বা থিসিসের জন্য এক্সটেনশন লাগলে এখন শিক্ষার্থীদের আলাদা করেই ভিসা বাড়ানোর আবেদন করতে হবে। এতে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

আরও পড়ুন: মার্কিন শুল্কে চাপ, কিন্তু আত্মসমর্পণ নয়, বার্তা প্রধানমন্ত্রী

পি এইচ ডি গবেষকদের জন্য বাড়তি সমস্যা

সবচেয়ে বড় ঢাকা আসতে পারে ভারতীয় পি এইচ ডি গবেষকদের জন্য সাধারণত পিএইচডি সম্পন্ন করতে পাঁচ থেকে সাত বছর সময় লাগে। নতুন নিয়ম কার্যকর হলে চার বছরের শেষে তাদের বাধ্যতামূলকভাবে ভিসা এক্সটেনশন আবেদন করতে হবে। এক্সটেনশন অনুমোদনের প্রক্রিয়া কঠিন ও অনিশ্চিত হওয়ায় গবেষণার মাঝপথে বড় জটিলতা দেখা দিতে পারে। এতে ভারতীয় গবেষকদের যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষার পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা বাড়বে(US Visa Rule Changes 2025)।

ভারতীয় সাংবাদিকদের ওপর প্রভাব

নতুন নিয়ম বিদেশে নিযুক্ত ভারতীয় সাংবাদিকদের জন্য ও সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আই ভিসা মেয়াদ ভারতীয় সাংবাদিকদের জন্য ২৪০ দিন নির্ধারিত করা হয়েছে। অর্থাৎ পতি আট মাস অন্তর তাদের নতুন ভিসার জন্য আবেদন করতে হবে এতে কাদের পাশাপাশি প্রশাসনিক জটিলতা বাড়বে। তুলনাই চীন ও হংকং এর সাংবাদিকদের জন্য সীমা আরো কঠিন মাত্র ৯০ দিন।

তরুণ গবেষক ডাক্তার ও ইন্টার্নদের সমস্যা

ভারত থেকে প্রতি বছর বহু তরুণ গবেষক ডাক্তার ও ইন্টার্ন মার্কিন যুক্তরাষ্ট্রের যান বিভিন্ন বিনিময় কর্মসূচির মাধ্যমে। এরা অধিকাংশই জে (J) বিশাল ভ্রমণ করেন। নতুন নিয়মে এই ভিসার মেয়াদ ও চার বছর নির্ধারণ করা হচ্ছে। দীর্ঘমেয়াদি বিনিময় কর্মসূচি বা মেডিকেল গবেষণার ক্ষেত্রে এটির ফলে বারবার এক্সটেনশনের আবেদন করতে হবে। এতে প্রশাসনিক চাপ এবং অনিশ্চয়তা তৈরি হবে।

ট্রাম্প প্রশাসনের অবস্থান

মার্কিন প্রশাসনের দাবি এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো ভিসাধারীদের অবস্থানকালে তাদের ওপর আরো কার্যকরী নজরদারি রাখা। ফ্রম ক্ষমতা গ্রহণের পর থেকেই বৈধ অভিবাসনের উপর কঠোর নিয়ম চালু করেছেন। নতুন ভিসা পরিকল্পনা সেই নীতির সম্প্রসারণ।

এই প্রস্তাব কার্যকর হলে ভারতীয় শিক্ষার্থী গবেষক সাংবাদিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ ও পড়াশোনার পরিবেশ জটিল হয়ে উঠবে বিশেষ করে দীর্ঘমেয়াদী গবেষণা ও পিএইচডি প্রোগ্রামে যুক্ত শিক্ষার্থীদের জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। এখন অপেক্ষা এই প্রস্তাব কবে চূড়ান্ত রূপ নেয় এবং কতটা কঠোরভাবে তা বাস্তবায়িত হয়।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment