Vande Bharat Express: বৃষ্টির জলে থমকে বন্দে ভারত এক্সপ্রেস! ৭ ঘন্টা দাঁড়িয়ে দুর্ভোগে যাত্রীরা ভারতের অন্যতম আধুনিক ও দ্রুত গতি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস হঠাৎই মাঝপথে থমকে গেল। দীর্ঘ ৭ ঘন্টা ধরে এক জায়গায় দাঁড়িয়ে রইল এই সেমি হাই স্পিড ট্রেন। যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ ও ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনা ঘটে উড়িষ্যার কেউনঝড় জেলার গুহালিবিধি স্টেশনের সামনে। ট্রেনটি টাটানগর থেকে ব্রহ্মপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ঘটে এই বিপর্যয়। (Vande Bharat Express)
সন্ধ্যা সাতটা নাগাদ ট্রেনটি হঠাৎই দাঁড়িয়ে পড়ে গুহালিদিধি স্টেশনের কাছাকাছি এলাকায়। প্রথমে, কোন কারণ বোঝা না গেলেও পরে জানা যায় প্রবল বর্ষণের ফলে রেলট্র্যাক সম্পূর্ণ জলে ডুবে গিয়েছে। ট্র্যাকের ওপর প্রায় তিন ফুট জল জমে যায়,ফলে ট্রেনের চাকার অর্ধেক তাতে জলের নিচে চলে যায়। এই অবস্থায় ট্রেন চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং যাত্রীদের নিরাপত্তা স্বার্থে ট্রেনটি সেখানেই থামিয়ে দেওয়া হয়।
যাত্রীরা জানান হঠাৎ করে ট্রেন থেমে যাওয়াই প্রথমে ভয় পেয়ে যান অনেকেই।কেউ ভেবেছিলেন যান্ত্রিক ত্রুটি হয়েছে কিন্তু পরবর্তীতে ট্রেনের মধ্য ঘোষণা করে জানানো হয়, ভারী বৃষ্টিপাতের কারণে রেলপথ ডুবে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হয় তারা যেন শান্ত থাকেন এবং রেল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে আশ্বস্ত করা হয়।
আরও পড়ুন: এবার আলঝাইমার রোগ নিয়ন্ত্রণের উপায় খুঁজে পেলেন ভারতীয় বিজ্ঞানীরা, জানুন বিস্তারে
এই অবস্থায় যাত্রীরা ট্রেনের মধ্যে দীর্ঘ সাত ঘন্টা কাটাতে বাধ্য হন। খাবার ও পানীয় জল নিয়েও কিছুটা সমস্যা হয়, তবে যাত্রীদের মধ্যে অসুস্থতার কোন খবর পাওয়া যায়নি। প্রত্যেকেই ট্রেনের মধ্যে অপেক্ষা করতে থাকেন পরিস্থিতি উন্নতির জন্য। শেষ পর্যন্ত মধ্য রাতের দিকে বৃষ্টি তোড় কিছুটা কমলে এবং রেল লাইনের জমে থাকা জল সরে গেলে ট্রেনটি ধীরে ধীরে পুনরায় চলতে শুরু করে।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ধরনের পরিস্থিতি একান্তই প্রাকৃতিক দুর্যোগের ফল ।যাত্রীদের নিরাপত্তাই ছিল তাদের প্রধান বিবেচ্য বিষয়। এই কারণে ট্রেনটি যতক্ষণ না পর্যন্ত নিরাপদ পরিবেশ হচ্ছে ততক্ষণ চালানো হয়নি।
উল্লেখ্য উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের আকাশে ইতিমধ্যে ঘন কালো মেঘ জমেছে। উড়িশার একাধিক জেলায় আবহাওয়া দপ্তর লাল সর্তকতা জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে আরো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এমন অবস্থায় রেল পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে আরো কয়েকদিন যাত্রীদের সতর্ক ও সচেতন থাকতে অনুরোধ জানানো হয়েছে। বন্দে ভারত এক্সপ্রেস এর মত গুরুত্বপূর্ণ ট্রেনও যে প্রাকৃতিক দুর্যোগের সামনে থমকে যেতে পারে এই ঘটনায় তারই প্রমাণ ।যাত্রীদের নিরাপত্তার জন্য ভবিষ্যতে আরো উন্নত প্রযুক্তি ও প্রস্তুতির প্রয়োজনীয়তা আবারও সামনে এলো।