আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

WB Asha Karmi Recruitment 2025: আশা কর্মী নিয়োগ করছে বীরভূম জেলা, মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন

Published on: April 30, 2025
WB Asha Karmi Recruitment 2025

WB Asha Karmi Recruitment 2025: ভারতীয়দের (Indian’s) লক্ষ্য থাকে, ভালো চাকরি খোঁজার। কিন্ত কোন দিকে গেলে সে চাকরির খোঁজ পাবে, সেটা নির্ধারণ করতে পারে না। তাই অর্থ দিয়েও চাকরী নিলেও সে চাকরির কোন গ্যারেন্টি (Guarantee ) থাকে কিনা সেটাও কেও বলতে পারে না! সেই কারণে আমাদের ওয়েবসাইটে (Website) বিনা মূল্যে চাকরির ব্যাপারে (Free Cost of job update) প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়ে থাকে। এবার জেনে নিন , নতুন বিজ্ঞপ্তি কোন চাকরির পদ অনুযায়ী বের হয়েছে।

সম্প্রতি বীরভূম জেলায় গ্রামীণ স্বাস্থ্য মিশন (Birbhum district) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। এই চাকরিতে আবেদন করার দূর্দান্ত সূযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে এই চাকরির বিস্তারিত আপডেট নিয়ে চলে আসলাম। তাই দেরি না করে চোখ রাখুন, আজকের চাকরীর আপডেটে।
চলুন শুরু করা যাক বিস্তারিত।

নমস্কার, সকলকে প্রথমে। আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিত্য নতুন আপডেট দেওয়া হয়ে থাকে। বর্তমানে, যে হারে বেকারত্বের পরিমাণ বাড়ছে, সে অনুযায়ী রাজ্যে চাকরির পরিমাণ থাকে। এতে মানুষের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করি, নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। তাই আপনাদের কাছে অনুরোধ রইলো , আপনারা পাশে থেকে আমাদের কাজে সাহায্য করার। আর যাদের সত্যি চাকরির প্রয়োজন, তাঁদেরকে শেয়ার করার। চলুন প্রথমে সংক্ষিপ্ত রূপে দেখে নিন।

এই চাকরির প্রতিবেদন থেকে যেগুলো জানতে পারবেন, সেগুলো হলো – নিয়োগকারী সংস্থার নাম কী? শূন্যপদ কতগুলো রয়েছে? আবেদন প্রক্রিয়া কী ? আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়।

এবার বিস্তারিত আলোচনায় আসা যাক।

WB Asha Karmi Recruitment 2025 – Overview

Company NameGOVERNMENT OF WEST BENGAL
OFFICE OF THE SUB-DIVISIONAL OFFICER
BOLPUR, BIRBHUM
Position NameAsha Karmi
Age Limit22 years to 40 years
Vacancies32
RemunerationFollow Notification
Application processOffline
Last date of Applications20 May 2025
Official Websitewww.birbhum.gov.in

সংস্থার নাম(WB Asha Karmi Recruitment 2025):

যে নিয়োগকারী সংস্থার তরফ থেকে নিয়োগ করা হবে তা হলো – রাজ্য সরকারের গ্রামীণ স্বাস্থ্য মিশন।

শূন্যপদ(WB Asha Karmi Vacancies 2025):

বীরভূম জেলায় গ্রামীণ স্বাস্থ্য মিশনে নিয়োগের জন্য রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩২টি শূন্যপদ রয়েছে। ব্লকভিত্তিক শূন্যপদের সংখ্যাগুলো দেওয়া রইল :
১) বোলপুর শ্রীনিকেতন ব্লক : ১০
২) নানুর ব্লক : ৬
৩) লাভপুর ব্লক : ১১
৪) ইলামবাজার ব্লক : ৫

পদের নাম:

বীরভূম জেলায় গ্রামীণ স্বাস্থ্য মিশনে নিয়োগের জন্য রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৩২ জন আশা কর্মী নিয়োগ করা হবে।(WB Asha Karmi Recruitment 2025)

শিক্ষাগত যোগ্যতা(WB Asha Karmi Eligibility Criteria 2025):

বীরভূম জেলায় গ্রামীণ স্বাস্থ্য মিশনে নিয়োগের জন্য নীচে দেওয়া কয়েকটি যোগ্যতা আবশ্যিকভাবে প্রয়োজন। সেগুলি হলো :

১) এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে।
২) এছাড়াও মাধ্যমিকের সমতুল্য পরীক্ষায় পাশ করলেও আপনারা এখানে আবেদন জানাতে পারবেন।
৩) অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরিপ্রার্থীরা মাধ্যমিক পরীক্ষায় বসলেই এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকে অনুত্তীর্ণ মহিলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের যোগ্য।
৪) এর পাশাপাশি উচ্চতর যোগ্যতাতেও চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন, কিন্তু সে ক্ষেত্রে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।
৫) গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা, প্রশিক্ষণপ্রাপ্ত দাই অথবা নির্দিষ্ট এলাকার তপশিলি জাতি বা উপজাতির অংশ হয়ে থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬) এই পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে। এক্ষেত্রে বিবাহিতা/বিধবা/বিবাহবিচ্ছিন্না সকল মহিলারাই আবেদন করতে পারবেন।
এই চাকরি সম্পর্কিত আরো তথ্য জানার জন্য চোখ রাখুন, আমাদের ওয়েবসাইটে। নিত্য নতুন চাকরী আপডেট নিয়ে আসার সবসময় চেষ্টা করে থাকি, আসুন বাকি তথ্যের দিকে চোখ রাখা যাক।

আরও পড়ুন: ম্যানেজার পদে কর্মী নিয়োগ করছে দামোদর ভ্যালি কর্পোরেশন, প্রতিমাসে বেতন ১,২৩,১০০/- টাকা

বয়সসীমা(WB Asha Karmi Age Limit 2025):

এই চাকরির জন্য আবেদন কারীর বয়স হতে হবে, বোলপুর এলাকার বিভিন্ন গ্রামে আশা কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য চাকরিপ্রার্থীকে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। কিন্তু চাকরিপ্রার্থী তপশিলি জাতি ও উপজাতির সদস্যা হলে ন্যূনতম ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন।

বেতন(WB Asha Karmi Salary 2025):

বোলপুর এলাকার বিভিন্ন গ্রামে আশা কর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বেতনের কথা উল্লেখ করা নেই। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নজর রাখুন, নতুন কোনো আপডেট এলে তখনই জানতে পারবেন।(WB Asha Karmi Recruitment 2025)

WB Asha Karmi Notification 2025 – Here to Download PDF

কীভাবে আবেদন করবেন(WB Asha Karmi Application Process 2025):

নীচে উল্লেখ করা সমস্ত নথিপত্র সহ ইচ্ছুক চাকরি প্রার্থীদের আবেদন পত্রের সঙ্গে বোলপুরের নির্দিষ্ট ঠিকানায় ২০/০৫/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। যেগুলো জমা করতে হবে, সেগুলো হল :
১) জন্ম তারিখের সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড (Birth Certificate or Madhyamik Admit Card)
২) ভোটার কার্ড এবং রেশন কার্ড (Voter Card and Ration Card)
৩) কাস্ট সার্টিফিকেট (Caste Certificate)
৪) মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট (Madhyamik Marksheet)
৫) আবেদনকারীর সম্প্রতিক রঙিন ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (Passport Size Photograph)
৬) আবেদনকারীর নাম এবং ২২ টাকার টিকিট সহ ডাকযোগে নিজের সম্পূর্ণ ঠিকানা উল্লেখিত খাম।

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে(WB Asha Karmi Selection Process 2025):

এই চাকরির জন্য কোনো লিখিত পরীক্ষা (কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা ) দিতে হবে না। শুধুমাত্র সরাসরি ইন্টারভিউ (interview) এর মাধ্যমেই প্রার্থীদের বেছে নেওয়া হবে।(WB Asha Karmi Recruitment 2025)

Our Facebook Group LinkClick here
Our Facebook Page LinkClick here

আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):

আপনাদের জানিয়ে রাখি, আবেদন করার শেষ তারিখ হলো ২০ মে ২০২৫।

নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।
এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।(WB Asha Karmi Recruitment 2025)

FAQ about WB Asha Karmi Recruitment 2025

What qualifications are required for this job?

  • Must have appeared Madhyamik/matriculation from a recognized board. Madhyamik candidates who have failed can also apply. Candidates with Higher qualifications can apply too but the recruitment will be on the basis of Madhyamik marks.

Can a 12th pass get a job?

  • Yes, A 12th pass student can get this job.

What is the salary of Asha Karmi?

  • The notification does not provide any specific information regarding the salary for the Asha karmi position for this job. However, keep an eye on the official website to receive new updates as soon as they publish.

In which state is the vacancy?

  • This vacancy is in West Bengal.

How to apply for this job?

  • You have to take all your identity proof, educational certificates and other details and submit it in the office. No online applications will be entertained. You can get the address in official notification that is published by the government of West Bengal.

Is this job process online?

  • No. The job process is completely offline. However, you may check the official notification for additional information.

Can freshers apply for this job?

  • Yes, freshers can apply for this job. However, preference will be given to those who have prior experience.

Can women apply for this job?

  • Yes, only women can apply for this particular job.

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। নতুন নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়ে থাকি। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

আজকের মতন এই টুকুই , দেখা হচ্ছে অন্য কোন চাকরির প্রতিবেদনে। ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, প্রতিবেদনের পাশাপাশি বিজ্ঞপ্তি ফলো করতে ভুলবেন না। আবারো হাজির হবো, নিত্যনতুন সংহার নিয়ে। চলুন , আজকের মতন বিদায়।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment