WB Health Workers Recruitment 2025: রাজ্যের স্বাস্থ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, যোগ্যতা মাধ্যমিক পাশ

By Taaza Somoy

Updated On:

Follow Us
WB Health Workers Recruitment 2025

WB Health Workers Recruitment 2025: চাকরী প্রার্থীদের জন্য খুশির খবর এসে গেল নতুন বছরে। যারা ভালো চাকরী (Job ) পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে যাচ্ছেন, তাঁদের জন্য নতুন সূযোগ এসে গেল ২০২৫ সালে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে আপনাদের জানাবো, যে সম্প্রতি বিজ্ঞপ্তিটিতে কী খবর প্রকাশিত হয়েছে।তাই দেরি না করে প্রতিবেদনে চোখ রাখার অনুরোধ রইলো।

নতুন বছরে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে (West Bengal Health Department) চাকরির বিজ্ঞপ্তি বেরলো। জেলা ভিত্তিক পৌরসভার অফিসের অধীনে নিয়োগ করা হবে। যারা বেশি দূর পড়াশুনা করতে পারেননি। চাকরী পাবেন না বলে হাল ছেড়ে দিয়েছিলেন, তাঁদের জন্য বেশ ভালো খবর। আজকের প্রতিবেদনে কী কী বিষয়অন্তর্ভুক্ত তা সংক্ষেপে দেখে নিন।

প্রথমেই জানাই – নমস্কার , যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে (Website ) জুড়ে থাকার আমন্ত্রণ রইলো। ওয়েব সাইটে প্রতিনিয়ত চাকরীর আপডেট (Job Update) তুলে ধরার চেষ্টা করি। তাই ফলো করে রাখুন, সুবিধার্থে।

যে পদে নিয়োগ করা হবে , তা হবে পশ্চিমবঙ্গের হেলথ ডিপার্টমেন্টে অর্থাৎ স্বাস্থ্যকর্মী হিসেবে। যাকে শর্ট ফর্মে বলা হয়ে থাকে HHW. কমপক্ষে মাধ্যমিক পাশ থাকলেই আবেদন করার সূযোগ পাবেন। তবে আপনার সামাজিক সেবা প্রদানের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

সংস্থার নামWB Health Workers Recruitment 2025
পদের নামHonorary Health Worker (HHW)
আবেদন জানানোর শেষদিন31 Jan 2025
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.wbhealth.gov.in/pages/career
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
WB Health Workers Recruitment 2025

বয়সের সীমা :

যে পদে নূন্যতম বয়স হতে হবে ২২। সর্বাধিক হতে পারে ৪০, ৩০ বছর পার হলেও আপনি আরামসে আবেদন করার সূযোগ পাবেন। সংরক্ষিত শ্রেণীর জন্য ছাড় অবশ্যই রয়েছে। বিজ্ঞপ্তিটি তে বয়সের পার্টটা ভালো করে চেক করে নেবেন।

আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য:

আবেদন করা হবে অফলাইনে। আবেদনের শেষ তারিখ সীমাবদ্ধ ৩১ শে জানুয়ারি ২০২৫। এখনো আপনাদের কাছে মাসের অর্ধেকটা সময় পড়ে রয়েছে। অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন পত্র ডাউনলোড করে প্রিন্ট দিয়ে বের করুন। এরপর প্রত্যেকটি ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় নথিপত্র গুলো দিয়ে জেলা ভিত্তিক ঠিকানায় পাঠিয়ে দিন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট এ বিষয়ে জানানো আছে।

কী কী নথিপত্র জমা (Document Submit) দিতে হবে :

প্রার্থীর বয়সের প্রমাণ হিসেবে সার্টিফিকেট – Birth Certificate প্রমাণ,
ID Proof – ভোটার আইডি কার্ড (Voter ID Card) , আধার কার্ড (Aadhar Card), Pan Card etc Xerox অ্যাটাচ করতে হবে। Caste documete – মাধ্যমিকের সার্টিফিকেট

নিয়োগ প্রক্রিয়া:

নিয়োগ করা হবে মাধ্যমিকের নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে মানুষের সেবা প্রদান মনোভাব থাকা আবশ্যক।

তাই আবেদন করার আগে ভালো করে সবকিছু পড়ে তবেই আবেদন করবেন, যাতে পরবর্তীকালে কোন সমস্যায় না পড়তে হয়। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী চাকরীর আপডেটে।

FAQs about WB Health Workers Recruitment 2025

1. What is the focus keyphrase for this recruitment?

Ans: The focus keyphrase is “WB Health Workers Recruitment 2025

2. How many positions are available?

Ans: No mention in the notification.

3. What are the educational qualifications needed?

Ans: You will have the opportunity to apply only if you have passed at least secondary school.

4. When is the last date to apply?

Ans: The last date to submit your application for WB Health Workers Recruitment 2025 is 31 Jan, 2025.

5. Is the application process online or offline?

Ans: The application must be submitted offline.

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment