আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

WB Yuvasree Prakalpa 2025: পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা পাবেন মাসে ১,৫০০ টাকা ভাতা, জেনে নিন আবেদন প্রক্রিয়াও শর্তাবলী

Published on: August 22, 2025
WB Yuvasree prakalpa 2025

WB Yuvasree Prakalpa 2025: পশ্চিমবঙ্গ সরকার সবসময় সাধারণ মানুষের জন্য নানা কল্যাণমূলক প্রকল্প নিয়ে আসে। এর মধ্যে শিক্ষার্থী, প্রবীণ, গৃহিণী থেকে শুরু করে বেকার যুবক-যুবতীরা প্রত্যেকে কোন না কোন ভাবে উপকৃত হন। এই তালিকায় অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প হল ‘যুবশ্রী’ প্রকল্প তাদের বেকার যুবক যুবতীর আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্প চালু হয়েছে।

প্রকল্পের মূল উদ্দেশ্য

যুবশ্রী প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা মাসের ১,৫০০ টাকা করে ভাতা পান। অর্থাৎ এক বছরে একজন আবেদনকারী মোট ১৮,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পায়। এই অর্থের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা চাকরি প্রস্তুতির কোচিং নিতে পারেন। পেশাগত প্রশিক্ষণে অংশ নিতে পারেন বা স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিতে পারেন। অনেকের ক্ষেত্রে এই ভাতা ন্যূনতম দৈনন্দিন খরচ সামলাতেও সাহায্য করে। (WB Yuvasree prakalpa 2025)

কারা এই ভাতা পাবেন?

  • আবেদনকারী কে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কমপক্ষে মাধ্যমিক পাস থাকতে হবে
  • আবেদনকারীর কাছে আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি পরিচয় পত্র থাকা আবশ্যক
  • নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে
  • এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে
  • যদি না থাকে তবে আবেদন করার আগে সেটি বানাতে হবে।
  • আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এর ডাটা বেসে থাকতে হবে, কিন্তু তিনি চাকরি পাননি এমন ক্ষেত্রে এই ভাতা পাওয়া যাবে।

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পে আবেদন সম্পন্ন অনলাইনে করা যায়। আবেদন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে employmentbankwb.gov.in গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সেখানে লগইন করে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আরও পড়ুন: শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের পাশে মমতা মাসে 5000 টাকা ভাতা ঘোষণা

আবেদনের সময়সীমা

যুবশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কোন নির্দিষ্ট শেষ তারিখ নেই। অর্থাৎ যে কোন সময় বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। বর্তমানে আবেদন প্রক্রিয়া চালু রয়েছে।
প্রকল্পের সুফল

  • মাসিক আর্থিক সহায়তা- প্রতিমাসে ১ ,৫০০ টাকা পেয়ে বেকার যুবক যুবতীরা নিজেদের শিক্ষার উন্নতি বা চাকরির প্রস্তুতিতে কাজে লাগাতে পারেন।
  • চাকরির প্রস্তুতি- এই অর্থ দিয়ে কোচিং নেওয়া বা চাকরির ফর্ম ফিলাপ, পরীক্ষা ফি ইত্যাদি ব্যবহার করা যায়।
  • স্বনির্ভরতার পথে সহায়তা- অনেকেই এই অর্থ দিয়ে ছোটখাটো পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন
  • সামাজিক সুরক্ষা- দীর্ঘদিন বেকার অবস্থায় মানসিক চাপে ভোগা যুবক যুবতীরা অন্তত ন্যূনতম আর্থিক সুরক্ষা পাবেন।

লক্ষীর ভান্ডার বনাম যুবশ্রী

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেমন মহিলারা মাসে এক হাজার থেকে ১,২০০ টাকা পান তেমনিই যুবশ্রী প্রকল্পে বেকার যুবক যুবতীরা মাসে ১,৫০০ টাকা পান। দুটি প্রকল্পের উদ্দেশ্যে আলাদা হলেও দুটোই আর্থিক সহায়তা প্রদান করে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।

রাজ্যের বেকার যুবকদের জন্য কার্যকরী গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই যুবশ্রী অনেকেই চাকরির প্রস্তুতি বা পেশাগত প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে এই অর্থকে কাজে লাগাচ্ছেন। যেহেতু আবেদন প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা নেই, তাই যোগ্য প্রার্থীরা যেকোনো সময় আবেদন করতে পারেন(WB Yuvasree prakalpa 2025)। রাজ্যের বহু বেকার যুবক-যুবতীর কাছে এই ১,৫০০ টাকার মাসিক ভাতা একপ্রকার ভরসার হাতিয়ার হয়ে উঠেছে।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment