WBPDCL Job Recruitment 2025: WBPDCL সংস্থায় ১১৪ টি পদে কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে

By Taaza Somoy

Updated On:

Follow Us
WBPDCL Job Recruitment 2025

WBPDCL Job Recruitment 2025: চাকরী (Job) প্রায় সবাই করতে চায়, কিন্ত কোনটা ভালো হবে, কোনটা ঠিক না, সেদিকে জানা থাকে না অনেকের। এই কারণে মানুষ প্রতারণারও স্বীকার হয়। তাই আমাদের ওয়েবসাইটে (Website) সবসময় বলা থাকে, আপনারা বিজ্ঞপ্তি ভালো ভাবে ফলো রাখবেন, সাথে আমাদের তথ্যগুলোর (Information) দিকে চোখ রাখবেন।চলুন শুরু করা যাক।

এবার ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- West Bengal Power Development Corporation Limited (WBPDCL) নিয়ে এসেছে এমনই এক সোনালি সুযোগ। ভালো বেতন সহ ভালো পদে নিযুক্ত হওয়ার দুর্দান্ত সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। আজকে খবরে সেই চাকরির ব্যাপারে জানতে চলেছেন।

DepartmentWBPDCL
State West Bengal

আজকের প্রতিবেদনে কী কী দেখবেন, দেখে নিন সংক্ষিপ্ত ভাবে –

এই চাকরির প্রতিবেদন থেকে যে গুলো জানতে পারবেন, তা হলো – নিয়োগকারী সংস্থার নাম, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, আবেদন পদ্ধতি, আবেদনের যোগ্যতা, আবেদনকারীর বয়স এবং বেতন সংক্রান্ত নানা বিষয়। (WBPDCL Job Recruitment 2025)

• নিয়োগকারী সংস্থা – West Bengal Power Development Corporation Limited.

• বেতন – পদ অনুযায়ী চাকরির টাকা।

চলুন বিস্তারিত ভেবে দেখে নিন

 WBPDCL Job Recruitment 2025 – Overview

Company NameWest Bengal Power Development Corporation Limited(WBPDCL)
Position NameAssociate, Supervisor, Consultant and Others
Age Limit63 years
Vacancies114
Salary StructureRs. 29,000 to Rs. 98,000
Application processOnline
Last date of Applications26 May 2025
Official Websitewww.wbpdcl.co.in

আরও পড়ুন: কর্মী নিয়োগ করছে IDBI Bank, পারিশ্রমিক ১,০০০/-টাকা

সংস্থার নাম(WBPDCL Job Recruitment 2025):

এই চাকরির জন্য নিয়োগ করবে, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- West Bengal Power Development Corporation Limited (WBPDCL)

শূন্যপদ (WBPDCL Vacancies 2025):

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর এই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে মোট ১১৪ জনকে নিয়োগ করা হবে।

পদের নাম:

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এ অ্যাসোসিয়েট (Associate), সুপারভাইজার (Supervisor), কনসালট্যান্ট (Consultant), ম্যাগাজিন ইনচার্জ (Magazine Incharge), এক্সেকিউটিভ (Executive), স্পেশাল অফিসার (Special Officer), মেডিকেল অফিসার (Medical Officer) নিয়োগ করা হবে। (WBPDCL Job Recruitment 2025)

Diamond Harbour Hospital Notification 2025 – Here to Download PDF

শিক্ষাগত যোগ্যতা(WBPDCL Eligibility Criteria 2025):

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড- West Bengal Power Development Corporation Limited (WBPDCL) এর জন্য আবেদন করতে হলে আপনাকে নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:

অ্যাসোসিয়েটস (টেকনিক্যাল পোস্টসমূহ): বিজ্ঞান শাখায় স্নাতক অথবা ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।

সুপারভাইজারস (কয়লা স্যাম্পলিং, ওয়ার্কশপ ইত্যাদি): স্নাতক, উচ্চ মাধ্যমিক অথবা আইটিআই, অভিজ্ঞতার উপর নির্ভর করে।

কনসালট্যান্টস (আইআর, ওয়েলফেয়ার, এইচআর): স্নাতক ডিগ্রি সহ এমবিএ (এইচআর) অথবা পার্সোনেল ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা, এমএসডাব্লিউ, ডিএসডাব্লিউ ইত্যাদি।

ম্যাগাজিন ইন-চার্জ / সহকারী ম্যাগাজিন ইন-চার্জ: যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি ও কম্পিউটার জ্ঞানে দক্ষ।

এক্সিকিউটিভস (সিকিউরিটি): অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার (ডিএসপি বা তার ঊর্ধ্বতন)।

স্পেশাল অফিসার্স (জমি): অবসরপ্রাপ্ত ভূমি অফিসার।

মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সহ এমসিআই এবং পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল রেজিস্ট্রেশন।

১ বছর থেকে শুরু করে ২০ বছরেরও বেশি, পদের উপর নির্ভর করে।
বেশিরভাগ পদের জন্য পাওয়ার প্ল্যান্ট, কয়লা খনি, ইঞ্জিনিয়ারিং শিল্প বা সরকারি ইউটিলিটিগুলিতে অভিজ্ঞতা থাকা আবশ্যক।

কীভাবে আবেদন করবেন(WBPDCL Application Process 2025):

WBPDCL অ্যাসোসিয়েট, সুপারভাইজর এবং অন্যান্য নিয়োগ ২০২৫-এর জন্য আবেদন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

সরকারি ওয়েবসাইটে যান: www.wbpdcl.co.in
“Career” বিভাগে যান এবং ‘APPLY ONLINE’ এ ক্লিক করুন।
সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন, এবং আপনার ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য প্রবেশ করুন।(WBPDCL Job Recruitment 2025)

আপনার নাম যেন শিক্ষাগত সার্টিফিকেটের সঙ্গে মিলে, তা নিশ্চিত করুন।

ভবিষ্যতের জন্য আবেদনপত্রের স্লিপ সংরক্ষণ ও প্রিন্ট করে রাখুন।

বয়সসীমা(WBPDCL Age Limit 2025):

নিয়োগের তারিখ অনুযায়ী আপনার বয়স ৬৩ বছরের বেশি হওয়া চলবে না। এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত আসনের জন্য বিশেষ ছাড় দেওয়া থাকবে।

বেতন(WBPDCL Salary 2025):

মাসিক ৯৪,০০০/- টাকা উচ্চ দায়িত্বসম্পন্ন পদ যেমন এজেন্ট-এর জন্য।

মাসিক ৭৫,০০০/- টাকা কনসালট্যান্ট এবং ভূতত্ত্ববিদদের জন্য।

মাসিক ৬৩,০০০/- থেকে ৪০,০০০/- টাকার মধ্যে সুপারভাইজর, অ্যাসোসিয়েট এবং এক্সিকিউটিভদের জন্য।

মাসিক ২৯,০০০/- টাকা সহকারী ম্যাগাজিন ইন-চার্জ-এর জন্য।

কীভাবে প্রার্থীদের বেছে নেওয়া হবে:

আবেদনের ভিত্তিতে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে এবং এরপর কলকাতায় ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরই ইমেইল অথবা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

আবেদন করার শেষ তারিখ(Last date of Applications):

আবেদনের শেষ তারিখ ২৬ মে ২০২৫।

নজর রাখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাতে কোনও নতুন নোটিফিকেশন (Notification) আপনি মিস না করে যান।(WBPDCL Job Recruitment 2025)

এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং দেখতে থাকুন নতুন নতুন চাকরির আপডেট। মন্তব্য জানাতে ভুলবেন না।

বিঃদ্রঃ এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই। ভালো থাকবেন এবং পাশে থাকতে ভুলবেন না কিন্ত। চোখ রাখুন আগামীতে আসা চাকরির আপডেট গুলো। সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment