West Bengal Ration Card New Update: রেশন কার্ড (Ration Card Status Check) হলো একটি গুরুত্বপূর্ণ নথি, যার মাধ্যমে প্রতিটা মানুষ প্রতি মাসে নির্দিষ্টি পরিমাণে রেশন পেয়ে থাকেন। যদিও অনেকেরই রেশন কার্ডে অনেক সময় অনেক তথ্য ভুল দেওয়া থাকে। কখনো নাম, বাবার নাম, কখনো আবার ঠিকানা, লিঙ্গ, বয়স প্রভৃতি। আর এগুলো সংশোধন করে নেওয়া খুবই প্রয়োজন। যদিও অনেকেই জানেন না যে রেশন কার্ডের ভুল সংশোধন করার পদ্ধতি। অনেকেই ভাবেন যে, ব্লক অফিসে বা খাদ্য দপ্তরের অফিসে গিয়ে রেশন কার্ডের ভুল সংশোধন করতে হবে। তবে, বর্তমানে আর কোথাও গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। আপনি ঘরে বসেই কম্পিউটার বা মোবাইলে বা কিংবা কোনো সাইবার ক্যাফে থেকে অনলাইনে রেশন কার্ড সংশোধন করতে পারবেন। তাও আবার একেবারেই বিনামূল্যে। আপনা দিতে হবে না কোনো টাকা। রিপোর্ট অনুযায়ী, অন্ত্যোদয় অন্ন যোজনার (AAY) আওতায় থাকা বৃহৎ পরিবারগুলোর রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যে পরিবারে ১০ জনের বেশি সদস্য রয়েছে, সেই পরিবারকে অতিরিক্ত চাল ও গম দেওয়ার পরিকল্পনা চলছে। রেশনে স্বচ্ছতা বজায় রাখতে এবং বড় পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে এই উদ্যোগ নেওয়া কথা হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনোপ্রকার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কারা সুবিধা পাবেন?
যে সকল পরিবারে ১০ জনের বেশি সদস্য রয়েছে, তাদের জন্য অতিরিক্ত খাদ্যসামগ্রী দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এক্ষেত্রে অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা পরিবারগুলি মূলত প্রাধান্য পাচ্ছেন, কিন্তু কার্ড বাতিলের সম্ভাবনাও রয়েছে। তবে, ই‑KYC না থাকলেও সেক্ষেত্রে কার্ড নিষ্ক্রিয় বা বাতিল করার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে, যাতে কেউ খাদ্যসাহায্য থেকে বঞ্চিত না হয়।
আবেদন প্রক্রিয়া
রাজ্যের ই-রেশন কার্ড (Digital Ration Card) বা খাদ্যসাথী (Khadyasathi) কার্ড পেতে সরকারি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে বা সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এমনকি কোন ফর্ম কোন ক্ষেত্রে প্রযোজ্য, সেই বিষয়ে সরকারি পোর্টালে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখানে আবেদন অনলাইনে করতে হলে, E‑Citizens Portal-এ গিয়ে “Apply for Ration Card” অপশনে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে OTP ভেরিফাই করে আবেদন ফর্ম পূরণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
আরও পড়ুন: SSC CGL পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি এবং পরীক্ষার দিনের নির্দেশিকা সম্পর্কে জানুন
প্রয়োজনীয় ডকুমেন্ট
১) আধার কার্ড (Aadhaar)
২) আয় প্রত্যয়নপত্র (Income Certificate)
৩) ভোটার আইডি / EPIC বা অন্য কোনো প্রমাণ (যেমন: Passport, Driving License)
৪) পুরনো রেশন কার্ড (যদি বর্তমান কার্ড নবায়ন বা সংশোধনের জন্য প্রযোজ্য হয়)
৫) বাসস্থানের প্রমাণপত্র (যেমন বিদ্যুৎ বিল, ল্যান্ডলাইন বিল ইত্যাদি)
৬) বৈধ মোবাইল নম্বর (অনলাইন আবেদন ও OTP ভেরিফিকেশনের জন্য)
রেশন কার্ডে ভুল সংশোধন করার পদ্ধতি
প্রথমে খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইটে https://food.wb.gov.in/ এ গিয়ে ‘CITIZEN HOME’ মেনুতে ক্লিক করে পরের পেজে ‘Ration card Related Corner’ মেনুকে ক্লিক করে পরবর্তী পেজে ‘Self Service through Aadhaar’ মেনুতে ক্লিক করতে হবে। এরপর পরের পেজে গিয়ে Rectify / Update এর মেনুতে ক্লিক করে পরের পেজে Ration Card No এ ক্লিক করে বক্সে রেশন কার্ড নম্বর দিয়ে Search বাটনটি ক্লিক করতে হবে। নাম, বয়স, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা এই পাঁচটি তথ্যের মধ্যে যেটি যেটি সংশোধন করতে চান তার পাশের চেক বক্সে টিক দিন এবং আধার অনুমোদনের চেক বক্সেও টিক দিয়ে Send OTP তে ক্লিক করতে হবে। এরপর আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ৬ নম্বরের OTP আসবে, যেটি টাইপ করে আধার থেকে আসা তথ্যে ‘Verify and Submit’s এ ক্লিক করতে হবে। নাম, বয়স ও লিঙ্গ সংশোধনের ক্ষেত্রে আধার থেকে আগত তথ্য দেখাবে, যেখানে Yes এ ক্লিক করতে হবে। ঠিকানা সংশোধনের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান করে Yes এ ক্লিক করতে হবে। অভিভাবকের নাম সংশোধনের ক্ষেত্রে অভিভাবকের তথ্য প্রদান করে Yes এ ক্লিক করতে হবে। এরপর স্ক্রিনে ‘Your data successfully updated লেখাটি আসবে। এরপর আপনি আপনার e-DRC ডাউনলোড করে নিতে পারেন।