আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bengal Scheme Job Recruitment 2025: রাজ্যে সরকারি প্রকল্পে কর্মী নিয়োগ, আজকেই আবেদন করে ফেলুন

Published on: January 20, 2025
West Bengal Scheme Job Recruitment 2025

West Bengal Scheme Job Recruitment 2025: সম্প্রতি সরকারী প্রকল্পের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়েছে, যারা এতদিন চাকরী খুঁজছেন (Job Searching), তাঁদের জন্য খুবই ভালো খবর হতে চলেছে। আজকের প্রতিবেদনটি ভালো রকম লক্ষ্য রাখুন।

ভূমিকা :

বাংলাভাষার প্রবল নলেজ (Knowledge) থাকা আবশ্যিক, যেহেতু পশ্চিম বঙ্গের মধ্যে চাকরিটা হবে। রাজ্যের নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বেশ অনেকদিনপর সরকারের তরফ থেকে বেশ ভালো রকম চাকরির সূযোগ আসতে চলেছে।

নমস্কার , যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওয়েবসাইটে (Website ) জুড়ে থাকার আমন্ত্রণ রইলো। ওয়েব সাইটে প্রতিনিয়ত চাকরীর আপডেট (Job Update) তুলে ধরার চেষ্টা করি। তাই ফলো করে রাখুন, সুবিধার্থে।

সংস্থার নামWest Bengal Scheme Job Recruitment 2025
পদের নামEnterprise Promotion
আবেদন জানানোর শেষদিন22/01/2025
অফিসিয়াল ওয়েবসাইটhttps://purbamedinipur.gov.in/
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
West Bengal Scheme Job Recruitment 2025

আরও আপডেটঃ উত্তরবঙ্গের চাকরীর বিজ্ঞপ্তি প্রকাশ, বেতন ৩২,১০০ টাকা

কী পদে নিযুক্ত করা হবে?

নির্বাচিত প্রার্থীকে সমাজ সম্পদ কর্মী হিসেবে নিযুক্ত করা হবে। যে পদে নিয়োগ করা হবে তা হলো এন্টারপ্রাইজ প্রমোশন পদ (Enterprise Promotion).

বয়সসীমা :

বিজ্ঞপ্তিতে(West Bengal Scheme Job Recruitment 2025) আবেদন কারীর সর্বনিন্ম বয়স ২৫ বলা রয়েছে। সর্বাধিক ৩৫ ধরা হবে।

মাসিক বেতন?

বেতন সমন্ধে স্পষ্ট কিছু না বলা হলেও বিজ্ঞপ্তি (West Bengal Scheme Job Recruitment 2025) ভালো করে লক্ষ্য রাখুন।

শিক্ষাগত যোগ্যতা ?

পশ্চিম বঙ্গের বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি পড়তে এবং লিখতে জানতে হবে। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।

আবেদন করার প্রক্রিয়া :

আবেদন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইট (Official Website) থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য (Personal Document) এবং প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করার শেষ তারিখের আগে বিজ্ঞপ্তির নির্দিষ্ট ঠিকানায় (Specific Address) পৌঁছে দিতে হবে।

আবেদন করার তারিখ :

আবেদন পত্র ১৪ ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। তা চলবে ২২ শে জানুয়ারি বিকেল ৩.০০ পর্যন্ত।

প্রয়োজনীয় নথিপত্র:

প্রার্থীর বয়সের প্রমাণ হিসেবে সার্টিফিকেট – Birth Certificate প্রমাণ, ID Proof – ভোটার আইডি কার্ড (Voter ID Card) , আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো (Aadhar Card), Pan Card etc Xerox অ্যাটাচ করতে হবে। Caste Certificate, Education documents – মাধ্যমিকের সার্টিফিকেট বাসিন্দার প্রমাণ সার্টিফিকেট লাগবে – যা পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করতে হবে।

কীভাবে নিয়োগ করা হবে:

প্রার্থীকে লিখিত পরীক্ষা দিতে হবে প্রথমে। এরপর অ্যাসেসমেন্ট এর পলা।তৃতীয় উপরের দুটিতে উত্তীর্ণ হওয়ার পর কম্পিউটার টেস্ট , সর্বশেষ ইন্টার্ভিউ।

বিজ্ঞপ্তিতে জায়গা, জেলা এবং অন্যান্য তথ্য বিস্তারিত ভাবে দেওয়া আছে। ভালো করে চোখ বুলিয়ে তবেই আবেদন করুন।

আজকের মতন , ধন্যবাদ এতক্ষণ জুড়ে থাকার জন্য।

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment