Dev Shubhashree Comeback: দীর্ঘ ৯ বছর পর ফের এক ফ্রেমে দেখা গেল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বাংলার রূপোলি পর্দার এই জনপ্রিয় জুটি। যারা একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জলিয়া’, ‘খোকাবাবু’ মত ছবিতে একসঙ্গে দর্শকদের মন জয় করেছিলেন। এবার তাদেরই সাক্ষাৎ ঘটলো দক্ষিণ কলকাতার নজরুল(Nazrul mancha)।
সকাল থেকেই ‘নজরুল মঞ্চ’ র সামনে ভক্তদের লাইন। কেউ কোলে দেড় মাসের সন্তান নিয়ে অপেক্ষায়, কেউবা দেব শুভশ্রীর পুরনো হিট গানে তাল মিলিয়ে তৈরি হয়ে আছেন প্রিয় জুটিকে দেখতে। যেন একটা Mini Durga puja celebration শুধু পর্দার নয়, এবার মঞ্চেই ধরা দিল সেই আবেগের মুহূর্ত।
তিন দিন ধরে তৃণমূল সাংসদ তথা অভিনেতার দেব নিজেই অনুষ্ঠান তদারকি করেছিলেন যাতে কোন ফাঁক না থাকে। অনুষ্ঠানে হাজির ছিলেন দেবের বাবা Gurupada Adhikari ও বোন Dipali Adhikari একের পর এক হিট গান Challenge song, paran Jay jaliya re, Khoka Babu dialogue ফিরে এল সেই পুরনো দিনের স্মৃতি।
ঠিক তখনই চারপাশ আলোয় মোড়া লাল গালিচায় এসে দাঁড়ালো একটি সাদা মার্সিডিজ। নামলেন দেব ,কালো স্যুট চোখে সানগ্লাস, স্টারডমে ভরা হালকা হাঁটা ।আর লাল গালিচায় অপর প্রান্তে শুভশ্রী, Black lady লুকিয়ে সেজে উঠলেন ক্যামেরাবন্দি। যদিও দুজনে আলাদা প্রান্তে এলেন, দশকে চোখে খুঁজছিল আবার সেই পুরনো on screen chemistry।L; NNN8 4 XNJ
মঞ্চে উঠেই শুভশ্রী মজার ছলে প্রশ্ন করলেন,”আমার সঙ্গে বন্ধুত্ব করবে?” সাড়ে 9 বছরের ব্যবধানের পর এই এক লাইনে যেন গলে গেল বরফ। দেব উত্তর দিলেন, “ওর হাসিটা খুব মিস করছিলাম। ওর ইন্টারভিউ দেখছিলাম বললাম, একটু হাসো তো! এই কথাই হাসির রোল উঠল দর্শকের মাঝে। আবেগ আর উত্তেজনায় কানায় কানায় পূর্ণ হয়ে গেল পুরো হল।
আরও পড়ুন: কেন ফুটপাতে রাত কাটাতে বাধ্য হলেন TCS কর্মী? সংস্থা কী বলছে?
Anupam Roy এর গানে জমে উঠল আবহাওয়া মঞ্চে। তখন Rohan Bhattacharya ওরফে ভাসান বাপি রোমিওর গানে দর্শকদের মাতাচ্ছে কিন্তু আসল চমক তখনও বাকি একসঙ্গে মঞ্চে এসে প্রিয় জুটি (Dev Subhashree 2025) জানালেন, তারা নিজেদের on screen pairing বাঁচিয়ে রাখার চেষ্টা না করলেও, দর্শকের ভালোবাসায় তাদের জুটি আজও জীবন্ত।
তবে কি ভবিষ্যতে আবার পর্দায় দেখা যাবে তাদের একসঙ্গে এই প্রশ্ন ও থেকে গেল অধরা কোন স্পষ্ট উত্তর মেলেনি। তবুও Dev Subhashree comeback এর এই ঝলক অনুরাগীদের মনে এক নতুন আসার আলো দেখালো।
অনুষ্ঠানের প্রতিমুহূর্তে ছিল fan frenzy, nostalgic emotions আর বাংলা ছবির প্রতি অগাধ ভালোবাসা। দেব-শুভশ্রীর public appearances এই প্রমাণ হল সময় কেটে গেলেও কিছু জুটি রয়ে যায় চিরকালীন।