GST New Rules: ভ্রমণ পিপাসুদের জন্য এবার দারুন সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে জিএসটি কাউন্সিল নতুন করে কর কাঠামো বড়সড় পরিবর্তন ঘোষণা করেছে। এর ফলে সরাসরি লাভবান হতে চলেছেন সাধারণ মানুষ বিশেষত যারা ঘুরতে ভালোবাসেন বা নিয়মিত ভ্রমন করেন তাদের জন্য সিদ্ধান্ত নিঃসন্দেহে স্বস্তি খবর।
হোটেল ভাড়ায় বড় পরিবর্তন
এখন পর্যন্ত ৭৫০০ টাকার নিচে হোটেল রুম বুক করলে অতিথিদের ১২% জিএসটির পাশাপাশি আরও 5% ইনপুট ট্যাক্স ক্রেডিট দিতে হত। ফলের বাস্তবে খরচ অনেকটা বেড়ে যেত কিন্তু এবার থেকে আর সেই অতিরিক্ত ৫% গুনতে হবে না। অর্থাৎ ৭৫০০ টাকার কম মূল্যের হোটেল রুমে পর্যটকদের খরচ আগে তুলনায় অনেকটাই কমে যাবে।
শুধু তাই নয় বহু ক্ষেত্রেই ২৮% থেকে কমিয়ে ১৮% জিএসটি নির্ধারণ করা হয়েছে। এর ফলে হোটেল শিল্পকে ঘিরে ভ্রমণকারীদের আর্থিক চাপ অনেকটাই কমবে। বিশেষত পুজোতে দিওয়ালি এবং শীতকালীন ছুটির মরসুমে যখন ঘুরতে বেড়ানোর হিড়িক পড়ে, তখন এই কর ছঁটাই সাধারণ পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে।
বিমান ভাড়ায় সাশ্রয়
শুধু হোটেল নয় বিমান ভারতেও থাকতে চমক এতদিন ইকনোমিক ক্লাসের টিকিটে ১২% হারে GST দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে তা কমে এসেছে ৫% অর্থাৎ একই টিকিট এখন আগে তুলনায় আরো সস্তায় পাওয়া যাবে।
অন্যদিকে বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রেও মিলবে ছাড়। যেখানে আগে ১৮% GST ধার্য ছিল, তা কমিয়ে আনা হয়েছে ১২% এ। ফলে ব্যবসায়িক সফর কিংবা বিলাসবহুল ভ্রমণের ক্ষেত্রেও যাত্রীদের খরচ অনেকটাই কমবে।
ভ্রমণশিল্পে গতি ফেরার সম্ভাবনা
কোভিডের ধাক্কা কাটিয়ে ইতিমধ্যেই পর্যটন শিল্প ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন GST কাঠামো সেই প্রচেষ্টায় বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সস্তা হোটেল রুম ও বিমান ভাড়া বাড়তি পর্যটক টানতে সাহায্য করে। ফলে দেশের ভেতরে যেমন ভ্রমণ বাড়বে তেমনি বিদেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়ার সম্ভাবনা প্রবল।
কার্যকর হচ্ছে কবে থেকে
সূত্রের খবর অনুযায়ী নতুন নিয়ম কার্যকর হতে চলেছে আগামী ২২ শে সেপ্টেম্বর ২০২৫ থেকে। অর্থাৎ দুর্গাপুজোর ঠিক আগেই কার্যকর হবে এই সাশ্রয়ের নিয়ম যা বাংলার মতো ভ্রমন প্রিয় রাজ্যের মানুষের জন্য একেবারেই বাড়তি আনন্দের বিষয়।
আরও পড়ুন: ৯ সেপ্টেম্বরের জন্য আপনার দিন কেমন কাটবে?
সাধারণ মানুষের মুখে হাসি
নতুন করে ব্যবস্থায় স্পষ্ট যে সরকার সাধারণ মানুষের ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে চাইছে। মধ্যবিত্ত পরিবার যারা বছরে এক-দুবার ঘুরতে যান তাদের জন্য এই স্যার এক প্রকার বড় উপহার। এখন থেকে হোটেল বুকিং বা ফ্লাইট টিকিট কেটে ভ্রমণে বেরোনোর আগে বাজেট নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কম হবে।
সব মিলিয়ে বলা চাই জিএসটির এই নতুন কাঠামো পর্যটন শিল্পের নতুন দিশা আনতে চলেছে। একদিকে যেমন হোটেল ও বিমান সংস্থা আরো বেশি গ্রাহক আকর্ষণ করতে পারবে। অন্যদিকে সাধারণ মানুষ ও সাশ্রয়ের আনন্দে আরও বেশি করে ভ্রমণে আগ্রহী হবেন।