আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

West Bengal Weather Update: বর্ষা বিদায় দেরিতে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবারও চলতে পারে বৃষ্টির মহড়া

Published on: October 13, 2025
West Bengal Weather Update

West Bengal Weather Update: আলিপুর হাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ আবহাওয়ার তথ্য বলছে, বর্ষার বিদায়ের প্রক্রিয়া দেরিতে শুরু হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোমবারেও বৃষ্টি থামছে না। সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মেঘালমান আকাশ ও গর্জনসহ বৃষ্টিপাত চোখে পড়ে।

ঘূর্ণাবর্তে প্রভাব

বর্তমান বঙ্গোপসাগর ও দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণবর্তগঠন হয়েছে, যা আদ্র বাতাসকে উত্তোলন করে বৃষ্টিপাতকে সক্রিয় রাখছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে। বাতাসের গতি ৩০ থেকে ৪০ কিমি/ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে।

সামনের দিনগুলোর পূর্বাভাস

রবিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। তবে ধাপে ধাপে আবহাওয়ার অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং বাতাসের মধ্যে জলের পরিমাণও হ্রাস পাবে। আশঙ্কা রয়েছে নিষ্ক্রিয় বছরাটি ধীরে ধীরে বিদায় নেবে।

পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চল বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান হতে আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে।

কলকাতা ও আশেপাশের পরিস্থিতি

কলকাতা আশেপাশের এলাকায় শুক্রবার দুপুর থেকে আকাশ কালো হতে পারে এবং বৃষ্টি নামবে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকদিনের মধ্যেই দক্ষিণ-পশ্চিমা উত্তর-পশ্চিম বাতাসের প্রভাব বাড়তে পারে, যার ফলে রাত ও সকালের দিকে কুয়াশার প্রবণতা দেখা দেবে।

উত্তরবঙ্গের ৮ জেলায় রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই।

আরও পড়ুন: টোটো তে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার, এবার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ও জোড় বিজোড় নিয়ম

প্রস্তুতি ও পরামর্শ

  • ভারী বৃষ্টির সম্ভাবনা থাকা এলাকাগুলিতে গরমের পাশাপাশি বাতাসের গতি ও আদ্রতার পরিবর্তন মাথায় রাখুন
  • হালকা ও মাথাটি বৃষ্টিপাত ও ভদ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যাপ্ত ছাতা ও গামছা রাখুন
  • দুপুর থেকে বিকেলের সময় আকাশ কালো হতে পারে তাই বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্ক হতে হবে
  • দিনের শেষভাগ ও রাতের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়তে পারে গাড়ি বা বাইক চালানোর সময় অতিকম দৃশ্যমানতা মাথায় রাখুন।

সামনের কয়েক দিনে আবহাওয়ার উন্নতির আশায়, বর্ষার বিদায়ের দিকেই ধীরে ধীরে এগোবে পশ্চিমবঙ্গের রাজ্যব্যাপী। নতুন শীতের আমেজ অর্থহীন হবে না কেবল অপেক্ষা করতে হবে বৃষ্টির বিদায়ের।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment