আবহাওয়া খুঁটিনাটি কৃষিকাজ প্রকল্প প্রযুক্তি চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Kolkata Metro Railway Staff Recruitment 2025 : কলকাতা মেট্রোতে কর্মী নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০শে জানুয়ারি

Published on: January 3, 2025
Kolkata Metro Railway Staff Recruitment 2025

Kolkata Metro Railway Staff Recruitment 2025: চাকরী যাত্রী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সবচেয়ে সুবিধার মাধ্যম হলো মেট্রো পরিবহন ব্যবস্থা (Metro Transport System). আগে North – South মেট্রোর ব্যবস্থা থাকলেও এখন বেশ বিভিন্ন দিকে মেট্রো সার্ভিস পাচ্ছেন যাত্রীরা। তাই মেট্রো রেলওয়েতে চাকরী (Job of Metro Railway) করার ঝোঁক অনেকেরই রয়েছে।

সম্প্রতি শোনা গেল, ধর্মতলা মেট্রো (Esplanade Metro) থেকে ডিরেক্ট শিয়ালদহ মেট্রো (Shealdah Metro) করে দেওয়ার কাজ সর্ম্পূণ হতে চলেছে। এবার মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।

নমস্কার, প্রথমেই আপনাদের সাইটে স্বাগত জানাই। সাথে নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা। অনুরোধ রইলো সকলেই এই ভাবে পাশে থেকে সহযোগিতা করবেন, যাতে নতুন নতুন খবর আপনাদের সামনে আনতে পারি।

সংস্থার নামKolkata Metro Railway Staff Recruitment 2025
পদের নামGroup ‘C’
আবেদন জানানোর শেষদিন৩০ জানুয়ারী ,২০২৫
অফিসিয়াল ওয়েবসাইটhttps://mtp.indianrailways.gov.in/
অফিসিয়াল NoticeDownload PDF
Join Telegram ChannelJoin Now
Join Whatsapp ChannelJoin Now
Kolkata Metro Railway Staff Recruitment 2025

আরও আপডেটঃ  কোলকাতা হাই কোর্টে Group-C পদে নিয়োগ, শূন্যপদ ৮ টি

নিয়োগ

নিয়োগ করা হচ্ছে কোলকাতা মেট্রো রেলের গ্রুপ সি বিভাগে(Kolkata Metro Railway Staff Recruitment 2025)। পশ্চিমবঙ্গের যে কোন রাজ্যের নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া প্রথম জানুয়ারি থেকে শুরু হয়েছে। তবে আবেদন পত্র অফলাইনে জমা দিতে হবে। তাই ভালো করে প্রতিবেদনে চোখ রাখুন।

আবেদনের শেষ তারিখ

আবেদনের শেষ তারিখ বিজ্ঞপ্তিতে বলা আছে এ মাসের ৩০ তারিখ। টানা ৩০ দিন পাচ্ছেন আবেদন করার। যত শীঘ্র সম্ভব আবেদন করে দিন(Kolkata Metro Railway Staff Recruitment 2025)। আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র গুলো লাগবে, তা জেনে নিন।

প্রয়োজনীয় নথিপত্র

প্রথমেই লাগবে বয়সের প্রমাণপত্র : পয়লা জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে নিয়োগ করা হবে। সরকারী নিয়ম অনুযায়ী, বিজ্ঞপ্তিতে ষ্পষ্ট উল্লেখ আছে সংরক্ষিত শ্রেণীর ছাড় সমন্ধে।

দ্বিতীয় লাগবে আবেদনকারীর আইডেন্টি প্রুফ : আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি।

তৃতীয় লাগবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ : ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে হাই সেকেন্ডারি এবং কলেজ থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

এখানেই শেষ নয়, আইটি ও ডিপ্লোমা থেকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।

বিজ্ঞপ্তি কোথা থেকে পেতে পারেন

মেট্রো রেলের ওয়েবসাইট থেকেও পেতে পারেন , এছাড়া আপনাদের সুবিধার্থে পোর্টালটি দিয়ে দেওয়া হলো www.mtp.indianrailways.gov.in

তবে আবেদন করার আগে অবশ্যই বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই করুন।

আবেদন প্রক্রিয়া

যেসকল ইচ্ছুক চাকরী প্রার্থী আবেদন করবেন ভাবছেন(Kolkata Metro Railway Staff Recruitment 2025), তাঁদের অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি A4 সাইজে বের করে প্রিন্ট করুন।

এরপর ফর্ম ফিলআপ করুন অ্যাটাচ করুন ব্যাক্তিগত ডকুমেন্ট , ফটোকপি এবং প্রয়োজনীয় নথি। তারপর পাঠিয়ে দিন বিজ্ঞপ্তি অনুয়ায়ী সময় এবং দেওয়া ঠিকানায়। তবে শূন্যপদ কিন্ত খুব বেশি নেই, মাত্র ২ টি রয়েছে। তাই চটপট আবেদন করে দিন।

কী কী পরীক্ষা নেওয়া হবে?

এক্ষেত্রে প্রার্থী নির্বাচনে লিখিত পরীক্ষার base এ Group – C তে নেওয়া হবে। তবে আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, কত বেতন দেবে তা কিন্ত ষ্পষ্ট করে দেয়নি মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

FAQs about Kolkata Metro Railway Staff Recruitment 2025

1. What is the focus keyphrase for this recruitment?

Ans: The focus keyphrase is “Kolkata Metro Railway Staff Recruitment 2025

2. How many positions are available?

Ans: 2 vacancies.

3. What are the educational qualifications needed?

Ans: Prospective parents must have completed high school from a recognized institution with 50% marks.

4. When is the last date to apply?

Ans: The last date to submit your application for Kolkata Metro Railway Staff Recruitment 2025 is 30th January, 2025.

5. Is the application process online or offline?

Ans: The application must be submitted ofline.

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টগুলোতে যারা আবেদন করবেন তাদেরকে জানিয়ে রাখি আমরা কোন নিয়োগ সংস্থা নই আমরা শুধু একটি মিডিয়াম। আমরা বিভিন্ন সরকারি চাকরির খবর আমাদের পেইজে প্রকাশ করে থাকি। আবেদন প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে এই পোস্টগুলোতে নিজের দায়িত্বে আবেদন করবার জন্য। অজ্ঞানে কোন ভুল হলে আমরা সেগুলোর জন্য দায়ী নই।

Taaza Somoy

নমস্কার, আমি ঐন্দ্রি/ মৌ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি নিত্য নতুন চাকরির আপডেট নিয়ে আসার। যাতে যারা হতাশায় ভুগছেন, তাঁরা কিছুটা হলেও হেল্প পান। আমি নিজের স্বল্প লেখার অভিজ্ঞতাঃ থেকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তাই পাশে থাকার একান্ত অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment