আজকের রাশিফল আবহাওয়া Human Interest Story খুঁটিনাটি বিনোদন প্রকল্প Tech চাকরি ব্যবসা বাণিজ্য লাইফস্টাইল শেয়ার মার্কেট অন্যান্য

Rizwan Sajan Success Story: ১৬ বছর বয়সে বাবার মৃত্যু, সংসার চালাতে দুধ বিক্রি, আজ ২০,৮৩০ কোটির ব্যবসায়ী

Published on: August 25, 2025
Rizwan Sajan

Rizwan Sajan Success Story: জীবনের প্রতিকূলতাকে দূর করে যে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব, তার এক অনন্য উদাহরণ হল রিজওয়ান সজন(Rizwan Sajan)। মুম্বাইয়ের এক সাধারণ পরিবার থেকে উঠে আসা এই মানুষটির শৈশব কেটেছে দারিদ্র্য, সংগ্রাম আর অগণিত প্রতিকূলতায়। কিন্তু আজ তিনি সংযুক্ত আরব অন্যতম শীর্ষ ব্যবসায়ী দানিয়ুব গ্ৰুপের(Danube Group) প্রতিষ্ঠাতা এবং মালিক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ২০,৮৩০ প্রায় কোটি টাকা।

শৈশবের প্রতিকূলতা

মুম্বাইতে জন্ম ও বেড়ে ওঠার Rizwan Sajan এর বয়স মাত্র ১৬ বছর, তখন বাবা মারা যান। পরিবারের ভরণপোষণের দায় এসে পড়ে কিশোর বয়সেই তার কাঁধে। সংসার চালানোর জন্য তিনি নানা ছোটখাটো কাজ শুরু করেন। কখনো দুধ বিক্রি করেছেন, কখনো আতশবাজি কিনা বই বিক্রির মাধ্যমে সামান্য আয় করেছেন। বস্তির অন্ধকার রাত আর অভাব কষ্ট তার জীবনকে আরো কঠিন করে তুলেছিল। কিন্তু এই প্রতিকূলতায় তাকে গড়ে তোলে এক দৃঢ় চেতা মানুষ হিসেবে।

জীবিকার খোঁজে বিদেশ যাত্রা

অর্থ উপার্জনের আশায় ১৯৮১ সালে রিজওয়ান কুয়েতে পাড়ি দেন। সেখানে তার মামার বিল্ডিং সাপ্লাই স্টোরে ট্রেনি সেলস পার্সেন হিসেবে চাকরি শুরু করেন। অক্লান্ত পরিশ্রম আর নিষ্ঠার কারণে দ্রুত তিনি পদোন্নতি পান এবং শিল্প সম্পর্কে অমূল্য অভিজ্ঞতা অর্জন করেন। তবে ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ তার স্বপ্নে বড় ধাক্কা আনে। বাধ্য হয়ে তিনি মুম্বাইয়ে ফিরে আসেন, আবার শুরু হয় সংগ্রামের নতুন অধ্যায়।

দুবাইয়ে নতুন স্বপ্নের সূচনা

১৯৯৩ সালে তিনি আবার বিদেশ যাত্রা করেন, এইবার গন্তব্য দুবাই। প্রথমে একটি হার্ডওয়্যার দোকানে কাজ শুরু করেন। কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে থামতে দেয়নি। কয়েক হাজার দিরহাম নিয়ে শুরু করেন নিজের ব্যবসা। সেখান থেকেই জন্ম নেয় দানিয়ুব গ্রুপ।

শুরুটা ছিল ছোট কিন্তু সজনের দৃষ্টিভঙ্গি নেতৃত্ব ও পরিশ্রম ব্যবসা কে নতুন উচ্চতায় নিয়ে যায়। আজ দানিয়ুব গ্রুপ সংযুক্ত আরব আমিরশাহী ছাড়াও বাহারিন, ওমান, কাতার, সৌদি আরব, ভারত ও চীনের মতো দেশে ব্যবসা বিস্তার করেছে। কোম্পানির বার্ষিক আয় প্রায় পাঁচ বিলিয়ন দিরহাম।

সাফল্যের পাশাপাশি মানবিক উদ্যোগ

রিজওয়ান সজন শুধু একজন সফল উদ্যোক্তায় নন, তিনি একজন সমাজসেবী। তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে Danube Welfare Society, যা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। সমাজের প্রতি দায়িত্ব বদ্ধতা তাকে আরও বেশি মর্যাদার আসনে বসিয়েছে।

আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের দুটি কিডনি ফেলিওর তবুও ১৯ বছর ধরে অটল ভক্তি

আন্তর্জাতিক স্বীকৃতি

ব্যবসায়িক সাফল্যর জন্য রিজওয়ান সজন কে আরব বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার Mohammed Bin Rashid AL Maktoum Business Excellence Award প্রদান করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরবে ভারতীয় নেতৃত্বে শীর্ষ ১০০ জনের মধ্যেও তার নাম দ্বাদশ স্থানে রয়েছে।

সংগ্রাম থেকে সাফল্য

ল্যাটিন ভাষায় একটি প্রবাদ আছে”From the ashes to stars” অর্থাৎ ছাই থেকে নক্ষত্র হওয়া রিজওয়ান সজনের জীবন যেন সেই প্রবাদকেই সত্য প্রমাণিত করেছে। অন্ধকার থেকে শুরু করে আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত এক সফল ভারতীয় উদ্যোক্তা।

আজ তার গল্প কোটি মানুষের কাছে প্রেরণার উৎস। প্রতিকূলতার মাঝেও হার না মেনে, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের যে স্বপ্নপূরণ সম্ভব রিজওয়ান সজনের জীবনের সাফল্য তার উজ্জ্বল দৃষ্টান্ত।

Mahasina Nasrin

আমি মাহাসিনা নাসরিন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে আমি আচার্য ইনস্টিটিউট অফ গ্র্যাজুয়েট স্টাডিজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছি। বর্তমানে আমি ২৪ ঘন্টা আরামবাগে সংবাদ প্রতিবেদক, ভয়েস ওভার শিল্পী এবং কপি লেখক হিসেবে কাজ করছি। আমি পূর্বে টেক মিডিয়া, টেক ওয়াইফাই, সোকালের বার্তা ওয়েবসাইটে কন্টেন্ট লেখক হিসেবে যুক্ত ছিলাম।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment